sumon info
 
  ABOUT ME
  Product Order
  Info
  TUTARIAL
  Softwear
  Page-1
  PAGE -3
  Page -4
  Page-5
  Haking
  Photogariphi
  Games
  Mobile
  ANDROID
  Most Needed
  madidation
  FREELANCING
  ENTERTEINMENT
  Chain Tune
  Home
TUTARIAL

বাংলায় চ্যাট করুন এখন আপনার ব্রাউজার থেকেই কোন সাইটে না ঢুকে

ইন্টারনেটে বাংলা প্রচলনের একটা জোয়ার চলছে। ইউনিকোডের ফলশ্রুতিতে বর্তমানে প্রচুর ওয়েবসাইট তৈরি হচ্ছে বাংলায়। আমরা ইতিমধ্যে বাংলায় নিউজ সাইট, ব্লগ, ফোরাম ছাড়াও বিভিন্ন ধরনের ওয়েবসাইট বাংলায় পেয়েছি। কিন্তু ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও একটা জিনিসের এখনও অভাব রয়েছে। তা হল বাংলায় চ্যাট।
ইন্টারনেটের অতি জনপ্রিয় বিষয়গুলোর মধ্যে একটি হল চ্যাট বা চ্যাটিং। বেশিরভাগ ব্যবহারকারীর সাথেই ইন্টারনেটের সম্পর্ক তৈরি হয় চ্যাটের মাধ্যমে। এতদিন ইয়াহুসহ বিভিন্ন চ্যাটরুমে আমরা শুধু ইংরেজিতেই চ্যাট করেছি। এই অধ্যায়ের পালা শেষ হতে যাচ্ছে।
এখন বাংলায় চ্যাট করবেন তাও আবার কোন ওয়েব সাইটে না ঢুকে । আর এই সুবিধাটা নিয়ে আসছে একটি বাংলা টুলবার । এই এই টুলবারের এলসি বাটনে ক্লিক করে একটা ইউজার নেম দেন এবং চ্যাট করা শুরু করুন । কোন রেজিষ্টেশন লাগবে না । ইচ্ছা করলেই আপনার নিক নেইম পরিবর্তন করতে পারবেন । এতে সুন্দর সুন্দর smile send করতে পারবেন । এটা ইচ্ছা করলে মিনিমাইজ করে রেখে দিতে পারবেন । আর এটা ছোট উনডোতে হওয়ায় এর পাশাপাশি আপনি আপনার ব্রাউজিং চালিয়ে যেতে পারবেন । এতে আপনি ইউনিবিজয় এর মাধ্যমে বাংলা লিখতে পারবেন । বাংলা এবং ইংরেজী দুই ভাষায় লিখতে পারবেন । আর এই বাংলায় চ্যাট সুবিধাটি পেতে অনেক জনপ্রিয় একটা বাংলা টুলবার আপনার ব্রাউজারে যুক্ত করে নিতে হবে । মজিলা ব্রাউজার ব্যবহারকারী সরাসরি টুলবারটি এডডনস হিসাবে যুক্ত করতে এখানে ক্লিক করুন । আর প্রিভিউ দেখে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
সবাইকে অনেক ধন্যবাদ

 



একটা প্রোর্টবেল ভিডিও কনভাটার নিয়ে টিউনটি লিখলাম। আমরা অনেকে অনেক ধরনের ভিডিও কনভার্টার ব্যবহার করে থাকেন , সেই রকম একটা ভিডিও কনভার্টার মধ্যে একটি নিয়ে আমার টিউন। এটিকে কেউ কেউ ব্যবহার করেও থাকতে পারেন ।সাইজে 22 M.B হলেও .rar ফাইলের সুবাদে আপনাকে Download করতে হবে মাত্র 5.6 M.B য়ার সাহায্যে আপনি .3gp .avi, .mp4, .flv, .swf, .mpeg, .mov, .wmv, .rm এই ফরম্যাটে ভিডিও ফাইল কনভার্ট করতে পারবেন আপনার প্রয়োজন অনুসারে কনভার্টারটির নাম হল - Superez Video Coverter .

video conveter একটা প্রোর্টবেল ভিডিও কনভাটার নিন মাত্র ৫.৬ M.B
এখানে আপনি আপনার প্রয়োজন মত সাইজে Video ফাইল Convert করতে পারবেন। শুধু Video নয় সাথে আডিও ফাইলও কনর্ভাট করতে পারবেন, এই ফরম্যাটে - .mp3 , .wav, .wma , .acc , .ogg, . flac, .mp2, .mma
video conveter audio1 একটা প্রোর্টবেল ভিডিও কনভাটার নিন মাত্র ৫.৬ M.B
আর আপনার ডিভাইজের সাইজে কনভার্ট করতে পারবেন, সেক্ষেত্রে আপনার ডিভাইজের স্ক্রীনের সাইজ হতে হবে নিচের ছবি দেখলে বুঝতে পারবেন।
video conveter device একটা প্রোর্টবেল ভিডিও কনভাটার নিন মাত্র ৫.৬ M.B
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ।
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

বন্ধুগণ,

আজ আপনাদের কাছে উপস্থাপন করলাম একটি গুরুত্ব পূর্ণ সফটওয়্যার নিয়ে। মাদারবোর্ড এর সিডি

হারিয়ে গেলেও এখন আর দুঃশ্চিন্তা নেই। অনেক সময় আমাদের মাদারবোর্ড এর সিডি হারিয়ে যায়,

নষ্ট হয় যায় বা ভেঙ্গে যায় তখন আমাদের অনেক বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়। তখন

আমাদের দোকানে যেতে হয় সিডি তৈরি করার জন্য অথবা বাজারে যে ড্রাইভার সিডি পাওয়া যায়

তা থেকে খুজে বের করতে অনেক ঝামেলা পোহাতে হয়।

সেই ঝামেলা থেকে মুক্তি দানের জন্য আমার এই টিউন ...

আমি আজ আপনাদের যে সফটওয়্যার টির সাথে পরিচয় করাব তার মাধ্যমে আপনি খুব সহজে ড্রাইভার

ডাউনলোড করতে পারবেন।

সফ্টওয়্যারটি হলো

Untitled1 মাদারবোর্ড এর সিডি  হারিয়ে গেলেও এখন আর দুঃশ্চিন্তা নেই!!!!!!!!!!!!!!!!!

এই সফ্টওয়্যারটি  শুধু  রান করলে আপনার মাদারবোর্ড এর প্রয়োজনীয় ড্রাইভার অটো সার্চ করবে তারপর  সার্চ করা ড্রাইভার এর উপর ক্লিক করলেই বাকী সব বুঝতে পারবেন।

সফ্টওয়্যার টি ডাউনলোড করুণ এখান থেকে।

 

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
12.04.2101
Hi Ever one I am Sumon. Today I say you all how to u setup many things to use only one website....  Here you can find many software to install so quick in a short time


that side is http://ninite.com.  It is look like the top picture. You can setup many things in a short time so quick & easily.Not more today.
**************************************
13.4.2010 :
Hi everyone. How are you all. I Wish you all are fine Today I will give you all a nice software. It can make your mouse scroll a controller you PC- VOLUEM . downlode this http://downloads.ziddu.com/downloadfile/9150796 MouseWheelSound.exe.html . & enjoy it. 
**************************************

PDF গুলো CONVERT করুন ভিন্ন ফরম্যাট এ

আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভাল আছেন। সৃষ্টিকর্তার রহমতে আমিও ভাল আছি।আজ আপনাদের কাছে নিয়ে আসলাম PDF Zilla নামক একটি CONVARTER। এটি দিয়ে আপনি আপনার PDF গুলো convart করতে পাড়বেন  WORD,IMAGE,TXT,HTML,SWF ফাইল হিসেবে

বিস্তারিত আর লিখলামনা ছবি দেখেই সবাই বুজবেন। ডাউনলোড করেন আর মজা লন।ডাউনলোড লিঙ্ক

চাইলে ঘুরে আসতে পারেন এই ব্লগ এ –ব্লগ লিঙ্ক

ধন্যবাদ ভাল থাকবেন।

 


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

ডিজিটাল যুগে চোরের দিন শেষ! ওয়েব ক্যাম দিয়েই চোর কে ধরে ফেলুন। আপনি ঘুমিয়ে থকলেও অ্যালার্ম বেজে উঠবে অথবা চোরের ছবি সহ আপনার কাছে ইমেইল চলে যবে!!!

 
Vitamin D Video detects people and moving objects in video streams for security and monitoring purposes.You can take hours of video and choose to see only specific types of clips.
আজ আপনাদের কে এমন একটি সফটওয়্যার এর সাথে পরিচয় করিয়ে দেবো যেটি দিয়ে আপনার ওয়েব ক্যামেরা টি ক্লোজড সার্কিট ক্যামেরা হিসাবে ব্যাবহার করে নির্দিষ্ট স্থানে আপনার অনুপস্থিতে যে কেউ যদি ক্যামেরার সামনে আসে তা হলে আপনাকে অ্যালার্ম এর মাধ্যমে সংকেত দেবে!! অথবা আপনি চাইলে শুধু অ্যালার্ম কেন? অটোমেটিক আপনার কাছে ঐ ব্যাক্তির ছবি সহ ইমেইল চলে যাবে। ব্যাপারটা আরো একটু সহজ করে বলি।
মনে করুন ওয়েব ক্যামেরা টি আপনার রুমের মধ্যে বা বাইরে কোথাও সেট করলেন। এখন চোর যদি ওয়েব ক্যামেরার সামনে আসে তা হলেই অ্যালার্ম বেজে উঠবে।আর সেই সাথে ভিডিও রেকর্ড তো আছেই।তাছাড়া আপনি চাইলে চোরের ছবি সহ ইমেইল পেতে পারেন। (এটার জন্যে সেটিংস গুলো অবশ্যই ঠিক মতন করে নিতে হবে)। এটা দিয়ে আপনি খুব সহজেই আপনার বাড়ি, অফিস বা যে কোন জায়গার নিরাপত্তার কাজে ব্যাবহার করতে পারবেন।
এটি যে ভাবে কাজ করেঃ এই সফটওয়্যার টি তে "মৌশন ডিটেক্টর" প্রযুক্তি ব্যাবহার করা হয়েছে। যার মাধ্যমে আপনার ওয়েব ক্যামেরার সামনে কোন অবজেক্ট সঞ্চালিত হলেই তা সহজেই ডিটেক্ট করতে পারে এবং প্রয়োজনে অ্যালার্ম সেট করলে তা বেজে উঠবে।এবং ইমেইল নৌটিফিকেইশন সেট করলে ঐ অবজেক্ট এর ছবি সহ আপনার কাছে একটি ইমেইল চলে যবে।
এটার জন্য অবশ্যই একটি ওয়েব ক্যাম লাগবে। আশা করছি যে কোন ওয়েব ক্যামে কাজ করবে।(আমার কাছে ২০০০ সালের আগে কেনা পুরাতন একটি ওয়েব ক্যাম রয়েছে সেটিও কাজ করছে।) সুতরাং নতুন গুলোতে তো কাজ করবেই সেই সাথে পুরাতন গুলোতেও করবে।


প্রথমে সফটওয়্যার টি এখান থেকে ডাউনলোড করে নিন সম্পুর্ন ফ্রী তে!!

এবার ধাপ গুলো একের পর এক বর্ননা করছি স্ক্রীনশট সহ। ( স্ক্রীনশট গুলো বড় করে দেখতে চাইলে ক্লিক ছবির উপর ক্লিক করবেন)
১। প্রথমে ইন্সটল করে নিন।
২। ওয়েব ক্যাম পিসিতে কানেক্ট করুন।(তার আগে ওয়েব ক্যামের ড্রাইভার ইন্সটল করে নিন।)
৩।ইন্সটল করার পর যখন ওপেন করবেন তখন প্রথমেই একটি ডায়লগবক্স আসবে সেখান থেকে "Use Starter Edition"
সিলেক্ট করবেন। তারপর সফটওয়্যার টি চালূ হবে।
৪। এর পর আপনার ক্যামেরার জন্য একটি অপশন আসবে। সেখানে আপনি Camera type এর ওখানে "USB, built-in or other webcam" সিলেক্ট করে আপনার ক্যামেরা টি সিলেক্ট করুন। তারপর next এ ক্লিক করন এবং আবারো next এ ক্লিক করুন।


 
তারপর Camera location এর জায়গায় আপনার ইচ্ছে মতন নাম ব্যাবহার করুন। এবং সব শেষে Finish এ ক্লিক করুন।



৫। এবার সফটওয়্যার এর মুল উইন্ডোতে আসুন। তারপর সেটিং করার জন্যে উইন্ডোর নিচের দিকে "any object in com table" ক্লিক করে "Edit Rule..." এ ক্লিক করুন। এখান থেকে ভিডিও হওয়ার জন্য প্রয়োজনীয় নিয়ম এবং সেটিংস গুলো ঠিক করে নিতে হবে।




৬। "Video Source" এখানে আপনার ইচ্ছেমতন একটি নাম দিন।



















৭। "Look for" এই অপশন টি অপরিবর্তিত রাখবেন অর্থাৎ যে রকম আছে সেই রকম থাকবে।(তবে কোন অবজেক্ট টি
ডিটেক্ট করবে সেটি সেলেক্ট করার জন্যে এটি ব্যাবহার করতে পারেন।)
৮। "That are" এটিও অপরিবর্তিত থাকবে।(তবে ক্যামেরার নির্দিষ্ট অংশ সেলেক্ট করার জন্য এটি ব্যাবহার করা হয়)
৯। "If seen" এর অধিনে রয়েছে "save clips" এখানে ভিডিও গুলো কোথায় সংরক্ষন করা হবে তা "Settings" এ ক্লিক করে নির্ধারন করুন।



















"Move video" তে ক্লিক করে ড্রাইভ নির্ধারন করতে হবে। তবে যে ড্রাইভ এ বেশি জায়গা সেটি নির্বাচন করলে বেশি ভালো হয়।



১০। "If seen" এই অপশনের অধিনে "Take actions" এ ক্লিক করে।(উপরের ছবিতে খেয়াল করুন take actions লাল কালি দিয়ে মার্ক করে রেখেছি) এখানে যে অ্যালার্ম টি বাজবে সেই টোন টি সেট করতে হবে এটার জন্যে আপনাকে প্রথমে "Play this sound" অপশন টি মার্ক করতে হবে। (নিচের ছবিতে লক্ষ করুন)।আপনি আপনার ইচ্ছে মতন কোন টোন সেলেক্ট করার জন্যে "Custom" সিলেক্ট করতে পারেন। তবে এটা তে শুধু মাত্র (.wav) ফাইল সাপোর্ট করবে।


















১১। এবার ইমেইল এর মাধ্যমে অবজেক্ট টির ছবি সহ পেতে হলে আপনাকে আপনার ইমেইল অ্যাড্রেসটি বসিয়ে দিন। তার আগে "Send an email to" অপশন টি মার্ক করুন।(উপরের ছবিতে লক্ষ করুন) তারপর "Settings" এ ক্লিক করুন তারপর নিচের ছবির মতন একটি বক্স আসবে।

















ছবিতে যে ভাবে কনফিগারেশন করা আছে ঠিক সেই ভাবে করুন।এবং আপনার নিজের ইমেইল অ্যাড্রেস, এবং পাসওয়ার্ড ব্যাবহার করুন। একটু ভুল হলে কাজ হবে না সুতরাং সতর্কতার সাথে করুন। তারপর Ok তে ক্লিক করুন। তবে এটা ঠিক মতন কাজ করছে কিনা সেটা দেখার জন্যে "Send Test Message..." এ ক্লিক করতে পারেন। তা হলে আপনার কাছে একটি ইমেইল যাবে। তখন বুঝবেন যে এটা ঠিক ভাবে কনফিগারেশন করা হয়েছে।(আমি gmail ইউজ করেছি। তবে আপনি চাইলে এখানে yahoo বা অন্য কোন ইমেইল সার্ভিস ব্যাবহার করতে পারেন।

এবার সব কিছু ঠিক মতন সেটিং করা হয়ে গেছে। সুতরাং "OK" তে ক্লিক করে "Rule Editor" উইন্ডো থেকে বেরিয়ে আসুন।
এর পর মুল উইন্ডো থেকে Record করার জন্য বাটন টি On করুন। অন করার পর সবুজ রঙ ধারন করবে। তখন বুঝতে হবে যে অন হয়েছে। আবার যখন বন্ধ রাখতে চাইবেন তখন ঐ বাটন এ আর একবার ক্লিক করলে ওটা বন্ধ হয়ে যাবে।

 
 রেকর্ড করা ভিডিও গুলো দেখতে চাইলে উইন্ডোর একদম উপরের বাম পাশে দুটি বাটন আছে ওখান থেকে ডান পাশের প্রিভিউ বাটন এ ক্লিক করুন।(নিচের ছবি তে লক্ষ করুন)

 
এখান থেকে আপনি পুর্বের রেকর্ড হওয়া ভিডিও গুলো প্লে করতে পারবেন।
ভিডিও রেকর্ড এর বাটন টি অন রাখা অবস্থায় আপনি সফটওয়্যার টি বন্ধ করলেও কোন সমস্যা নেই। আপনার ভিডিও অটোমেটিক রেকর্ড হতে থাকবে। এবং ভিডিওর সামনে যদি কোন অবজেক্ট সঞ্চালন হয় তা হলে ঐ অবজেক্ট টির ছবি সহ আপনার কাছে একটি ইমেইল চলে যাবে(অবশ্যই ইন্টারনেট এ কানেক্ট থাকা লাগে) এবং একই সময় অ্যালার্ম বেজে উঠবে। তবে অ্যালার্ম এর জন্যে ইন্টারনেট এ কানেক্ট না থাকলেও চলবে। শুধু মাত্র আপনার পিসি টি অন থাকলেই চলবে। আপনি ইচ্ছে করলে একাধিক ক্যামেরা ব্যাবহার করতে পারেন। তবে এটি ফ্রী ভার্সন তাই এখানে একটার বেশি ক্যামেরা ব্যাবহার করা যাবে না।

 
কোন সমস্যা হলে মন্তব্য করবেন আমি সমাধান করে দেবো। আর আমি একই সাথে ভিডিও অ্যাড করে দিচ্ছি।

 
 
 
 
 
 

 
এখন আর চোর ধরতে আপনাকে কষ্ট করে পাহাড়া দেওয়া লাগবে না। আপনি শুধু আপনার পিসি আর প্রয়োজনীয় সেটিংস গুলো ঠিক করে আপনার সফটওয়্যার এবং ওয়েব ক্যামেরা টি চালু রেখে নিশ্চিন্তে ঘুমান। তারপর চোর আসলেই আপনাকে অ্যালার্ম দিয়ে জানিয়ে দেবে। আর যদি ইন্টারনেট কানেকশান লাগানো থাকে তা হলে আপনার চোরের ছবি সহ একটি ইমেইল পাবেন।

আজকাল এই ধরনের যন্ত্র বা সফটওয়্যার এর অনেক দাম। সেখানে আপনি শুধু মাত্র ওয়েব ক্যাম এবং সফটওয়্যার দিয়ে ফ্রী তে করতে পারছেন।
ধন্যবাদ সবাই কে। ভালো লাগলে মন্তব্য করবেন। 

 

 

 
অনেকেই জনতে চেয়েছেন যে ভিডিওর মধ্যে যদি মানুষ বাদে কোন টিকটিকি বা ইদুর যায় তা হলে কি অ্যালার্ম বেজে উঠবে?? অথবা গাছের পাতা যদি নাড়া-চাড়া করে তা হলে কি অ্যালার্ম বেজে উঠবে??
হ্যাঁ অবশ্যই বেজে উঠবে তবে এটার সমাধানও আছে।এরকম ভাবে করতে হবে যেন শুধু মাত্র মানুষ ভিডিওর সামনে আসলে অ্যালার্ম বেজে উঠে। তবে অন্য কিছুতে যাতে অ্যালার্ম না বেজে ওঠে, তার জন্যে বেশ কিছু সেটিংস করতে হবে। এটা করার জন্যে এখানে ক্লিক করে আমার এই পোস্ট এর ২য় পর্ব টি দেখুন।

আবার মনে করুন একটা রুমের মধ্যে আপনার মোবাইল রাখা রয়েছে।আপনি ঐ মোবাইল এর দিকে ক্যামেরা টি তাক করে রাখবেন। তারপর কেউ যদি ঐ মোবাইল এ হাত দেই তা হলেই অ্যালার্ম বেজে উঠবে। আর যদি হাত না দেই তা হলে বাজবে না। এটা করার জন্য
***************************************************

(২য় পর্ব) ওয়েব ক্যাম দিয়েই চোর কে ধরে ফেলুন।আপনি ঘুমিয়ে থকলেও অ্যালার্ম বেজে উঠবে অথবা চোরের ছবি সহ আপনার কাছে ইমেইল চলে যবে!!!

এবার কাজের কথাই আসি। আগের পোস্ট এ আপনারা দেখেছেন এই সফটওয়্যার দিয়ে কি ভাবে একটি ভিডিওর মধ্যে কোন অবজেক্ট কে ডিটেক্ট করে। তবে অনেকেই জনতে চেয়েছেন যে ভিডিওর মধ্যে যদি মানুষ বাদে কোন টিকটিকি বা ইদুর যায় তা হলে কি অ্যালার্ম বেজে উঠবে?? অথবা গাছের পাতা যদি নাড়া-চাড়া করে তা হলে কি অ্যালার্ম বেজে উঠবে??
হ্যাঁ অবশ্যই বেজে উঠবে তবে এটার সমাধানও আছে।এরকম ভাবে করতে হবে যেন শুধু মাত্র মানুষ ভিডিওর সামনে আসলে অ্যালার্ম বেজে উঠে। তবে অন্য কিছুতে যাতে অ্যালার্ম না বেজে ওঠে, তার জন্যে বেশ কিছু সেটিংস করতে হবে। সেটা নিয়েই এখন বিস্তারিত বলবো।

১। সফটওয়্যার টি চালূ করে মনিটর ভিউ অর্থাৎ মুল উইন্ডোতে আসুন। তারপর নিচে "any object com table" এ ক্লিক করে "Edit Rule" এ ক্লিক করুন।(New Rule এ ক্লিক করলেও চলবে)

vitamindvido221 (২য় পর্ব) ওয়েব ক্যাম দিয়েই চোর কে ধরে ফেলুন।আপনি ঘুমিয়ে থকলেও অ্যালার্ম বেজে উঠবে অথবা চোরের ছবি সহ আপনার কাছে ইমেইল চলে যবে!!! | Techtunes

২। তারপর "Rule Editor" উইন্ডো আসবে। এবার আপনাকে বিভিন্ন সেটিং পরিবর্তন করতে হবে।মনে করুন আপনি চাইছেন যে ভিডিওর সামনে শুধু মাত্র বড় কোন অবজেক্ট অর্থাৎ মানুষ আসলে টা ডিটেক্ট করবে এবং অ্যালার্ম বেজে উঠবে। বা তার ছবি আপনাকে ইমেইল করবে। এবং ছোট কোন অবজেক্ট কে উপেক্ষা করবে অর্থাৎ ছোট অবজেক্ট হলে অ্যালার্ম বেজে উঠবে না। তো এটা করার জন্যে আপনাকে প্রথমে।"Rule Editor" উইন্ডো থেকে "Lock for" অপশন এ ক্লিক করুন। তারপর ডান পাশে দেখুন নিচের ছবির মতন কিছু অপশন দেখা যাচ্ছে।

vitamindvido227 (২য় পর্ব) ওয়েব ক্যাম দিয়েই চোর কে ধরে ফেলুন।আপনি ঘুমিয়ে থকলেও অ্যালার্ম বেজে উঠবে অথবা চোরের ছবি সহ আপনার কাছে ইমেইল চলে যবে!!! | Techtunes

৩। সাধারনত "Look for" অপশনে "any object" সিলেক্ট করা থাকে তবে আপনি এটি কে পরিবর্তন করে "People" সিলেক্ট করুন।

vitamindvido228 (২য় পর্ব) ওয়েব ক্যাম দিয়েই চোর কে ধরে ফেলুন।আপনি ঘুমিয়ে থকলেও অ্যালার্ম বেজে উঠবে অথবা চোরের ছবি সহ আপনার কাছে ইমেইল চলে যবে!!! | Techtunes

৪। তার নিচে দেখুন "Ignore objects smaller than" অপশন রয়েছে ওখানে 30 pixels অথবা আপনার ইচ্ছে মতন সিলেক্ট করুন।এটার মানে হচ্ছে ছোট কোন

vitamindvido229 (২য় পর্ব) ওয়েব ক্যাম দিয়েই চোর কে ধরে ফেলুন।আপনি ঘুমিয়ে থকলেও অ্যালার্ম বেজে উঠবে অথবা চোরের ছবি সহ আপনার কাছে ইমেইল চলে যবে!!! | Techtunes

অবজেক্ট যদি ভিডিওর সামনে সঞ্চালিত হয় তা হলে তাতে অ্যালার্ম বাজবে না। অর্থাৎ গাছের পাতা নড়া বা টিকটিকি, ইদুর ইত্যাদি ভিডিওর সামনে আসলে তা ডিটেক্ট করবে না বা অ্যালার্ম বাজবে না।:)

এবার Ok তে ক্লিক করুন। তা হলে আপনার পরিবর্তন গুলো সেভ হয়ে যাবে। এবার খেয়াল করে দেখবেন যে ছোট কোন বস্তু ক্যামেরার সামনে আসলে সেটা শুধু রেকর্ড হবে তবে ডিটেক্ট করবে না বা অ্যালার্ম বাজবে না। তবে বড় কোন বস্তু আসলে বা কোন মানুষ আসলেই তা ডিটেক্ট করতে পারবে এবং অ্যালার্ম বাজবে।(তবে ছোট বস্তু যেমন ইদুর,বিড়াল ইত্যাদি ধরতে গেলেও সফটওয়্যার টি অনেক কাজে আসবে।:D)

এবার আপনি যদি মনে করেন যে ভিডিওর নির্দিষ্ট কিছু অংশে যদি কোন অবজেক্ট আসে তা হলে সেটা ডিটেক্ট করবে। যেমন একটা রুমের মধ্যে আপনার মোবাইল রাখা রয়েছে।আপনি ঐ মোবাইল এর দিকে ক্যামেরা টি তাক করে রাখবেন। তারপর কেউ যদি ঐ মোবাইল এ হাত দেই তা হলেই অ্যালার্ম বেজে উঠবে। আর যদি হাত না দেই তা হলে বাজবে না। এটা করার জন্যে আপনাকে "That are" অপশন টি ব্যাবহার করতে হবে। এই That are অপশন এর ব্যাবহার জানতে এখানে ক্লিক করুন। আমি স্ক্রীনশট সহ এখানে বিস্তারিত লিখেছি। আপনারা এটি খেয়াল করুন।আশা করি বুঝতে কোন অসুবিধা হবে না।
****************************************************
*******************************************

যেভাবে block করবেন আপনার নেটওয়ার্কের সব adult site কোন ধরনের software ছাড়াই

আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। অনেক সময় আমাদের অনেক Adult সাইট ব্লক করার প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা অনেক ধরনের সফটওয়ার ব্যবহার করে থাকি। আর সফটওয়ার দিয়ে সব সাইট ব্লক করা দুষ্কর হয়ে পরে। কিভাবে কোন ধরনের সফটওয়ার ছাড়া সব রকম Adult সাইট ব্লক করতে পারবেন তা নিয়ে টিউনটি করা। যদি আপনাদের কোন রকম উপকার হয় তাহলে আমার টিউনটি সার্থক হবে।

১) Windows xp এর জন্য।

১ম ধাপঃ control panel ওপেন করে Network & internet connection এ ক্লিক করুন।

২য় ধাপঃ Network connections select করুন।

৩য় ধাপঃ এখান থেকে আপনার network connection select করুন। আপনার কম্পিউটারে যদি একাদিক কানেকশন থাকে সেক্ষেত্রে আপনি default network connection এ ডাবল ক্লিক করুন (যে নেটওয়ার্ক টি কানেক্টেড আছে সেই নেটওয়ার্কটিতে ডাবল ক্লিক করতে হবে)। অনেক গুলো network এর ক্ষেত্রে আপনি যদি বুঝতে না পারেন কোন নেটওয়ার্কটি কানেক্টেড আছে সেক্ষেত্রে আপনি view menu থেকে tiles select করুন কোন network টি connected আছে দেখার জন্য।

৪র্থ ধাপঃ Properties এ ক্লিক করুন।

৫ম ধাপঃ এ উইন্ডোতে আপনি internet protocol (tcp/ip) সিলেক্ট করে properties এ ক্লিক করুন।

৬ষ্ঠ ধাপঃ এখন আপনি এ উইন্ডো থেকে Use the following DNS server addresses: সিলেক্ট করুন এবং preferred DNS server box এ 208.67.222.123 ও Alternate DNS server এ 208.67.220.123 লিখে ok করে দিন। এ উইন্ডো থেকে অন্য কোন option change করবেন না। বাকি উইন্ডো গুলো close করে দেন। কাজ করা শেষ। এবার আপনি আপনার ব্রাউজারে কোন adult site open করতে পারেন কি না দেখে নেন।

২) Windows vista এর জন্য।

১ম ধাপঃ প্রথমে আপনি control panel থেকে Network and Internet এর View network status and tasks এ ক্লিক করুন।

২য় ধাপঃ এ উইন্ডো থেকে আপনি view status এ যাবেন।

৩য় ধাপঃ ক্লিক properties।

৪র্থ ধাপঃ If u use account control enable, you need to grand permission to continue now… Select continue… (If disabled never show this message).

৫ম ধাপঃ এখানে Internet protocol Version 4 (TCP/IPv4) ক্লিক করে properties ক্লিক করুন (do not select version 6)।

৬ষ্ঠ ধাপঃ এখন আপনি এ উইন্ডো থেকে Use the following DNS server addresses: সিলেক্ট করুন এবং preferred DNS server box এ 208.67.222.123 ও Alternate DNS server এ 208.67.220.123 লিখে ok করে দিন। এ উইন্ডো থেকে অন্য কোন option change করবেন না। বাকি উইন্ডো গুলো close করে দেন। কাজ করা শেষ। এবার আপনি আপনার ব্রাউজারে কোন adult site open করতে পারেন কি না দেখে নেন।

৩)Windows 7এর জন্য।

১স ধাপঃ প্রথমে আপনি control panel থেকে Network and Internet এর View network status and tasks এ ক্লিক করুন।

২য় ধাপঃ এখানে আপনি Change adapter settings এ ক্লিক করুন।

৩য় ধাপঃ এ উইন্ডোতে আমরা সব network adapters দেখতে পাব। অনেক pc তে একের অধিক connection থাকতে পারে। adapter (যে adapter টিতে internet connected আছে) এ রাইট ক্লিক করে properties এ যান।

৪র্থ ধাপঃ এখানে Internet protocol Version 4 (TCP/IPv4) রাইট ক্লিক করে properties এ যান (do not select version 6)।

৫ম ধাপঃ এখন আপনি এ উইন্ডো থেকে Use the following DNS server addresses: সিলেক্ট করুন এবং preferred DNS server box এ 208.67.222.123 ও Alternate DNS server এ 208.67.220.123 লিখে ok করে দিন। এ উইন্ডো থেকে অন্য কোন option change করবেন না। বাকি উইন্ডো গুলো close করে দেন। কাজ করা শেষ। এবার আপনি আপনার ব্রাউজারে কোন adult site open করতে পারেন কি না দেখে নেন।

সবাইকে অনেক অনেক ধন্যবাদ.......

******************************************************

Mozila Firefox এর গুরুত্বপূর্ণ Add-ons [পর্ব-০২]

আজ আমি আবার হাজির হলাম মজিলা ফায়ারফক্স এর গুরুত্বপূর্ণ অ্যাড অন্স  নিয়ে।এই টিউন আমি ১০ টি অ্যাড অন্স শেয়ার করবো। তো আর কথা না বাড়িয়ে শুরু করি
https://static-ssl-cdn.addons.mozilla.net/en-US/firefox/images/addon_icon/8879-64.png?modified=1313437214
১১. FoxTab 1.4.4
এই অ্যাড অন্স ব্যাবহার করে আপনার ফায়ারফক্স ব্রাউজ করা ট্যাব গুলো 3D আকারে আপনার ফায়ারফক্স হোমে পেজে দেখতে পাবেন।
এখানেঃ https://addons.mozilla.org/en-US/firefox/addon/foxtab/?src=cb-dl-users

https://static-ssl-cdn.addons.mozilla.net/en-US/firefox/images/addon_icon/2464-64.png?modified=1320149104
১২. FoxyProxy Standard 3.3
এই অ্যাড অন্স ব্যাবহার করে আপনার ফায়ারফক্স এর সার্চ বক্স,বাঁটন,টেক্সট ইত্যাদি Proxy style রূপান্তর হবে। try it
এখানেঃ https://addons.mozilla.org/en-US/firefox/addon/foxyproxy-standard/?src=cb-dl-users

https://static-ssl-cdn.addons.mozilla.net/en-US/firefox/images/addon_icon/256-64.png?modified=1295153883
13. Download Manager Tweak 0.9.5
এই অ্যাড অন্স ব্যাবহারে আপনার ফায়ারফক্সের ডাউনলোডার এর অপশন বাড়বে। যেমনঃ Launch , Open Folder, Delete file, Remove File ইত্যাদি। এতে করে আপনি অন্য ডাউনলোডার না ব্যাবহার করে নিরবিগ্নে ডাউনলোড করতে পারবেন।
এখানেঃ https://addons.mozilla.org/en-us/firefox/addon/download-manager-tweak/?src=cb-dl-users

https://static-ssl-cdn.addons.mozilla.net/en-US/firefox/images/addon_icon/3576-64.png?modified=1319714468
১৪. Google Shortcuts - All Google Services at a glance
এই অ্যাড অন্স ব্যাবহারে আপনার ফায়ারফক্সে Google এর সকল Services বাটন আকারে আপনার address bar এর নিচে। যেমনঃ Gmail, Google reader, Google maps, Google calendar, and many more in a single click from your browser.
এখানেঃ https://addons.mozilla.org/en-US/firefox/addon/google-shortcuts-all-google-se/?src=cb-dl-users

https://static-ssl-cdn.addons.mozilla.net/en-US/firefox/images/addon_icon/11200-64.png?modified=1322469614
১৫. TV-FOX - Watch TV Online 8.0.0
এই অ্যাড অন্স ব্যাবহারে আপনার ফায়ারফক্সে আপনি বিভিন্ন দেশের 2780 Live TVChannels আপনার হাতের মোঠোয়।
এখাণেঃ https://addons.mozilla.org/en-US/firefox/addon/tv-fox-watch-tv-online/?src=cb-dl-users

https://static-ssl-cdn.addons.mozilla.net/en-US/firefox/images/addon_icon/247573-64.png?modified=1319466784
১৬. Screenshot Pimp - Screengrab, Screen Shots, & Save Selection 6.0
এই অ্যাড অন্স ব্যাবহারে আপনার ফায়ারফক্সে বিভিন্ন web site এর ওয়েব পেজ Screengrab, Screen Shots, & Save Selection ইত্যাদি করে পছন্দের পেজ কে ইমেজ আকারে সংগ্রহ করে রাখুন।
এখানেঃ https://addons.mozilla.org/en-US/firefox/addon/screenshot-pimp-screengrab-scr/?src=ss

https://static-ssl-cdn.addons.mozilla.net/en-US/firefox/images/addon_icon/398-64.png?modified=1323293888
১৭. Forecastfox Weather 2.0.21
এই অ্যাড অন্স ব্যাবহারে আপনার ফায়ারফক্সে আপনি বাংলাদেশ সহ বিভিন্ন দেশের weather দেখুন ভিন্ন ভাবে highly customizable সহ।
এখাণেঃ https://addons.mozilla.org/en-US/firefox/addon/forecastfox-weather/?src=cb-dl-mostpopular

https://static-ssl-cdn.addons.mozilla.net/en-US/firefox/images/addon_icon/722-64.png?modified=1323168974
১৮. NoScript 2.2.3
এই অ্যাড অন্স ব্যাবহারে আপনার ফায়ারফক্সে trust যোগ্য ওয়েব কোনটি তা জানাবে। এবং protect yourself against XSS and Click jacking attacks.
এখানেঃ https://addons.mozilla.org/en-uS/firefox/addon/noscript/?src=cb-dl-mostpopular

https://static-ssl-cdn.addons.mozilla.net/en-US/firefox/images/addon_icon/3911-64.png?modified=1300900983
১৯. Public Fox 1.09
এই অ্যাড অন্স ব্যাবহারে আপনার ফায়ারফক্সে ব্যাবহারিত Bookmarks/Addons/History/Fire Fox Option সহ ইত্যাদি password দিয়ে protect করতে পারেন।
এখানেঃ https://addons.mozilla.org/en-US/firefox/addon/public-fox/?src=cb-dl-users

২০. BD Webportal Toolbar
এই টুলবার টি অ্যাড করে আপনি বাংলাদেশের সকল জনপ্রিয় পত্রিকা,ব্লগ,ওয়েবসাইট,লাইফ খেলার খবর, নিউজ ট্রিকার সহ অনেক ফিচার
এখাণেঃ http://bdwebportal.toolbar.fm/


 


 
 
   
This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free