sumon info
 
  ABOUT ME
  Product Order
  Info
  TUTARIAL
  Softwear
  Page-1
  PAGE -3
  Page -4
  Page-5
  Haking
  Photogariphi
  Games
  Mobile
  ANDROID
  Most Needed
  madidation
  FREELANCING
  ENTERTEINMENT
  Chain Tune
  Home
Most Needed

মোবাইল ঘরে রেখে ভুলে গেছেন কোন সমস্যা নেই আপনার মোবাইল বের করে দিবে গুগল কোন প্রকার অ্যাপপ ছাড়া

আসসালামু আলাইকুম
আশাকরি সবাই ভালো আছেন।
সবাই ভালো থাকেন ভালো রাখেন এই পরত্যাশাই করি সব সময়।
বন্ধুরা আমরা অনেকেই আমাদের মোবাইল ঘরে রেখে ভুকে যাই কোথায় রেখেছি।
আর যদি মোবাইলে যদি কোন ডকুমেন্ট থাকে তাহলে তো আর কোন কথাই নেই হার্ড বিট কমপক্ষে হলেও ১০০।
তো এর জন্য আপনাকে অন্য একটি মোবাইলের সাহায্য নিতে হবে।
এর জন্য আপনাকে নিচের লিংক এ ক্লিক করে আবার এখানে ক্লিক করুন লিখায় ক্লিক করে আপনার মোবাইলের থাকা জিমেইল মানে যে মোবাইল খুজছেন সেই মোবাইলে থাকা জিমেইল আইডি লগ ইন করুন।
এখানে ক্লিক করুন।
তারপর দেখতে পাবেন আপনার সেই ডিভাইস এখানে সোউ করছে।
যেমন আমার দেখুন। এখান থেকে আপনি কল অপশনে ক্লিক করুন তাহলে আপনার মোবাইলে একটি কল যাবে। আর যদি মোবাইলে লোকেশন অন করা থাকে তাহলে মোবাইক কোথায় আছে তা দেখতে পাবেন।
WizBD.Com
আর যদি কোন চোর ও মোবাইল নিয়ে থাকে তাহলে আপনি মোবাইল লক করতে পারবেন।
উপরের স্ক্রিনশট এ যেখানে লক লিখা আছে সেখানে ক্লিক করে লক করতে পারেন।
 ===================================================

আপনার স্মার্টফোনকে একটা সিকিউরিটি ক্যামেরায় রূপ দিন


Smart Home Security WardenCam :

এইরকম একটা অ্যাপ হল Smart Home Security WardenCam।এই অ্যাপটা সাধারণত অন্য অ্যাপস গুলোর মতই ফাংশানিলিটি যুক্ত। কিন্তু এর একটা ইউনিক স্পেশালিটি রয়েছে। এটা হল, এই অ্যাপটা ড্রপবক্সের মত ক্লাউড স্টোরেজ সাপোর্ট করে।

.

বর্তমানে স্মার্টফোনের সিকিউরিটি ক্যামেরা অ্যাস গুলো ব্যাপক ভাবে ব্যবহার করা হচ্ছে। আর এই্ অ্যাপসগুলোরররিমোট সার্ভার নিয়ে কাজ করা, ক্লাউড স্টোরেজ,ডিরেক্ট আপডেট প্রভৃতির কারণে এ্যপসগুলো মারাত্মভাবে মাকের্ট পাচ্ছে। তবে এটাও মনে রাখবেন যে স্মার্টফোন শুধুমাত্র সিকিউরিটি ক্যামেরা হিসেবে ব্যবহার করা জন্য না। এই কাজের জন্য আপনি ওয়েবক্যামের কালেকশন যেগুলো একটা ডেস্কটপ পিসির সাথে যুক্ত থাকে এমন কিছুও ব্যবহার করতে পারেন।


 ____________________________________________________________

হ্যাকিংয়ের শিকার হতে পারে আপনার কম্পিউটারের ক্যামেরা এবং মাইক্রোফোন

 

আস-সালামু আলাইকুম।আমি মোহাম্মাদ আনছারি।আশা করি সবাই ভাল আছেন।আজকের           টিউনটি হল কিভাবে আপনার কম্পিউটারের ক্যামেরা এবং মাইক্রোফোন হ্যাক হওয়া থেকে সেফ করবেন।তো চলুন শুরু করা যাক।

প্রথমে আপনি গুগুল ক্রুম ব্রাউজারটি চালু করুন।তারপর যান Customize and google Chrome.তারপর ক্লিক করুন Settings  এ ক্লিক করুন।এরপরে যান Show advanced settings…।তারপর Privacy যান।তারপর যান  Content Settings এ।তারপর মাউজ কার্সরটি নিচের দিকে নিন তারপর আপনি এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন।

তখন আপনি একটা লেখা দেখতে পাবেন যে

Ask when a site requires access to your Microphone

Ask when a site requires access to your Camera

এখানে আপনাকে বলা হচ্ছে যখন কোন সাইট আপনার ক্যামেরা বা মাইক্রোফোন  একসেস নিতে চাইবে তখন আপনাকে জিজ্ঞাসা করা হবে।তখন আপনি Not করে দিবেন।কিন্তু আপনি যদি একসেস নেয়ার অনুমতি দিন,তাহলে আপনি কাকে অনুমতি দিলেন তা কি আপনার  জানা আছে,কে বা কারা আপনার মাইক্রোফোন একসেস নিয়েছে টা কি আপনি জানেন?তো অজানা বিষয়ে তো ভয়ানক বিপদের আশঙ্কা থাকে।আর যদি একসেস নিতে পারে তাহলে আপনার কি ক্ষতি করতে পারে আপনি কি জানেন?

১।ক্যামেরা একসেস নিতে পারলে আপনার ইমেজ বা ভিডিও ফুটেজ তুলে নিতে পারবে।অথচ আপনি জানতেই পারলেন না।

২।আর মাইক্রোফোন একসেস নিতে পারলে হয়ত আপনি অডিও রেকর্ড করে নিবে।

তো এর থেকে মুক্ত থাকতে হলে আপনি ২টা অপশনে

Donot allow sites access to Microphone

Donot allow sites access to Camera

দিয়ে Done  করে দিবেন।তাহলে আর একসেস নিতে পারবে না।

প্রয়োজনে ভিডিও দেখুন

আশা করি আপনাদের ভাল লাগবে।ভাল লাগলে শেয়ার করতে ভুলবেন না।তো আজকের মত এখানেই বিদায়।



 ***********************************************************

ভুলে যাওয়া ট্রাভেল ব্যাগ এর ভুলে যাওয়া পাসওয়ার্ড রিসেট করুন আর বাঁচিয়ে নিন ৫০০ টাকা


আসাসালামু আলাইকুম।আশা করি সবাই ভালো আছেন।আজকে হাজির হলাম নতুন এবং মজার একটা ট্রিক্স নিয়ে।

কোথাও লম্বা ভ্রমনে যাওয়ার জন্য ট্রাভেল ব্যাগ এর বিকল্প কোন কথাই ভাবা যায় না।নিজের ব্যাগের সিকিউরিটি এর জন্য আপনি অবশ্যই পাসওয়ার্ড ব্যবহার করেন।সমস্যা শুরু এইখান থেকেই।কারন ট্যুর এ তো আর প্রতিদিন যান না।তাই ৬মাস বা ১বছর পর যখন কোথাও যাওয়ার কথা ভাবেন তখনই মাথার মগজ আউলাইয়া যায়।ইস!!!!পাসওয়ার্ডটা কী যেন দিছিলাম????

তখন যদি ঐ ব্যাগ নিয়ে কোন key Maker এর কাছে যাবেন উনি কমপক্ষে ২০০-৩০০টাকা চেয়ে বসবেন।আর অসময়ে গেলে তো কোন কথাই নাই।আর যদি কাজ করান তাহলে টাকা দেওয়ার সময় শুধু আফসোস করবেন যে,এই সিম্পল ২মিনিটের কাজের জন্য ২০০টাকা!!!!!!আর ভোগান্তি এর কথা না হয় বাদই দিলাম।

আমি চাইনা আপনিও আমার মত এইরকম আফসোস করেন।

এত কিছু লিখে হয়তো বোঝাতে পারব না।তাই ভিডিও রেকর্ড করে দিলাম। ভিডিওটি দেখে নিন।

এখানে ক্লিক করুন

হারানো অ্যান্ড্রয়েড ফোন উদ্ধার করুন গুগলের সাহায্যে



আসসালামু আলাইকুম। কেমন আছেন। আশা করচি সবাই বাল আচেন। আজকে যেইবিষয়টি আপনাদের সাথে শেয়ার করবো তাহচ্ছে আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনটি হারিয়ে গেলে কিভাবে উদ্ধার কনতে পারেন।
তথ্য প্রযুক্তির এই যুগে অ্যন্ড্রয়েড প্রায় সকলের হাতে হাতে এবং অনেকেই অনেক গুরুত্বপুর্ণ তথ্য মোবাইল ফোনে সেভ করা থাকে। অন্য কেউ এই ডাটা ক্ষতিকর ব্যবহার করতে পারে।
আসুন জেনে নেই অ্যান্ড্রয়েড এর তথ্য নিরাপত্তার কিছু বিষয়

আইএমআই নাম্বার
প্রত্যেকটি মোবাইলের আলাদা আলাদা আইএমইআই নাম্বার থাকে। মোবাইল হাতে থাকা অবস্থায় খুব সহজে আইএমইআই নাম্বারটি বের করা যায়। এর জন্য *#০৬# চাপুন। আইএমইআই নাম্বার জানা থাকলে থুব সহজে নিকটস্থ টেলিকম কো্ম্পানির কাছে অভিযোগ জানিয়ে সেটটি বন্ধ করে দিতে পারেন।

মোবাইল হারিয়ে গেলে কিভাবে আইএমইআই নাম্বার বের করবেন

এই কাজের জন্য আগে থেকে আপনার মোবাইল থেকে গুগল প্লে-স্টোরে জিমেইল আইডিতে লগইন করা থাকতে হবে। তাহলেই সম্ভব আপনার আইএমইআই নাম্বার বের করা। এবং সেই সাথে আপনি আপনার মোবাইলের সমস্ত ডাটা মুছে দিতে পারবেন কিংবা সেই মোবাইলে রিং দিতে পারবেন।

আসুন জেনে নেই কিভাবে হারানো মোবাইলটির লোকেশন ও ডাটা মুছে দিবেন
আপনার ব্রাউজারের মাধ্যমে নিচের লিংক এ প্রবেশ করুন।
google.com/settings

ইউজারনেইম ও পাসওয়ার্ড দিয়ে ড্যাশবোর্ডের অ্যান্ড্রয়েড সেকশনে প্রবে করুন। সেখানে আপনি নিচের চিত্রের মত আপনার মোবাইলে বিস্তারিত দেখতে পাবেন। আইএমইআই নাম্বার, কোন অপারেটরের সিম ব্যবহার করছে ইত্যাদি।

আপনার মোবাইলের অবস্থান নির্ণয় করুন ও ডাটা মুছে দিন।
আপনার হারানো মোবাইলের অবস্থান নির্ণয়, ডাটামুছে দেওয়ার জন্য নিচের লিংক এ প্রবেশ করুন।
https://www.google.com/android/devicemanager


আপনার মোবাইলের জিপিএস অন থাকলে মোবাইলটি এই মুহুর্তে কোন জায়গায় আছে সেটি দেখতে পারবেন। মোবাইলে রিং দিতে পারবেন। এবং সমস্ত ডাটা মুছে দিয়ে ফোনটি লক করে দিতে পারবেন।

কুরআন শরীফের কিছু অনলাইন সফটওয়্যারের রিভিউ

তানজিল.নেট একটি সুন্দর ও লা চলে কমপ্লিট কুরআন সফটওয়্যার। আমার মনে হয় এর পর আর কোন কুরআন সফটওয়ার দরকার নেই। কেননা এতে তাফসীর বাদে মোটা মুটি যা যা দরকার সবই আছে।

কিছু সুবিধা
1. সবচেয়ে বড় সুবিধা হল এটা নিজের মত করে সাজিয়ে নেয়া যায়। এজন্য কোন লগইনের প্রয়োজন হয় না।
2. কোন চিহ্ণ দেয়ার প্রয়োজন হয় না। আপনি সর্বশেষ যে পর্যন্ত পড়েছেন তা স্বয়ংক্রিয় ভাবে সংরক্ষিত থাকে।
3. এদের সার্চিং সুবিধাও বেশ ভালো। এবং ইচ্ছামত বিভিন্ন সুরা, আয়াত, আপারা ও পৃষ্ঠা ধরে ব্রাউজ করতে পারবেন।
4. সাথে আছে পৃথিবীর প্রায় সকল খ্যাতনামা ক্বারীদের তিলওয়াত।
5. কিছু অডিও অনুবাদও আছে। তবে শুধু চার ভাষার অনুবাদের অডিও আছে।
6. টেক্সট অনুবাদের জন্য আমার জানামতে এরাই সবচেয়ে ভালো। প্রধান প্রধান প্রায় সব ভাষারই বিভিন্ন জনের অনুবাদ তারা সংগ্রহ করেছে। শুধুমাত্র অনুবাদ যেমন দেখা যায়, উপরের ট্যাব থেকে। তেমনি প্রতি আয়াতের সাথে সাথে ঐ আয়াতের অনুবাদও দেখা যায়। এটা আপনাকে বাম পাশের প্যানেল থেকে পছন্দ করে নিতে হবে।
7. একই ভাবে ফন্ট, ফন্টের ধরন ও ফন্টের সাইজও পাল্টানো যায়।
8. আপনি এটি শেয়ার করতে পারবেন, ডাউনলোডও করতে পারবেন।
9. আর নেভিগেশনও খুব সুন্দর ও সহজ। মাউজ কিবোর্ড সব ধরণের সাপোর্টই আছে।
10.তাদের খুব সুন্দর হেল্প ফাইল আছে।
11. আপনি মোবাইলেও ব্রাউজ করতে পারবেন। আমি যত কুরআন সফটওয়্যার দেখেছি, তার মধ্যে এটি বেস্ট। আমার মনে হয় শুধু কুরআন পড়ার জন্য এর পর আর কোন কুরআন সফটওয়্যার প্রয়োজন নেই।

অসুবিধা হল অডিও শুনার ক্ষেত্রে তিলাওয়াত ও অনুবাদ পাশাপাশি শুনার ব্যবস্থা এখানে নেই।

এছাড়া আরেকটি চমৎকার কুরআন সফটওয়্যার হল কুরআন এক্সপ্লোরার। এছাড়া এই সাইটটিও বেশ ভাল। তানজিল সাইটটি ইরান বা মধ্য এশিয়ার কারও বানানো। আর এই সাইটটি আমাদের উপমহাদেশীয় কারও বানানো। এজন্য এখান থেকে পড়ে আমরা আমাদের পরিচিত একটা আবহ পেতে পারি।

কিছু সুবিধা
1. এ সাইটটিও মোবাইল থেকে ব্রাউজ করা যায়।
2. এর একটি বড় বৈশিষ্ট্য হল এতে সাইড বার নেই। তাই পুরো স্ক্রীন জুড়ে দেখা যায়।
3. এখানে আপনি পাশাপাশি প্যানে অনুবাদও দেখতে পাবেন।
4. একই সাথে প্রতি আয়াতের পরে অনুবাদের অডিও শুনতে পাবেন। তবে খুব বেশি অনুবাদ এখানে নেই।
5. এদের সাউন্ড অডিও সাউন্ড কোয়ালিটি খুব ভালো।
6. আর সবচেয়ে বড় সুবিধা যেটা তা হল এখানে আরবীর পড়ার বিভিন্ন নিয়ম কানুন যেমন গুন্নাহ, মাদ, ইদগাম, ইকফা ইত্যাদি ভিন্ন ভিন্ন রং দিয়ে দেখানো হয়েছে। যারা নতুন কুরআন পড়ছেন তাদের এটা বেশ কাজে দিবে আশা করা যায়।
7. এছাড়াও একটা সেটিং দিচ্ছে তারা, এর দ্বারা আপনি আপনার মত কোন কোন আয়াত বা সূরাহ বারবার শুনতে পারবেন। কোন আয়াত বা সূরাহ মুখস্ত করতে চাইলে এটা একটা জরুরী টুল।

কিছু অসুবিধা
এই কয়েকটি বিশেষ সুবিধা বাদে অন্যান্য ক্ষেত্রে তানজিলই আমার কাছে ভালো লেগেছে। কুরআন এক্সপ্লোরার এখনও ডেভেলপ হচ্ছে। তাই কিছু বাগ আছে। আপনি চাইলে কোন বাগ রিপোর্ট করতে পারেন।

 

========================
নকিয়া’র কিছু গোপন কোড। মিস করলে পস্তাইবেন।

বর্তমান যুগে মোবাইল ছাড়া আমরা একেবারেই অচল। একই সময়ে মোবাইল দুনিয়াতে নোকিয়া দারুণ জনপ্রিয়। আজ আমি নকিয়া'র কিছু গোপন কোড আপনাদের সাথে শেয়ার করবো। ভালো লাগলে অবশ্যই জানাবেন।

*#7780#                               To restore the factory settings of mobile set.
*#3283#                               To verify the set Manufacturing date.
*#746025625#                     To stop the sim clock.
*#67705646#                       Use to delete the operator logo.
*#73#                                   Use to reset game scores and phone timers.
*#0000#                               Use to display the mobile software version.
*#06#                                   To display the IMEI Number of the mobile.
*#92702689#                       To display the mobile warranty related settings.
*#7760#                               To display the Production serial number.
*#bta0#                                Use to display Bluetooth MAC address.
*#9999#                               Use to display the mobile software version.
*#2640#                               To display the mobile security code.
*#7328748263373738#       Apply to resets the set default security code.
*#43#                                   To verify the call waiting status.
*#2820#                               To verify the Bluetooth information.
*#7370#                               To format the mobile phone memory.
*#delset#                              To delete the GPRS AND EMAIL settings.
#pw+1234567890+1#          To display the lock status of mobile set.
#pw+1234567890+4#          To display the lock status of your SIM.


++++++++++++++++++++++
চোরের চুরি করার রাস্তা সব দিক থেকে বন্ধ করে দিন! ওয়েব ক্যাম, আইপি ক্যামেরা এবং মাইক্রোফোন দিয়ে নিরাপত্তার বলয় তৈরি করুন বাড়ীতে! চোর পালাবে কোথায়!

 

তথ্য-প্রযুক্তির এই যুগে নিজের বাড়ীর নিরাপত্তা দেয়া তেমন কঠিন কিছু না। তবে এই জন্য আপনার কিছু জিনিস পত্র লাগবে। তবে তেমন দামী কিছু না। একটা কম্পিউটার, ওয়েব ক্যাম বা আইপি ক্যামেরা আর মাইক্রোফোন ব্যাস এতেই চলবে। আপনার বাড়ী যদি অনেক বড় হয় তাহলে একাধিক আইপি ক্যামেরা বা ওয়েব ক্যাম দিয়েও নিরাপত্তার বলয় তৈরি করতে পারবেন।

জিনিস পত্রতো গুছানো হলো এখন এদের কিভাবে ফিট করবেন এই তো? হুম ঠিক এই সময়ে পর্দায় হাজির হবে iSpy নামের অপ্রতিদ্বন্দ্বি ওপেন সোর্স একটি সফটওয়্যার এর। মাত্র ১৩ মেগাবাইটের সফটওয়্যার দিয়ে কি করা যায় না তাই বের করা কঠিন। চলুন  অতি সংক্ষেপে কিছু ফিচার সম্পর্কে জেনে নেই। তবে হ্যা এই বর্ণনা অনেকটা বিশাল রচনার সার্মমের মতো। কারণ এত ফিচার বলে শেষ করা যাবে না।

বাড়ীর নিরাপত্তাঃ

Home Securityআপনার ওয়েব ক্যামগুলো বা আইপি ক্যামেরাগুলো জায়গা মতো ফিট করে নিশ্চিন্তে চলে যান অফিসে বা অন্য কোথাও। যেকোন সময় বাড়ীর অবস্থা চেক করতে পারবেন iSpy এর ওয়েব সাইট থেকে। জরুরি কোন ঘটনা যদি ঘটে যায় তাহলে সাথে সাথে মোবাইলে ম্যাসেজতো চলে আসছেই। আর ইন্সটান্ট ভিডিও দেখতে পাবেন ইউটিউবে অটোমেটিক!

অফিসের নিরাপত্তায় iSpy:

Office Surveillance

অফিসে যদি আপনি না থাকেন তাহলে চোরের জন্য চুরি করার সেটাই ভাল সময়। তাই বাড়ীর নিরাপত্তার

পাশাপাশি যদি অফিসেও iSpy এবং কম্পিউটার সেটিংগুলো ঠিক করে দিতে পারেন তাহলে আর পায় কে!

কর্মক্ষেত্র মনিটরিং:

Work Monitoring

আপনি যদি আপনার অফিসের কর্মচারীরা আপনার অনুপস্থিতিতে কাজ ঠিক মতো করে কিনা তা জানার জন্য চিন্তিত থাকেন তাহলে তাদের কম্পিউটারে iSpy ইন্সটল করে দিন তারপর পাসওয়ার্ড দিয়ে ব্যাকগ্রাউন্ডে ভিডিও রান করে দিন ব্যস! এবার তাদের লাইভ কর্মকান্ড দেখুন পৃথিবীর যে কোন প্রান্ত থেকে।

অটো পদক্ষেপঃ

আপনি iSpy  সফটওয়্যারটি ব্যাচ ফাইল, কমান্ড লাইন, ওয়েব এবং মোবাইল দিয়ে যখন নিয়ন্ত্রণ

Automation

করবেন তখন আপনি যদি কোন ব্যাচ ফাইল রান করাতে চান তাহলে ইচ্ছা করলেই পারবেন। যেমন ধরুন iSpy যখন নড়াচড়া ধরতে পারবে তখনি আপনার বাড়ীর লাইটগুলো জ্বেলে দিবে অথবা কুকুরের কর্কশ শব্দ চালু করে দিবে ইত্যাদি

। আর এসব কিছুই সাথে সাথে জেনে যাবেন আপনার মোবাইলে!

ভূত বা ভিনগ্রহের প্রাণী ধরতেঃ

কি শুনতে অদ্ভুত শোনাচ্ছে? তবে জেনে রাখুন ভূত ধরতে বা ভিনগ্রহের প্রাণী ধরতে iSpy

Office Surveillance

এর চেয়ে সেরা কিছু আর পাবেন না। খুব সুক্ষ্ম নড়াচড়া আর হালকা শব্দ সবই ক্যাপচার করতে পারে।

তাই অনেক মজার কিছু আশা করতেই পারেন!

পোষা প্রাণীদের চোখে চোখে রাখতেঃ

আপনার কুকুরটি যদি চিৎকার করতে থাকে তাহলে iSpy মাইক্রোফোনের মাধ্যমে তা রেকর্ড করে রাখবে। আর তখন যদি আপনার ধমকের প্রয়োজন হয় কুকুরকে থামাতে তাহলে আগে থেকে রেকর্ড করা আপনার ধমকটি সাথেই সাথেই কুকুরকে শুনিয়ে দিবে আর কুকুর হয়ে যাবে ঠান্ডা! :P

Pet Monitoring

মেশিন মনিটরিং :

আপনার যদি কারখানা থাকে তাহলে সেই মেশিনগুলো ঠিক মতো কাজ করছে কিনা তা মনিটরিং করবে iSpy।

Machinery Monitoring

Wildlife Watching

প্রাণী জগত দেখুন আরো কাছ থেকেঃ

একটা ওয়েব ক্যাম রাখুন পাখির বাসায় অথবা আপনার প্রিয় কোন প্রাণীর সন্নিকটে তাহলেই তাদের দৈনিক কার্যক্রম দেখতে পাবেন যখন খুশি।

Theft Protection

চোর প্রতিরোধে iSpy:

আপনার বাড়ীতে যদি কেউ তালা ভেঙ্গে বা আপনার অজান্তে ঢুকে পড়ে আর অন্যান্য জিনিসের সাথে আপনার প্রিয় কম্পিউটারটিও চুরি করতে চায় তাহলে iSpy অটো মোশন ডিটেক্ট করে রেকর্ড করা শুরু করে দিবে যা সাথে সাথেই FTP, মেইল বা ম্যাসেজ করে চোরের ছবি পাঠিয়ে দিবে!

Theft Protection

বাচ্চাদের দেখাশুনার দায়িত্ব দিন iSpy কেঃআপনার বাচ্চাকে চোখে চোখে রাখতে iSpy কে ফিট করে দিন। যদি বাচ্চা কান্না শুরু করে দেয় তাহলেই সাউন্ড মনিটরিং সিস্টেমের মাধ্যমে জেনে নিন আপনার বাচ্চার খিদা লেগেছে :D

এছাড়াও আরো কত ফিচার যে আছে! বিস্তারিত জানুন এখানে।

কিছু স্ক্রিনশট দেখে নেই চলুন।

আরো অনেক ছবি আছে। সাইটে গেলেই পাবেন। এখন কথা হলো কিভাবে ক্যামেরা কনফিগার করবেন এইতো? তেমন বেশি কঠিন কিছু না। আপনার প্রয়োজনেই আপনি সব সেটিংস খুজে নিবেন। ধারণা পেতে দেখুন এই ভিডিও

http://youtu.be/rNorgmOVQI0

আরো বিস্তারিত সেটিংস জানুন এখানে।

 

ডাউনলোডঃ

iSpy  (Windows XP, Vista, 7 and 8) v4.2.8.0

সাইজ মাত্র ১৩ মেগাবাইট। আর পুরাই ফ্রী!!!!!!

 

 

=========================
ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে কেটে ফেলুন ট্রেনের টিকেট

আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চৈত্রের এই ভর দুপুরে আপনাদেরকে বাংলাদেশ রেলওয়ের নতুন একটি সেবা সম্পর্কে জানাতে ইচ্ছে হলো। তাই লিখতে বসে গেলাম।

ট্রেন যাত্রীদের সুবিধার্থে  বাংলাদেশ রেলওয়ে মোবাইল ফোনের মাধ্যমে ট্রেনের টিকেট সংগ্রহের প্রক্রিয়া চালু করেছিল। তবে এক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা থাকার ফলে বাংলাদেশ রেলওয়ে সম্প্রতি ইন্টারনেটের মাধ্যমে ট্রেনের টিকেট সংগ্রহের প্রক্রিয়া চালু করেছে।

ট্রেনের সময়সূচীর তালিকাট্রেনের ভাড়ার তালিকা

ওয়েবসাইট

বাংলাদেশ রেলওয়ে- www.railway.gov.bd

বাংলালিংক- www.banglalinkgsm.com

গ্রামীনফোন- www.grameenphone.com

ইন্টারনেটে ট্রেনের টিকেট

সম্প্রতি ইন্টারনেটে ট্রেনের টিকেট কাটার ব্যবস্থা চালু করা হয়েছে। পরীক্ষামূলকভাবে স্বল্প পরিসরে এ ব্যবস্থা চালু করা হলেও শীঘ্রই এ সেবা বিস্তৃত করা হবে বলে জানাচ্ছে রেল কর্তৃপক্ষ।

ইন্টারনেটে টিকেট কাটতে হলে প্রথমে রেলওয়ের ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে  হবে। এরপর ই-মেইল ঠিকানা এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে হবে। তারপর নির্ধারিত গন্তব্যের টিকেট বেছে নিয়ে ভিসা বা মাস্টারকার্ড সমর্থিত ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধ করার পর গ্রাহকের ই-মেইল ঠিকানায় বিস্তারিত তথ্য পাঠিয়ে দেয়া হবে। এটির প্রিন্ট নিয়ে ট্রেন ছাড়ার ১৫ মিনিট আগে স্টেশনে উপস্থিত হতে হবে; ২০ টাকা অতিরিক্ত মাশুল দিতে হবে এজন্য।

ট্রেনের সময়সূচীর তালিকাট্রেনের ভাড়ার তালিকা

টিকেট কাটার বিস্তারিত:

রেলওয়ের ওয়েবসাইটে (www.railway.gov.bd) গিয়ে ‘পারচেজ ই টিকেট’-এ ক্লিক করতে হবে। এরপর এরকম একটি পৃষ্ঠা পাওয়া যাবে:

নতুন ব্যবহারকারী হলে ‘সাইন আপ’-এ ক্লিক করতে হবে।  এরপর এরকম একটি পৃষ্ঠা পাওয়া যাবে:

ট্রেনের সময়সূচীর তালিকাট্রেনের ভাড়ার তালিকা

প্রয়োজনীয় তথ্য দিয়ে ফরমটি পুরণ করতে হবে। সঠিকভাবে ফরমটি পূরণ করা হলে গ্রাহকের ই-মেইল ঠিকানায় একটি এক্টিভেশন লিংঙ্ক পাঠানো হবে। যেটির চিত্র অনেকটা এরকম:

এই এক্টিভেশন লিংকে ক্লিক করার পরই কেবল গ্রাহকের একাউন্ট চালু হবে।

ট্রেনের সময়সূচীর তালিকাট্রেনের ভাড়ার তালিকা

এরপর আবার রেলওয়ের ওয়েবসাইট (www.railway.gov.bd) এ গিয়ে ‘পারচেজ ই টিকেট’-এ ক্লিক করতে হবে। এখানে ই-মেইল ঠিকানা, পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোড দিয়ে নিজের একাউন্টে প্রবেশ করতে হবে। এরপর এরকম একটি পৃষ্ঠা পাওয়া যাবে:

এখান থেকে ‘পারচেজ টিকেট’-এ ক্লিক করতে হবে। এরপর এরকম একটি পৃষ্ঠা পাওয়া যাবে:

এখানে ড্রপ ডাউন বক্সগুলো থেকে  নির্বাচন কাজ সম্পন্ন করে ‘সার্চ’ বোতামে ক্লিক করতে হবে। আসন খালি থাকলে টিকেটের মূল্য এবং সার্ভিস চার্জ জানিয়ে সম্মতি চাওয়া হবে। সম্মতি দেবার পর এরকম একটি পৃষ্ঠা পাওয়া যাবে:

ভিসা, মাস্টার কার্ড বা ব্র্যাক ব্যাংক এই তিন ব্যবস্থার মাধ্যমে টিকেটের মূল্য পরিশোধ করা যায়। এখান থেকে প্রয়োজনীয় পদ্ধতি বেছে নেবার পর এরকম একটি পৃষ্ঠা পাওয়া যাবে:

এবার কার্ডের তথ্য দিয়ে টিকেট কাটার কাজ সম্পন্ন করতে হবে। গ্রাহকের ই-মেইল ঠিকানায় প্রয়োজনীয় তথ্য পাঠিয়ে দেয়া হবে। এরপর গ্রাহককে সেটির প্রিন্ট কপি, মোবাইল ফোন (যে নম্বরটি তার একাউন্টে দেয়া আছে), ক্রেডিট কার্ড (যেটি ব্যবহার করে টিকেট কেনা হয়েছে) ইত্যাদি প্রদর্শন করে যাত্রার ১৫ মিনিট আগে টিকেটের মূল কপি সংগ্রহ করতে হবে।

অন্যান্য তথ্য:

  • প্রাথমিকভাবে কেবল বাংলাদেশী নাগরিকগণ ইন্টারনেটে টিকেট কাটার সুবিধা পাচ্ছেন।
  • একজন ব্যক্তি একসাথে সর্বোচ্চ চারটি টিকেট কাটতে পারেন।
  • যাত্রার সর্বোচ্চ তিন দিন আগের টিকেট কাটা সম্ভব।
  • ইন্টারনেটে টিকেট কাটার জন্য ২০ টাকা সার্ভিস চার্জ দিতে হয়।

 ট্রেনের সময়সূচীর তালিকাট্রেনের ভাড়ার তালিকা


++++++++++++++++++++++++++++

Free online store

 

আপনার গুরুত্বপূর্ণ ফাইল বা সফ্টওয়ার অনলাইনে বিনা খরচে জমা করে রাথতে পারেন । একটি ইউজারে কমপক্ষে ৭ গিগা বাইট পর্যন্ত ফাইল রাথা যাবে । তবে ফাইলের ধরন হবে জিপ অথবা রার ফাইল । যে ফাইলটি জমা রাথতে চান সেটিকে winzip অথবা winrar দিয়ে জিপ অথবা রার ফাইল তৈরি করুন । এবারে এই লিংক থেকে সফ্টওয়ারটি ডাউনলোড করে সেটাপ করুন ।

সেটাপ করার পর মাইকম্পিউটার ওপেন করলে একটি নতুন ড্রাইভ দেখতে পাবেন । এটি হচ্ছে Gmail drive. এই ড্রাইভটি ওপেন করে প্রয়োজনীয় ফাইল এতে জমা রাথতে পারবেন ।

gmaildrive1.JPG

এ ড্রাইভটি ব্যবহার করতে জিমেইল ও পাসওয়ার্ড ব্যবহার করতে হবে ।

gmaildrive.gif

এই ড্রাইভে রক্ষিত ফাইলগুলো পৃথিবীর যেকোন প্রান্থ থেকে জি্মেইল ওপেন করে ডাউনলোড করা যাবে ।


========================================
ভিজুয়াল ব্যাসিক ও 3d studio max এর বাংলা ভিডিও টিউটোরিয়াল - ভিজুয়াল বেসিক এর নাম কমবেশি সকলে শুনেছেন । আপনার কি ভিজুয়াল বেসিক এর বাংলা ভিডিও টিউটোরিয়াল প্রয়জন বোধ করছেন ? নিয়ে নিন ভিজুয়াল বেসিক এর ভিডিও টিউটোরিয়াল । মিডিয়া ফায়ার থেকেই খুব সহজেই । ডাউনলোড করুন- ভিজুয়াল ব্যাসিক এর ভিডিও টিউটোরিয়াল সি ডি ১ ডাউনলোড করুন- ভিজুয়াল ব্যাসিক এর ভিডিও টিউটোরিয়াল সি ডি ১.১ ডাউনলোড করুন- ভিজুয়াল ব্যাসিক এর ভিডিও টিউটোরিয়াল সি ডি ১.২ ডাউনলোড করুন- ভিজুয়াল ব্যাসিক এর ভিডিও টিউটোরিয়াল সি ডি ২ ডাউনলোড করুন- ভিজুয়াল ব্যাসিক এর ভিডিও টিউটোরিয়াল সি ডি ২.১ ডাউনলোড করুন- ভিজুয়াল ব্যাসিক এর ভিডিও টিউটোরিয়াল সি ডি ৩ ডাউনলোড করুন- ভিজুয়াল ব্যাসিক এর ভিডিও টিউটোরিয়াল সি ডি ৩.১ 3d studio max এর সম্পর্কে সকলে জানেন । আমি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি 3d studio max-6 এর ভিডিও টিউটোরিয়াল । ডাউনলোড করুন- ম্যাক্স এর ভিডিও টিউটোরিয়াল সি ডি ১ ডাউনলোড করুন- ম্যাক্স এর ভিডিও টিউটোরিয়াল সি ডি ১.১ ডাউনলোড করুন- ম্যাক্স এর ভিডিও টিউটোরিয়াল সি ডি ১.২ ডাউনলোড করুন- ম্যাক্স এর ভিডিও টিউটোরিয়াল সি ডি ২ ডাউনলোড করুন- ম্যাক্স এর ভিডিও টিউটোরিয়াল সি ডি ২.১ ডাউনলোড করুন- ম্যাক্স এর ভিডিও টিউটোরিয়াল সি ডি ২.২ ডাউনলোড করুন- ম্যাক্স এর ভিডিও টিউটোরিয়াল সি ডি ৩ ডাউনলোড করুন- ম্যাক্স এর ভিডিও টিউটোরিয়াল সি ডি ৩.১ সিডি ১ তিন পার্টে করে দিলাম । আপনারা ডাউনলোড করে , ১.১ ও ১.২ এর ভিডিও গুলো ১ এর ভিডিও ফাইলের ভিতরে নিয়ে নিবেন , ২.১ ও ২.২ এবং ৩.১ ও ৩.২ এর ভিডিও গুলো একই ভাবে সিডি ২ ও সিডি ৩ এর ভিডিও ফাইলে নিয়ে নিবেন একটু কষ্ট করে । ভালো থাকবেন সবাই । ********************************************** নতুন পাসপোর্টের আবেদন করেছেন ? অনলাইনে জেনে নিন আপনার পাসপোর্টটি তৈরী হয়েছে কি না । বন্ধুগন আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমি ও আপনাদের দোয়ায় খুবই ভাল আছি। পাসপোর্ট সম্পর্কে অনেক ব্লগ লেখা হয়েছে। এ ব্যপারে আপনারা অনেক দক্ষ। তাই আজ আপনাদের সাথে শেয়ার করব পাসপোর্টের অনলাইন ইনকোয়ারী সম্পর্কে। যারা নতুন পাসপোর্ট আবেদন করে আসছেন তারা এখন থেকে অনলাইনে ই দেখতে পারবেন আপনার পাসপোর্টটি তৈরী হয়েছে কি না। তাহলে দেখে নিন কিভাবে বুঝবেন আপনার পাসপোর্টটি তৈরী হয়ে গেছে। প্রথমে আপনাকে নিচের লিংকটিতে ক্লিক করতে হবে। http://www.immi.gov.bd/passport_verify.php তার পর নিচের মত একটি পেইজ আসবে। ঠিক দিয়ে দেখানো যায়গায় আপনার পাসপোর্ট আবেদনের রিসিট কপি থেকে লাল কালি দিয়ে দেখানো সর্ব শেষ ৫টি ডিজিট টাইপ করুন। এবং Date of Birth জন্ম তারিখ টি দিন। তার পর Submit এ ক্লিক করুন। আশা করি আপনার তথ্যটি পেয়ে যাবেন। undefined সবাই ভাল থাকুন। আল্লাহ হাফেজ। *********************************************

 

আপনার সীমটি কি বাংলালিংক ? তাহলে আজ থেকে আপনি ও হয়ে যান আপনার সীমের কাস্টমার ম্যনেজার।

Advertisemundefined

বন্ধুগন আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমি ও আপনাদের দোয়ায় খুবই ভাল আছি। ইচ্ছা থাকা সত্বেও সময়ের সল্পতার কারনে টিউন লিখতে পারতেছি না। তাই আজ একটু সময় পাওয়ায় আপনাদের জন্য একটি টিউন লিখলাম। জানিনা আপনাদের উপকারে আসবে কি না। যদি উপকারে আসে তবেই আমার এ টিউন লিখা সার্থক হবে। অনেক কথা বলে ফেললাম চলুন শুরু করা যাক। আজ আপনাদের সাথে শেয়ার করব বাংলালিংক এর অনলাইন সার্ভিস সিস্টেম।

প্রথমেই আপনাদের বলে দেই কি কি সুবিধা পাবেন এই অনলাইন সার্ভিস টি থেকে

১। ব্যলেন্স দেখতে পারবেন

২। আপনার এফ.এন.এফ দেখতে পারবেন অনলাইনে।

৩। আপনার সীমটি বর্তমানে কোন প্যাকেজে আছে দেখতে পারবেন।

৪। আপনার সীমের পিন কোড এবং পাক কোড জানতে পারবেন।

৫। সর্ব শেষ বিশটি ইনকামিং এবং আউটগোয়িং কল দেখতে পারবেন।

৬। সর্ব শেষ ১০টি রিচার্জ কতটাকা করেছেন, কখন করেছেন দেখতে পারবেন।

৭। এফ.এন.এফ নাম্বার এড করতে পারবেন এবং ডিলিট ও করতে পারবেন।

৮। বাংলালিংক এর যে কোন ভ্যালু এডেড সার্ভিস এড এবং রিমোভ করতে পারবেন।

৯। বাংলালিংক এর সার্ভিস সম্পর্কে যে কোন ধরনের অভিযোগ অনলাইনে দিতে পারবেন এবং ২৪ ঘন্টার ভেতরে রিপ্লে পাবেন।

১০। প্রিয়জন সার্ভিস চালু করতে পারবেন।

তাহলে দেখে নিন কিভাবে রেজিস্ট্রেশন করবেন বাংলালিংক এর অনলাইন সার্ভিসটিতে

প্রথমে আপনার বাংলালিংক মোবাইল থেকে ম্যাসেজ অপশনে যান এবং টাইপ করুন

Reg

পাঠিয়ে দিন

৯৮৭৬ নাম্বারে

সাথে সাথে ফিরতি sms এ আপনার পাসওয়ার্ডটি পেয়ে যাবেন।

তার পর নিচের লিংক এ ক্লিক করুন

BanglaLink Online Servic

তার পর নিচের চিত্রের মত Mobile No অপশনে আপনার নাম্বারটি দিন এবং পাসওয়ার্ডটি দিন। এবার Sign In ক্লিক করুন।

undefined

তার পর নিচের মত একটি পেইজ আসবে। আপনাকে আপনার প্রোফাইল হালনাগাদ করতে হবে। * দিয়ে দেখানো ঘর গুলো অবশ্যই পূরণ করতে হবে।

undefined

তার পর দেখুন আপনার কানেকশন ইনফরমেশন

তার পর দেখুন সর্ব শেষ বিশটি আউটগোয়িং এবং ইনকামিং কল লিষ্ট।

তার পর দেখুন সর্বশেষ কতটাকা রিচার্জ করেছেন

এবার Service Request  এ ক্লিক করুন তীর দিয়ে দেখানো Friends and Family তে ক্লিক করুন

তার পর দেখুন আপনার এফ.এন.এফ নাম্বার গুলো। এবং ইচ্ছা করলে নতুন করে এফ.এন.এফ করতে পারবেন এবং ডিলিট ও করতে পারবেন Remove FnF এ ক্লিক করে।

তার পর দেখুন আর কিছু সার্ভিস

undefined

 

 


********************************
ফেসবুকের সমস্যা? সব কিছু সাদা?…।। সমাধান নিন

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন,আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেস রহমতে ভালে আছি। কিছু দিন যাবৎ আমাদের গ্রুপে অনেকে এই সমস্যা নিয়ে পোষ্ট করতেছে এবং আমার পাশের যত ভাইয়েরা আছে তারা আমার কাছ থেকে সামাধান জানতে চাইল, আমি ভাবছিলাম এটার সমাধান হয়েগেছে মনে হয়..এখানেও আমার আগে কেহ পোষ্ট করেছে কিনা যানি না. যদি করে থাকে তবে তার কাছে আগেই ক্ষমা চেয়ে নিলাম,, আমি চিন্তা করে ছিলাম এটা সমাধান সবাই পেয়ে গেছে তাই শুধু আমার ওয়েবসাইটে পোষ্ট করে অন্য কোন সাইটে পোষ্ট করিনি.. কিন্তু এখনও দেখছি অনেক লোকে এই একই সমস্যায় ভুগছেন তাই তাদের জন্য আর দেরি না করে এখই পোষ্ট করে ফেললাম যদি কাজে লাগে তবে কমেন্ট করতে ভুলবেন না। এখন কাজের কথায় আসি অনেকের log in হচ্ছে কিন্তু সম্পূর্ণ প্রোফাইল সম্পূর্ণ আসছে না । এই প্রবলেম এর সম্মুখিন অনেকে হচ্ছেন । তাদের জন্য সমাধান দিলাম

সমাধানঃ

Account settings এ যান।

সেখানে security option এ ক্লিক করুন।

ঢোকার পর Browse Facebook on a secure connection (https) when possible এই option টা টিক দিন । problem solve হয়ে যাবে আপনার । ধন্যবাদ

ভুলে ভরা জীবনে ভুল হওয়াটা অসম্ভব কিছু নয়,যদি আমার লেখার মাঝে কোন ভুলত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাই ভাল থাকবেন।

*********************************************

কোন রকম সফটওয়্যার ছাড়াই YOUTUBE থেকে সবচেয়ে সহজে ডাউনলোড করার পদ্ধতি অনেক দিন থেকে ইচ্ছা ছিল YOUTUBE নিয়ে টিউন করার। ভেবে পাচ্ছিলাম না কি করব যাক একটা বিষয় মাথায় এসছে। আমরা YOUTUBE থেকে ডাউনলোড করার অনেক ডাউনলোডার ব্যাবহার করেছি, বা মজিলাতে প্লাগিন ইন্সটল করে ডাউনলোড করেছি। কিন্তু ধরুন আপনি কোন cyber-cafe আছেন এখানে ডাউনলোডার নেই আর মজিলা প্লুাগিনও নেই তাহলে উপায় আছে কি? হ্যা আছে আর সেটা নিয়েই আজকের আমার টিউন। ১/প্রথমে YOUTUBEএ যান। ২/আর একটা ট্যাব বা উইন্ডো খুলুন --KEEPVID.COM ৩/আপনার YOUTUBE ভিডিও URL বা লিঙ্ক টা কপি করুন।(ভিডিও তে ক্লিক করে এড্রেস কপি করুন) ৪/এবার যেখানে URL বা লিঙ্ক চাইবে সেখানে পেস্ট করে ডাউনলোড ক্লিক করুন, অনেক কটা ভিডিও ফরম্যাটের অপশন আসবে যেটা ইচ্ছা ডাউনলোড করুন। টিউন ভাল লাগলে জানাবেন।ধন্যবাদ। *********************************************

অনলাইনে আয়ের সহজতম পথ সাইট টক!! পর্ব -২

প্রথমেই বলি Unaico Holding Ltd. একটি Multi Level Marketing কোম্পানী। পৃথিবীতে যত MLM কোম্পানী আছে তাদের চেয়ে Unaico Holding Ltd. এর বিজনেস প্লাটফর্ম সম্পূর্ণ ভিন্ন। বর্তমানে পৃথিবীতে ৩ টি ব্যবসায় পদ্ধতি চালু আছে। এগুলো হলঃ

1)      Direct Selling

2)      Online Community and

3)      Traditional Marketing.

এ ৩টি পদ্ধতির সমন্বয়ে Unaico একটি নতুন বিজনেস প্লাটফর্ম তৈরি করেছে। আর সাইট টক ইউনাইকোর Online community ঠিক ফেসবুকের মত। ফেসবুকের আয়ের পদ্ধতি আর সাইট টকের আয়ের পদ্ধতি একই রকম। ফেসবুক একবার লগইন করলে তাদের আয় হ্য় ৮৫ ইউ এস ডলার,  আর লগিনের বিনিময়ে আমরা পাই বিনোদন। সাইট টক সপ্তাহে ১ বার লগইন করলে প্রতি আই ডি মেচিং বোনাস ১০ সেন্ট দিবে।

কেন টাকা দিবেঃ

সাইট টক তাদের Online Community কে শক্তিশালী করার জন্য এর ইউজারদের একটি সুযোগ দিয়েছে। আর যেহেতু তারা একটি MLM কোম্পানী, সেহেতু ব্যবসা করতে হলে ইউজার দের টাকা দিতেই হবে। ফেসবুকের চেয়ে শক্তিশালী অনলাইন Community গড়তে হলে এর কোন বিকল্প নেই। আর আমাদের মাধ্যমে তারা আয় করবে বিলিয়ন বিলিয়ন ডলার।

ইউজার হিসেবে আপনার করনীয়ঃ

একজন ফ্রী ইউজার হিসেবে শুরু করতে পারেন। এ জন্য যে কারো রেফারেন্সে একটি আই ডি তৈরি করতে হবে। তারপর আপনার রেফারেন্সে ডান ও বাম পাশে যত আই ডি মেচিং করতে পারবেন ততই ইনকাম হবে। ধরুন আপনার বাম পাশে ৫০০ আই ডি আছে, আবার ডান পাশে আছে ৬০০ আই ডি। তাহলে আপনার মেচিং হবে ৫০০ আই ডি। কারন যে পাশ ছোট থাকবে, সে পাশকে হিসাবে ধরা হবে।  তাহলে কোম্পানী আপনাকে দিবে মেচিং এর ১০% অর্থাৎ ৫০০*১০%= ৫০ ইউরো প্রতি সপ্তাহে। তাহলে মাসে ৫০*৪=২০০ ইউরো যা বাংলাদেশি টাকায় ২০,০০০ টাকার বেশি। তবে বেসিক মেম্বার না হওয়া পর্যন্ত আপনি টাকা তূলতে পারবেন না।

ফেক না কি রিয়েল আই ডিঃ 

 

ফেক নাকি রিয়াল আই ডি এই নিয়ে আমাদের মহা সমস্যা। সত্যি বলতে ভুয়া জিনিস চিরকালই ভুয়া। তবে ফেক আই ডি থেকে আপনি যে সুবিধা পাবেন তা সাময়িক। তবে জন প্রতি ২০০/৩০০ ফেক আই ডি হলে সমস্যা নাই। তাই বলে হাজার হাজার বানালে ব্লক হওয়ার সম্ভাবনা আছে। যতটা সম্ভব রিয়েল আই ডি তৈরি করাই ভাল।  তবে আশার কথা, সাইট টক বাংলাদেশে ব্লক করা আই ডি গুলো খুলে দিতে শুরু করেছে। তবুও ফেক আই ডি তৈরির ব্যপারে সবাইকে নিরুৎসাহিত করছি।

বাংলাদেশে কি অনুমোদিতঃ

বাংলাদেশ সরকারের কাছ থেকে ইউনাইকোর অনুমোদন প্রায় চূড়ান্ত। আগামী মাসের যে কোন সপ্তাহে বাংলাদেশে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করবে ইউনাইকো।

আজ এতটুকুই, আগামী পর্বে আরও বিস্তারিত তথ্য নিয়ে হাজির হব আশা করছি।  তবে আমার কিছু ভায়েদের উদ্দেশে বলছি, তথ্য জানার অধিকার সবার আছে। এই ব্লগে আমরা লিখি সবার সাথে শেয়ার করার জন্য। কারো ভাল লাগবে, কারো লাগবে না। আপনার কেউ আমাকে এমন কোন কিছু দেখাতে পারবেন যা পৃথিবীর সবার ভাল লেগেছে। আমার পোস্টের বেলাতেও তাই হবে। তাই বলে কেউ বাজে মন্তব্য করবেন না। মন্তব্য হওয়া উচিৎ গঠনমূলক। নিজের একটা ব্লগ আছে,  ইচ্ছা হলে ঘুরে আসতে পারেন (  http://projuktirtips.blogspot.com )।

সবার সু স্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।


*********************************************
এবার অনেক গুলো ডাউনলোড ম্যানেজার ইউজ করুন একসাথে, একই ব্রাউজারে!!! সাথে টিটিকে বাঁচানোর একটি প্রস্তাব। আশা করি সকলেই ভালো আছেন, অনেক দিন পর আপনাদের মাঝে ফিরে এলাম। সকলের জন্য রইলো ঈদের অগ্রিম শুভেচ্ছা। প্রথমেই বলি কিছু ক্ষোভের কথা। কিছুদিন আগে অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ক্লাউড সার্ভারে রিপ্লেস হয় আমাদের সবার প্রিয় টিটি। সবাই মনে করেছিলাম, ঝামেলা কিছু কমলো টিউনিং এবং ভিউনিং এ কিছুটা আরাম পাবো। কিন্তু আমাদের সেই ভাবাই সার। একের পর এক ধারাবাহিক সমস্যার সম্মুখিন হচ্ছি আমরা। কিছুদিন আগে হাসান একটা কথা বলেছিলো যে, রাজনীতিতে যেমন শেষ কথা বলে কিছু নেই, ঠিক তেমনি টিটির সমস্যার শেষ নেই। এলেক্সা র‍্যাঙ্কিং এ পিছিয়ে পড়ছে আমাদের সবার প্রিয় টিটি। আমার অবাক লাগে পয়সার অভাবে নাকি বন্ধ থাকে টিটি!!! প্রতিদিন নাকি ৭-৮ লক্ষ বার দেখা হয় টিটি। সুতরাং মিনিমাম ১০০০ জেনুইন টিউনার ও ভিউয়ার থাকার কথা যারা টিটিকে মনে প্রানে ভালোবাসে। আমরা প্রত্যেকে যদি মাসে মিনিমাম ২০টাকা করে ডোনেট করি তবে হয় ২০,০০০টাকা যা আমি মনে করি আমাদের টিটির মাসিক মেইন্টেইন্সের জন্য যথেষ্ট। আমি মনে করি আমরা যারা নেট ইউজ করি তাদের প্রত্যেকের মাসে মিনিমাম ২০টাকা ডোনেট করা অসম্ভবের কিছু না। আর টাকাটা দেবে সবাই ভালবেসে, তাই জোরাজুরির বা দিতে বাধ্য করার কিছু নাই। আশা করি এডমিন বিষয়টি সুন্দরভাবে ভেবে দেখবেন এবং একটি সুন্দর ডোনেশনের সিস্টেম ক্রিয়েট করবেন। দরকার হলে সবাই মিলে হাতে হাতে টাকা কালেক্ট করবো। ঝামেলা এড়াতে প্রয়োজন হলে ১২মাসের টাকা একবারে দেওয়া যায়। এডমিন বিষয়টিকে হাত পেতে নেওয়ার মত ভাবতে পারেন, কিন্তু সরি স্যার, টিটি আমাদের সবার তাই এর দেখভাল করার দায়িত্ব ও আমাদের সবার। আপনারা যদি রাজি থাকেন তবে প্রস্তাবটির পক্ষে ভোট দেন। বিজ্ঞাপন বন্ধ করুন, দরকার হলে আমাদের টিটি চলবে আমাদের সবার টাকায়। আমার আজকের টিউনে একটি সুন্দর ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করতে চাই। ডাউনলোডের জন্য আমরা অনেকে অনেক রকম ডাউনলোড ম্যানেজার ইউজ করি। কেউ করি আইডিএম, কেউ ড্যাপ, কেউ এফডিএম ইত্যাদি ইত্যাদি। এক এক টি ডাউনলোড ম্যানেজার এক এক রকম ডাউনলোডের জন্য ভালো। যেমন আমি টরেন্ট ডাউনলোডের জন্য এফডিএম ইউজ করি, নরমাল ডাউনলোডের জন্য আইডিএম এবং ব্রাউজারের ফ্ল্যাশ ভিডিও (ইউটিউব) অথবা ফ্ল্যাশ ফাইল বা গেম ডাউনলোডের জন্য বিটকমিট ইউজ করি। একই ব্রাউজারে অনেক গুলো ডাউনলোড ম্যানেজার অনেকে ইউজ করতে পারেন না, আবার পারলেও অনেক ঝামেলা হয়। আজকে আপনাদের আমি একটি সুন্দর ট্রিক্স শিখিয়ে দিবো যার মাধ্যমে কোন ঝামেলা ছাড়াই একই ব্রাউজারে একাধিক ডাউনলোড ম্যানেজার ইউজ করতে পারবেন। সমাধান ১. প্রথমে নিচের লিঙ্ক থেকে একটি এক্সটেন্সান ব্রাউজারে ইন্সটল করুন। CLICK HERE ২. তারপর ব্রাউজার রিস্টার্ট করুন। ব্যাস আপনার কাজ শেষ। ৩. তারপর যে কন্টেন্ট টি ডাউনলোড করতে চান সেই পেজ এ যান। ৪. পেজ এর যে কোন স্থানে রাইট ক্লিক করুন এবং চিত্রের ন্যায় আপনার পছন্দের ডাউনলোড ম্যানেজার সিলেক্ট করুন। ৫. যে ডাউনলোড ম্যানেজার সিলেক্ট করবেন, তারপর থেকে ডাউনলোড সেই ডাউনলোড ম্যানেজার দিয়েই হবে। ------------------------------------------------------------------------------------------------------------------------- এই ছোট্ট ট্রিক্স টি ইউজ করে আপনি একাধিক ডাউনলোড ম্যানেজার একসাথে ইউজ করতে পারবেন । টিউনটি যথাসম্ভব গুছিয়ে করার চেষ্টা করেছি।কতটুকু পেরেছি তা আপনারা ভাল বলতে পারবেন। কোন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন এবং একটা অনুরোধ, ভাল মন্দ যে কোন ধরনের কমেন্ট এবং সমালোচনা বেশি বেশি করবেন,যার ফলে এই টিউনের ভুল গুলো আমার চোখে পরবে এবং নেক্সট টিউনে সেগুলো শুধরে নেওয়ার চেস্টা করবো ফলে ভবিষ্যতে আরও ভাল টিউন আপনাদের উপহার দিতে পারব। ভাল থাকবেন।ধন্যবাদ সবাই কে। আকাশ আমার আগের টিউন গুলি দেখতে এখানে ক্লিক করুন। ==============================================

 

 

বাংলাদেশের সব থেকে জনপ্রিয় সর্বসেরা ২০টি বাংলা ওয়েব সাইট

সালাম সবাইকে আসা করি সবাই ভালো আছেন। আজকে আমি এলেক্সা র‍্যাঙ্কিং এর উপরে ভিক্তি করে ৩০টি বাংলা সাইটের সাথে পরিচয় করিয়ে দিবো। পরিচয় করিয়ে দিবো বললে ভুল হবে। এই 20টি বাংলা ওয়েব সাইট বাংলাদেশের সব থেকে জনপ্রিয়, সব থেকে এগিয়ে আছে, সকলের পছন্দের ওয়েব সাইট। এলেক্সা পৃথিবীর সকল ওয়েব সাইটের র‍্যাঙ্কিং নিয়ে কাজ করে থাকে। জনপ্রিয় সাইট মানেই এই ওয়েব সাইট গুলোতে ভিসিটর এর উপচে পরা ভীর জমে থাকে। ভিসিটর যত বেশি এলক্সা র‍্যাঙ্কিং এর সেই সাইট তত বেশি জনপ্রিয়। চলুন দেখি তাহলে বাংলাদেশের সর্বসেরা ২০টি ওয়েব সাইট। এখানে বাংলাদেশের সকল প্রকার বাংলা ওয়েব সাইট গুলো তুলে ধরা হয়েছে। এখন প্রতিদিন বাংলাতে অনেক অনেক সাইট তৈরি হচ্ছে। সেই সকল হাজার হাজার সাইটের মাঝে এখানের ২০টি সাইট সব থেকে এগিয়ে আছে পুরো বাংলাদেশের মাঝে।

১।

prothom-alo.com

বাংলাদেশের বাংলা ওয়েব সাইটে এর মাঝে এটি আছে ১ নং এ। দৈনিক পত্রিকার এর ওয়েব সাইট এর ওয়ার্ড র‍্যাঙ্ক হল  globe sm বাংলাদেশের সব থেকে জনপ্রিয় সর্বসেরা ২০টি বাংলা ওয়েব সাইট 2,728

২।

somewhereinblog.net

বাংলাদেশের বাংলা ওয়েব সাইটে এর মাঝে এটি আছে ২ নং এ। আর বাংলা ব্লগ এর মাঝে এটি বাংলাদেশের ১নং বাংলা ব্লগ। অসাধারণ একটি বাংলা ব্লগ। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ ব্লগিং করতে আসে। এটির ওয়ার্ড র‍্যাকিং globe sm বাংলাদেশের সব থেকে জনপ্রিয় সর্বসেরা ২০টি বাংলা ওয়েব সাইট 3,865

৩।

bdjobs.com

বাংলাদেশের বাংলা ওয়েব সাইটে এর মাঝে এটি আছে ৩ নং এ। চাকরি খুঁজে পাবার এক অসাধারণ ওয়েব সাইট এটি। এটির ওয়ার্ড র‍্যাকিং globe sm বাংলাদেশের সব থেকে জনপ্রিয় সর্বসেরা ২০টি বাংলা ওয়েব সাইট 6,188

৪।

dsebd.org

বাংলাদেশের বাংলা ওয়েব সাইটে এর মাঝে এটি আছে ৩ নং এ। Dhaka Stock Exchange (DSE) – এর উপরে ভিক্তি করে এই সাইটের শুরু। এটির ওয়ার্ড র‍্যাকিং globe sm বাংলাদেশের সব থেকে জনপ্রিয় সর্বসেরা ২০টি বাংলা ওয়েব সাইট 4,697

৫।

techtunes.com.bd

বাংলাদেশের বাংলা ওয়েব সাইটে এর মাঝে এটি আছে ৫ নং এ। আর বাংলা ব্লগ এর মাঝে এটি আছে ২নং বাংলা ব্লগ। প্রযুক্তি নিয়ে এক অসাধারণ বাংলা ব্লগ এটি। এখানে প্রতিদিন ৫-৬ হাজার ভিসিটর আসে। এটির ওয়ার্ড র‍্যাকিং globe sm বাংলাদেশের সব থেকে জনপ্রিয় সর্বসেরা ২০টি বাংলা ওয়েব সাইট 5,824 বাংলাদেশের সর্ব প্রথম টেকনোলজি ব্লগ এটি। [আমার জানা মতে] এই সাইট টি গত ৫ বছর যাবত বাংলাদেশের রাজত্য করছে নিজেদের য্যগতা দিয়ে। আমরা আশাবাদী এভাবেই টেকটিউন্স আমাদের সাথে থাকবে ও আমাদের কে আরো সুযোগ করে দিবে নিজেদের প্রতিভা তুলে ধরতে।

৬।

bdnews24.com

বাংলাদেশের বাংলা ওয়েব সাইটে এর মাঝে এটি আছে ৬ নং এ। দেশের সমস্ত প্রকার কহবরা খবর পাবেন এখানে।  এটির ওয়ার্ড র‍্যাকিং globe sm বাংলাদেশের সব থেকে জনপ্রিয় সর্বসেরা ২০টি বাংলা ওয়েব সাইট 4,730

৭।

cellbazaar.com

বাংলাদেশের বাংলা ওয়েব সাইটে এর মাঝে এটি আছে ৭ নং এ আছে। ক্রয় বিক্রয় করার এক অসাধারণ নাম সেল বাজার। এটির ওয়ার্ড র‍্যাকিং globe sm বাংলাদেশের সব থেকে জনপ্রিয় সর্বসেরা ২০টি বাংলা ওয়েব সাইট 13,033

৮।

clickbd.com

বাংলাদেশের বাংলা ওয়েব সাইটে এর মাঝে এটি আছে ৮ নং এ আছে। ক্রয় বিক্রয় অ বিজ্ঞাপন এর এক অসাধারণ নাম ক্লিক বিডি। ই কমার্সের এক চমৎকার উদাহরণ এই সাইট টি। এটির ওয়ার্ড র‍্যাকিং globe sm বাংলাদেশের সব থেকে জনপ্রিয় সর্বসেরা ২০টি বাংলা ওয়েব সাইট 11,498

৯।

banglalionwimax.com

বাংলাদেশের বাংলা ওয়েব সাইটে এর মাঝে এটি আছে ৯ নং এ আছে। দেশের অ্যাই ম্যাক্স এর সমাধান দিচ্ছে এই কোম্পানি। এটির ওয়ার্ড র‍্যাকিং globe sm বাংলাদেশের সব থেকে জনপ্রিয় সর্বসেরা ২০টি বাংলা ওয়েব সাইট 18,672

১০।

educationboardresults.gov.bd

বাংলাদেশের বাংলা ওয়েব সাইটে এর মাঝে এটি আছে ১০ নং এ আছে। এটি বাংলাদেশ সরকারি একটি সাইট। এই সাইটে আমাদের দেশের সকল প্রকার শিক্ষা ব্যাবস্থার খজ খুবর নেয়া যায়। এটির ওয়ার্ড র‍্যাকিং globe sm বাংলাদেশের সব থেকে জনপ্রিয় সর্বসেরা ২০টি বাংলা ওয়েব সাইট 44,248

১১।

amaderforum.com

বাংলাদেশের বাংলা ওয়েব সাইটে এর মাঝে এটি আছে ১১ নং এ আছে। আর বাংলাদেশের বাংলা ফোরামের মাঝে এটি ১নং ফোরাম। এটির ওয়ার্ড র‍্যাকিং globe sm বাংলাদেশের সব থেকে জনপ্রিয় সর্বসেরা ২০টি বাংলা ওয়েব সাইট 2,380

১২।

banglanews24.com

বাংলাদেশের বাংলা ওয়েব সাইটে এর মাঝে এটি আছে ১২ নং এ আছে। বাংলা সর্বশেষ সংবাদ গুলো এখানে পেতে পারেন আপনারা। এটির ওয়ার্ড র‍্যাকিং globe sm বাংলাদেশের সব থেকে জনপ্রিয় সর্বসেরা ২০টি বাংলা ওয়েব সাইট 15,571

১৩।

qubee.com.bd

বাংলাদেশের বাংলা ওয়েব সাইটে এর মাঝে এটি আছে ১৩ নং এ আছে। দেশের ওঁই ফাই ইন্টারনেট এর সুবিধা দিয়ে যাচ্ছে এই কোম্পানি। বিস্তারিত জানতে সাইট ভিসিট করুন। এটির ওয়ার্ড র‍্যাকিং globe sm বাংলাদেশের সব থেকে জনপ্রিয় সর্বসেরা ২০টি বাংলা ওয়েব সাইট 18,551

১৪।

bigganprojukti.com

বাংলাদেশের বাংলা ওয়েব সাইটে এর মাঝে এটি আছে ১৪ নং এ আছে। আর বাংলা ব্লগ এর মাঝে এটি ৩নং ব্লগ। টেকনোলজি নিয়ে এক অসাধারণ বাংলা ব্লগ এটি। গত ৪ বছর যাবত এই ব্লগ টি সকলের সেবায় নিয়জিত আছে। এটির ওয়ার্ড র‍্যাকিং globe sm বাংলাদেশের সব থেকে জনপ্রিয় সর্বসেরা ২০টি বাংলা ওয়েব সাইট 29,074

১৫।

projanmo.com

বাংলাদেশের বাংলা ওয়েব সাইটে এর মাঝে এটি আছে ১৪ নং এ। এটি একটি ফোরাম। অনেক বছর যাবত এই সাইট টি সবার জন্য কাজ করে যাচ্ছে।  এটির ওয়ার্ড র‍্যাকিং globe sm বাংলাদেশের সব থেকে জনপ্রিয় সর্বসেরা ২০টি বাংলা ওয়েব সাইট 31,415

১৬।

amardeshonline.com

বাংলাদেশের বাংলা ওয়েব সাইটে এর মাঝে এটি আছে ১৬ নং এ। এটি আমার দেশ দৈনিক পত্রিকার একটি অনলাইন ভার্শন। এটির ওয়ার্ড র‍্যাকিং globe sm বাংলাদেশের সব থেকে জনপ্রিয় সর্বসেরা ২০টি বাংলা ওয়েব সাইট 18,987

১৭।

prothom-alojobs.com

বাংলাদেশের বাংলা ওয়েব সাইটে এর মাঝে এটি আছে ১৭ নং এ। প্রথম আলো পত্রিকার আরেকটি উদ্দগ এটি। চাকরি পাবার যে কনো খজ খবর পাবেন এখানে। এটির ওয়ার্ড র‍্যাকিং globe sm বাংলাদেশের সব থেকে জনপ্রিয় সর্বসেরা ২০টি বাংলা ওয়েব সাইট 31,864

১৮।

amarnatok.com

বাংলাদেশের বাংলা ওয়েব সাইটে এর মাঝে এটি আছে ১৮ নং এ। যে কনো ধরনের বাংলা নাটক আপনারা এখানে পাবেন। এটির ওয়ার্ড র‍্যাকিং globe sm বাংলাদেশের সব থেকে জনপ্রিয় সর্বসেরা ২০টি বাংলা ওয়েব সাইট 25,998

১৯।

prothom-aloblog.com

বাংলাদেশের বাংলা ওয়েব সাইটে এর মাঝে এটি আছে ১৯ নং এ। আর বাংলা ব্লগ এর মাঝে এটি ৪নং বাংলা ব্লগ। এক অসাধারণ বাংলা ব্লগ এর নাম এটি। অনেক বছর যাবত এই সুস্থ ধারার ব্লগ টি চলছে। চমৎকার পরিবেশ নিয়ে এগিয়ে যাচ্ছে সামনের দিকে।  এটির ওয়ার্ড র‍্যাকিং globe sm বাংলাদেশের সব থেকে জনপ্রিয় সর্বসেরা ২০টি বাংলা ওয়েব সাইট 33,648

২০।

tunerpage.com

বাংলাদেশের বাংলা ওয়েব সাইটে এর মাঝে এটি আছে ২০ নং এ। বাংলা ব্লগ এর মাঝে এটি বাংলাদেশের ৫নং ব্লগ। অবিশ্বাস হলেও সত্যি এই ব্লগ এর জন্ম মাত্র ৫মাস আগে। এই ৫মাসে এই ব্লগটি তাদের অসাধারণ প্রতিভা দেখিয়ে এখন অনেক সামনে চলে এসেছে। মজার ব্যপার হল এই ব্লগটির এতটাই নতুন যে এখনো অনেকেই নাম ই জানে না।তবুও এখানে প্রতিদিন ৫-৬ হাজার ভিসিটর আসেন। প্রযুক্তি বিষয়ক এই ব্লগে যে কেউ লিখা লিখি করতে পারে। টেকনোলজি নিয়ে এক অসাধারণ বাংলা ব্লগ। এটির ওয়ার্ড র‍্যাকিং globe sm বাংলাদেশের সব থেকে জনপ্রিয় সর্বসেরা ২০টি বাংলা ওয়েব সাইট 55,192

——————————————————————————————————————————–

এখানের র‍্যাকিং গুলো প্রতিদিন পরিবর্তন হয়ে থাকে। এবং আমার ভুল অ হতে পারে। হয়ত কনো সাইট বাদ পরে গেছে। নিজ গুনে ক্ষমা করে দিবেন আসা করছি। আমি নিজেও একজন নতুন মানুষ। প্লিজ কেউ কিছু মনে করবেন না ভুল হয়ে থাকলে। আমি ক্ষমা চেয়ে নিলাম।  বাংলা ভাষায় আরো অনেক অনেক অনেক অনেক অনেক নতুন নতুন ওয়েব সাইট শুরু হক সেই শুভ কামনায় বিদায়। সালাম সবাইকে। সবাই ভালো থাকুন।

 

ডাউনলোড করুন সরকারী আবেদন পত্র সমূহ

বাংলাদেশ সরকার ডিজিটালাইজ করার জন্য চালু করেছে ই-সিটিজেন সার্ভিস এপ্লিকেশন। এই সাইট থেকে আপনি আপনার দরকারী সকল সরকারী আবেদন পত্র ডাউনলোড করতে পারেন।এর ফলে আপনার সিটি কর্পোরেশন বা পৌরসভা যেতে হবে না হাতের নাগালে চলে আসবে সব। তাই আর কোন চিন্তা নেই জন্ম নিবন্ধন থেকে মৃত্যুর সনদ পত্র পর্যন্ত সকল দরকারী আবেদন পত্র পাবেন এখানে। নিচে ক্যাটাগরি ভাবে আবেদন পত্র দেওয়া হলঃ-

Nimbuzz দিয়ে PC to PC ও PC to MOBILE ফ্রি কল করবেন যেভাবে

আসসালামুআলাইকুম

আশা করি সবাই ভাল আছেন

আজ যে বিষয় নিয়ে লিখব তা হয়ত অনেকে জানেন।

যারা জানেন না তাদের জন্য এটা ।

এবার আসি কাজের কথায় ।

ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন Software এর দিয়ে PC to PC ও PC to MOBILE ফ্রি কল করা যায় । সেই রকম Software এর মদ্ধে SKYPE & Nimbuzz অন্যতম। এবং আরো আনেক Software এবং সোসালনেট ওয়ারকিং সাইট ও আছে।

আজ আমি দেখাব কিভাবে Nimbuzz দিয়ে এই কাজটি করা যায় ।

এই কাজ করতে যা যা লাগবে তাহলঃ-

১:PC অথবা মোবাইল (Symbian OS 3rd/5th  ) সাপর্টেট

২.ইন্টারনেট PC/MOBILE

৩.PC তে হেডফোন মাইক্রোফোন সহ

৪.ওয়েব ক্যাম (যদি ভিডিও কল করতে চান)

কম্পিউটার এর জন্য Nimbuzz Software ডাউনলোড করতে এই লিংকে যান
ডাউনলোড
ডাউনলোড করার পর ইন্সটল করুন এবং সফটয়্যার টি চালু করুন
নিচের ছবিটির মত আসবে
01

তারপর নিচের লিংকে যান এবং রেজিস্ট্রেশন করুন আর মনে রাখবেন USERNAME ই হবে আপনার CALL ID।
রেজিস্ট্রেশন
রেজিস্ট্রেশন কম্প্লিট করতে ইমেইল এড্রেসে ভেরিফিকেশন মেইল যাবে এবং একাউন্ট ভেরিফাই করুন

তার পর PC তে সঠিক ভাবে হেডফোন যুক্ত করুন
PC Software ওপেন করুন
USERNAME & PASSWORD দিয়ে লগইন করুন
সঠিক ভাবে হেডফোন যুক্ত হয়েছে কিনা তা জানতে
Tools এর OPTIONS এ জান
এবং audio and video tab যান

হেডফোন যুক্ত হয়েছে কিনা তা জানতে পারবেন এখানে।

তার পর CALL করতে FRIEND add করতে হবে
FRIEND add করতে contacts > add contacts যান

তারপর প্রথম TAB এ Nimbuzz সিলেক্ট করুন এবং দ্বিতীয় লাইনে যাকে কল করবেন তার ইউজার নেম দিন
এবং ok করুন ,একটি ভেরিফিকেশন মেসেজ যাবে । এবং একসেপ্ট হলে কল করতে পারবেন

আপনার একসেপ্ট করা অনলাইন এথাকা বন্ধুদের কল করতে friend list এ friend সিটেক্ট করে রাইট বাটন ক্লিক করে CALL সিলেক্ট করুন

কল রিসিভ করলে হেডফেআনের মাধ্যমে কথা বলতে পারবেন

আর মোবাইলে এই Software টি সেটাপ করতে এই লিংকে যানে Symbian OS 3rd/5th জন্যে
ডাউনলোড

বাংলাদেশ সিলেক্ট করুন > মোবাইল নাম্বার দিন > ক্যাপচা এন্টার করুন এবং GET SMS ক্লিক করুন

আপনার মোবাইলে একটি লিংক SMS করা হবে । সেই লিংক থেকে Software টি ডাউনলোড করুন ও ইনসটল করুন।
এবং ইউজার নেম ও পাসওয়ারড দিয়ে লগ ইন করুন
Contacts add করুন
আর যদি কম্পিউটার থেকে add করা friend থাকে তাহলে list পাবেন
যেকোন দেশে যে সব Friend online আছে PC অথবা MOBILE ফ্রি কল করতে পারবেন।
যদিও ইন্টারনেট ফ্রি নয় কিন্তু বাংলালিংক GP ওয়ারিদ এর এক GB পেকেজে ২০০০ মিনিটের উপরে কথা বলতে পারবেন
আর আমার ইউজার নেম MAKSONSPIN চাইলে আমাকে call করে ট্রাই করতে পারেন
ধন্যবাদ


Facebook থেকে ফ্রি sms পাঠান এবং call করুন ।

সুপ্রিয় টেকটিউনস এর টিউনাররা । ‘আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ’ । কেমন আছো সবাই,আসা করি ভাল।

আমি আপনাদের সাথে শেয়র করব কিভাবে Facebook থেকে ফ্রি sms পাঠাবেন এবং কল করবেন ।

এজন্য প্রথমে এখানে ক্লিক করুন

১.....Facebook এ তারপর সাইন ইন করুন।

২.....allow করুন

৩....country থেকে বাংলাদেশ নির্বাচন করুন ।

৪....mobile number লিখুন । ( ০ বাদ দিয়ে)

৫....Add Recipient এ ক্লিক করুন ।

৬....তারপর আপনার Messages লিখে sendএ ক্লিক করুন ।    ****complete****

Facebook থেকে ফ্রি কল করার জন্য  http://apps.facebook.com/ulolproject/

2 more site  http://www.uthsms.net

http://www.websmsonline.com/
*****************************************

 

অল্প সময়ে তৈরী করুন একাধিক Yahoo ID

সবাইকে সালাম জানিয়ে শুরু করছি আমার জীবনের প্রথম টিউন। আমি আপনাদের জগতে নতুন। নতুন বলতে একেবারেই নতুন। তাই যদি কোন রকম ভূল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিবেন। আর যদি এই টিউনটি আগে প্রকাশ হয়ে থাকে তাহলে আরো একবার ক্ষমা চেয়ে নিচ্ছি। এবার কাজের কথায় আসি……
অনেক খোঁজ করেছিলাম এমন একটা সফ্টওয়ার যেটা দিয়ে অল্প সময়ে অনেক ইয়াহু আইডি বানানো যায়।
আজ তেমনি একটা সফ্টওয়ার উপহার দিব আপনাদের যেটা দিয়ে অল্প সময়ে অনেক ইয়াহু আইডি তৈরী করতে পারবেন। যার নাম IR-IDMaker. এটা ইনস্টল করতে হয় না। শুধূ রান করেই আপনি কাজ করতে পারবেন।
প্রথমে ডাউনলোড করে ‍সফ্টটা রান করুন ...
এই রকম একটা স্ক্রিন আসবে………

যা যা করতে হবে আপনাকে…
1. Yahoo ID
2. Password
3. First Name
4. Last Name
5. Birthday, Month, Year
6. Postal code (সঠিক এবং গুরুত্বপুর্ণ)
7. Question + Answer
এই গুলো পূরণ করার পর Start এ ক্লিক করলে একটা Captcha আসবে, সেটা অনুরুপ লিখে create এ Click করুন (মনে রাখবেন যাতে Captcha ভুল না হয়)। দেখবেন Total Created Bots এ আপনার নতুন আইডি যোগ হচ্ছে। এবার শুধু একটার পর একটা Captcha লিখে Create করুন। যতবার Captcha লিখবেন ততবার একটা করে নতুন আইডি যোগ হচ্ছে এখানে।শূধূ নামের শেষে একটা করে সংখ্যা বসছে। শেষ হয়ে গেলে Stop এ ক্লিক করে Save এ Click করুন। জায়গাটা দেখিয়ে দিন কোথায় Save করবেন।
সফ্টওয়ার টা Download করে নিন নিচে দেওয়া লিংক থেকে…..

http://ethicalhacking1.com/blog/?p=1476

****************************
Right Click মেনুতে যোগ করুন Uninstall অপশন…

আমরা সাধারনত কোন প্রোগ্রাম Uninstall করতে চাইলে কনট্রোল পেনেল ও Start Menu তে গিয়ে অথবা মাই কম্পিউটার থেকে Add or remove programs এ প্রোগ্রাম খুজে বের করে রিমোভ করি। এটা খুব বিরক্তিকর আমরা যারা নিয়মিত নতুন নতুন সফটওয়ার যাচাই করে দেখি। Menu Uninstaller মাধ্যমে খুব সহজেই রাইট ক্লিক এ যোগ করতে পারবেন Uninstall Option। এই সফটওয়ারটি ব্যবহারের মাধ্যমে যে কোন প্রোগ্রাম Uninstall করতে পারবেন ঐ প্রোগ্রাম এর সর্টকাট এর উপর রাইট ক্লিক এর মাধ্যমে। এই সফটওয়াটি খুব সুন্দর ভাবে কাজ করে Windows xp/Vista/7 এ।

তাহলে আর দেরি না করে এখান (2.12 mb)থেকে সফটওয়ারটি ডাউনলোড করে Install করুন। Install করার আগে আপনার পিসিতে Net Framework 2.0 Install থাকতে হবে। যদি আগে থেকে Install না থেকে থাকে তাহলে এখান (22.4 mb) থেকে ডাউনলোড করে Install করে নিন। install শেষে দেখুন Uninstall option যোগ হয়েছে আপনার right click মেনুতে। এখন যেকোন প্রোগ্রাম রিমুভ করতে right click করুন যে প্রোগ্রামটি Uninstall করবেন ঐ প্রোগ্রামের shortcut এ এবং Uninstall Option নির্বাচন করুন।

Uninstall

ফ্রী সফটওয়্যার ডাউনলোড করার জনপ্রিয় ১০টি ওয়েবসাইট

আমরা বিভিন্ন সময় বিভিন্ন কারনের বিভিন্ন সফটওয়্যার ডাউনলোড করি। আর এর জন্য অনেক সাইট খুজে বেড়াই। সহজে কোন ভাল সাইট পাইও না। অথবা অনেক সাইট সফটওয়্যার পেলেও তা ফ্রীতে পাওয়া যায় না। তাই আজ আমি আপনাদের সাথে মন কিছু ওয়েব সাইট এর লিঙ্ক শেয়ার করবো যা আপনাদের কাজে আসবে বলে আমি মনে করি। নিম্নে ১০টি সাইটের স্কিনশট ও লিঙ্ক দেওয়া হল।

অপেন সোর্স ম্যাক

সফটপিডিয়া

সফট৩২

ডাউনলোড.কম

জেডিনেট ডাউনলোড

গিয়ার ডাউনলোড

ওপেন সোর্স আইফোন সফটওয়্যার

ফ্রীওয়্যার ফাইলস

টুকাউসা

ফাইল ক্লাস্টার


 ++++++++++++++++++++++++++++

আজকে আমার টিউনটি Aomei Partition Assistant নিয়ে।

অনেক সময় আমাদের ডিস্ক এর পার্টিশন করার প্রয়োজন হয় এর জন্য আমরা ভিবিন্ন পার্টিশন সফটওয়্যার ব্যাবহার করে থাকি ।পার্টিশন সফটওয়্যার নিয়ে টেকটিউনসএ অনেক টিউনও করা হয়েছে ।তবুও আমি এই সফটওয়্যারটি নিয়ে টিউন করলাম।কারন আমি মনে করি প্রত্যেক সফটওয়্যার এর আলাদা কিছু বৈশিষ্ট্য থাকে ।

এর প্রধান বৈশিষ্ট্য এবং যে কারনে এটা দিয়েই পার্টিশন ।

১।কম্পিউটার রিস্টার্ট ছাড়াই NTFS পার্টিশন ।

২। পার্টিশন মূভ এবং রিসাইজ ।

৩। ভলিউম বাড়ানো,শ্রিঙ্ক ভলিউম,মাজ পার্টিশন,স্প্লিট পার্টিশন ।

৪। পার্টিশন কপি ।

৫।ওআইপ হার্ড ড্রাইভ, ওআইপ পার্টিশন ।

৬। পার্টিশন তৈরি এবং মুছতে ।

৭।কনভার্ট ফাইল সিস্টেম,হাইড/আনহাইড পার্টিশন ।

৮। ড্রাইভ লেবল তৈরি,ড্রাইভ লেটার পরিবর্তন  এবং মুছা ।

৯। ।১০০% ডেটা নিরাপত্তা গ্যারানটী ।আপনি যে ভাবেই পার্টিশন করুন আপনি আপনার ডিস্ক থেকে কিছুই হারাবেন না ।

১০।পৃথিবীতে যত পার্টিশন সফটওয়্যার, সবার চেয়ে দ্রুত ।(৫ থেকে ১০ মিনিটে পার্টিশন)।

১১।আপনার পার্টিশন করার ধারনা পালটিয়ে দিবে ।

১২। পার্টিশন সম্পর্কে কিছুই জানতে হবে না ।

১৩।এবং আরও অনেক যা ব্যাবহার করলেই বুঝবেন ।

যে ভাবে বাড়াবেন আপনার ডিস্ক এর জায়গা ।

আপনার কোন drive এর জায়গা বাড়ানোর প্রয়োজন হলে আপনি Aomei Partition Assistant খুলে "Extend Partition Wizard" এ ক্লিক করুন।

যদি C: drive এর জায়গা বাড়াতে হয় তাহলে "Extend system partition" নির্বাচন করে অথবা যদি অন্য কোন ড্রাইভ এর জায়গা বাড়াতে হয় তাহলে "Select any Partition from any harddisk to Extend" নির্বাচন করে, ড্রাইভ নির্বাচন করে নেক্সট এ ক্লিক করুন ।

Next এ ক্লিক করুন ।

যে drive থেকে জায়গা নিতে চান সেটা নির্বাচন করে Next এ ক্লিক করুন ।

এখন যে টুকু বাড়াতে চান সে টুকু টেনে অথবা Partition New Size এর ঘরে লিখে Next এ ক্লিক করুন ।

Proceed button এ ক্লিক করুন ।

ইয়েস বাটন এ ক্লিক করুন ।

যে ভাবে রিসাইজ করবেন আপনার ডিস্ক ।

যে drive থেকে জায়গা নিতে চান সেটা নির্বাচন করে রিসাইজ এ ক্লিক করুন ।

তারপর যে বক্সটি আসবে তাতে যে টুকু জায়গা নিতে চান তা নির্বাচন ওকে বাটন এ ক্লিক করুন ।

আপনি দেখতে পাবেন যে যে টুকু জায়গা নির্বাচন করেছেন তা unallocated নামে দেখা যাচ্ছে ।

A Pending Operation

A Pending Operation

এখন C: drive (যে কোন ড্রাইভ) এ ক্লিক করে unallocated জায়গা টুকু ছবির মত করে টেনে সমান করে দিতে হবে ।

দেখবেন যে unallocated জায়গা টুকু এখন আর নেই এবং যে ড্রাইভ নির্বাচন করেছিলেন তাতে যোগ হয়েছে ।

এখন Apply বাটন এ ক্লিক করুন ।

Proceed button এ ক্লিক করুন ।

কম্পিউটার রিস্টার্ট নিয়ে কাজ শুরু করে দিবে এবং শেষে resizing partition operations are completed successfully! সংবাদ দিবে ।

যে ভাবে তৈরি করবেন নতুন পার্টিশন ।

নতুন পার্টিশন তৈরি করতে "যে ভাবে রিসাইজ করবেন আপনার ডিস্ক" এর নিয়ম অনুসারে A Pending Operation পর্যন্ত একই ভাবে করে , unallocated নির্বাচন করে Create বাটন এ ক্লিক করুন ।

এখানে আপনি Partition Label,Drive Letter,Create as এবং File System ঠিক করে ওকে বাটন এ ক্লিক করুন ।এখানে আপনি ড্রাইভ এর জায়গাও ঠিক করে নিতে পারেন ।

এখন যে ড্রাইভটি তৈরি করলেন তা নির্বাচন করে অ্যাপ্লাই বাটন এ ক্লিক করুন ।

Proceed button এ ক্লিক করুন এবং দেখুন এর যাদু।

ডাউনলোড ফর উইন্ডোজ ৭/২০০০/এক্সপি/ভিস্তা _৩২বিট ।

*****************************

আর নয় কষ্ট করে সফটওয়্যার এর সিরি য়াল কী এবং ক্র্যা ক খোঁজার!!!!এই কাজটি আর কেউ নয় স্বয়ং গুগল মামা করে দিবে।মিস করবেন না।

টাকা দিয়ে যেসব সফটওয়্যার কিনতে হয় সেগুলোর জন্য আমাদের মত গরিব দেশের(কিছু মনে করবেন না যেটা সত্য তাই বললাম) মানুশ সিরিয়াল কী এবং ক্র্যাক ব্যবহার করে থাকি।যাই হোক আমি নিজেও অই পাবলিক।যারা কিনেন তাদের এই পোস্ট না পরলেও চলবে। আমার মত যারা এমন তাদের জন্য এই পোস্ট।  তো সিরিয়াল কী এবং ক্র্যাক  বের করতে আমাদের জান খারিজ হয়ে যায় মাঝেমধ্যে । আর নয় কষ্ট করা!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!  গুগল মামা আমাদের এই কষ্ট দূর করে দিয়েছে। কিভাবে করবেন??????????!!!!!!!!!!!! দেখুন একদম সহজ।

১।প্রথমে http://www.google.com/

যান।

২। তারপর সার্চ এ

[p h p]94FBR (যে সফটওয়্যার এর সিরিয়াল কী এবং ক্র্যাক চান তার নাম)[/p h p]

টাইপ করুন।

৩। খুব কঠিন লাগছে তাই না। উদাহরণটি দেখুন। Norton

৪।ধরুন আমি Norton এর সিরিয়াল কী অথবা ক্র্যাক চাইছি। তাহলে সার্চ দিতে হবে এই ভাবে

[p h p]94FBR Norton[/p h p]
p h p লিখতে স্পেস দিবেন না টাইপ করুন php একসাথে ।

*****************************
মজা করুন Fake Voice Changer Software দিয়ে ………

মজা করুন Fake Voice Changer Software দিয়ে .........

ভাইজানেরা আপনারা কেমন আছেন সবাই ।

মনে মনে ভাবভেন এইটাই  তো খুজসিলাম।

Fake Voice version 2.0

Fake voice ( জাল ভয়েস ) একটি ভয়েস changer সফ্টওয়্যার যা পুরুষ, মহিলা, বৃদ্ধ, তরুণ, হার্ড, উগ্র, অথবা কিছু এক নতুন আপনার বাচ্য পরিবর্তন. আপনি যদি মহিলা এবং পুরুষ মত অথবা যদি আপনি পুরুষ এবং পুরুষ মত শব্দ করতে ইচ্ছুক শব্দ চান, এই হয় আপনার হাতিয়ার. আপনি বিদেশী মত অথবা সাউন্ড এফেক্ট আপনি একটি ভাল বা সুড়ঙ্গ থেকে ভাষী মত শব্দের প্রতিধ্বনি রোবোটিক্স প্রভাব আবেদন করতে পারেন.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

আসুন দেখে নেই এই সফটওয়্যার এর ফিচার গুলো

*  ভয়েস changer to পুরুষ, মহিলা, বৃদ্ধ, তরুণ বা কিছু এক নতুন আপনার বাচ্য পরিবর্তন.

* রোবোটিক্স প্রভাব এবং প্রয়োগ aliens মত কথা.

* ইকো প্রয়োগ

এই সফটওয়্যার এর বাজার মূল্য  $ 19.95 dollar

আমি আপনাদের কে দিব একদম ফ্রী laisence সহ ।

Mediafire Download Link

 

কিভাবে সফটওয়্যার টি activate করবেনঃ

Run the FakeVoice2.0.exe for start the instalation
After finish, it will ask for your email for registration.
Enter it, then use the keygen for make it licensed.
No need to worry, this keygen is for version 1.0, but it also worked for the 2.0

আরেকটি কথা download link এ আপ্নে যে keygen paben তা দিয়ে নিচের software গুলাও activate করতে পারবেন

*fake webcame 4.0 Click Here

আজ বিদায়।

 
**************************************************************************************
MS Office 2007 Highly Compressed (1.43 MB মাত্র)

কিভাবে Decompressed করবেন। :

ডাউনলোড করার পর ফাইলটিকে Un RAR   করুন।  ফোল্ডার থেকে আপনি  KGB_Archiever_win_gui_v1.2.0.23 ফাইল টি ইন্সটল করুন। এবং ওপেন করুন। নিচের ছবির মতো কাজ করুন।

Archive name  এর মধ্যে নিচের ছরি মতে ফাইল টি সিলেক্ট করুন।  Extract to তে  আপনি ফাইলটা কোথায় Save  করবেন দেখিয়ে দিন। এবং Next  বাটনে ক্লিক করুন।

লক্ষ করে দেখুন  Decompressed শুরু হয়ে গেছে। কিছু ক্ষন অপেক্ষা করুন। আপনি পুরো পাইলটি পাবেন। ধন্যবাদ।
*************************************************

ফেসবুক ব্যাবহারকারি ছোট ভাই কিংবা বোন কে নিয়ে দুসচিন্তায় আছেন?? এবার চিন্তার অবসান ঘটবে!!!

OnlineFriendBD

কিন্তু একটা শর্ত আছে আপনাকে অবশ্যই তার ইউজার নেম এবং পাসওয়ার্ড জানা লাগবে। এই কাজটি করার জন্য আপনাকে শুধু একবার তার আইডিতে ঢুকে কেবল আমার দেওয়া সেটিং গুলি করতে পারলেই আর তার আইডিতে ঢোকার কোন প্রয়োজন নেই।

আপনাকে যে কাজগুলি করতে হবে তা নিম্নরুপঃ

প্রথমে তার আইডিতে ঢুকুন তারপর একাউন্ট সেটিং থেকে নোটিফিকেশন এ আপনার মোবাইল নাম্বার টি সেট করুন।

তারপর তার ফেসবুক ম্যাসেজ ইনবক্স এ ঢুকুন তার পর উপর থেকে টেক্সট ম্যাসেজ অপশন টা চালু করুন।

এবার আপনার ছোট ভাই কিংবা বোন চ্যাটের হিস্ট্রি আপনার মোবাইল চলে আসবে। এবং তার সকল নোটিফিকেশন ও আপনার মোবাইলে চলে আসবে।

প্রথম প্রকাশিতঃ টেক ট্র্যাপ বিডি করছে, কার সাথে চ্যাট করছে, কি বিষয় নিয়ে চ্যাট করছে এগুলি জানা খুব ই প্রয়োজন। আমি নিজে ও আমার এক ছোট ভাইকে খুব ই রকম দুশ্চিন্তায় ছিলাম। ও ওর বন্ধুদের সাথে কি বিষয় নিয়ে কথা বলছে এবং কি ধরনের বন্ধুত্বে আসক্ত এগুলি তদারকি করা সম্ভব হয়ে ওঠেনা। এজন্য অনেক গবেষণার পর করে ও তেমন আশানুরূপ সমাধান না পেলে ও একটা উপায় পেয়েছি যার মাধ্যমে তাদের চ্যাট হিস্ট্রি গুলি আপনি আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে পেতে পারেন।

OnlineFriendBD

কিন্তু একটা শর্ত আছে আপনাকে অবশ্যই তার ইউজার নেম এবং পাসওয়ার্ড জানা লাগবে। এই কাজটি করার জন্য আপনাকে শুধু একবার তার আইডিতে ঢুকে কেবল আমার দেওয়া সেটিং গুলি করতে পারলেই আর তার আইডিতে ঢোকার কোন প্রয়োজন নেই।

আপনাকে যে কাজগুলি করতে হবে তা নিম্নরুপঃ

প্রথমে তার আইডিতে ঢুকুন তারপর একাউন্ট সেটিং থেকে নোটিফিকেশন এ আপনার মোবাইল নাম্বার টি সেট করুন।

তারপর তার ফেসবুক ম্যাসেজ ইনবক্স এ ঢুকুন তার পর উপর থেকে টেক্সট ম্যাসেজ অপশন টা চালু করুন।

এবার আপনার ছোট ভাই কিংবা বোন চ্যাটের হিস্ট্রি আপনার মোবাইল চলে আসবে। এবং তার সকল নোটিফিকেশন ও আপনার মোবাইলে চলে আসবে।
*********************************************
 

প্রতি ২০ সেকেন্ডে একটি করে ইয়াহু আইডি তৈরি করুন!!!!!!!!!!

আজকে নিয়ে এলাম আপনাদের জন্য এমন একটি সফটওয়্যার যার সাইজ মাত্র ৫১kb কিন্তু কাজ যেন ৫১ গিগাবাইটের মত

  • তো চলুন দেখে নেই এমন কি কাজ এই সফটওয়্যার টার .....?
  • .
  • ইয়াহু আইডি এখন থেকে পান্তা ভাত ........ যত খুশি তত খুলতে পারবেন ইয়াহু আইডি ....... প্রত্যেকটা ইয়াহু আইডি খুলতে সময় লাগবে ২০ সেকেন্ড ..... কি বিশ্বাস হচ্ছে না ??????????

 

নিচের স্ক্রীনশট গুলু দেখুন .......



উপরের ছবির দিখে লক্ষ্য করুন ........ তাহলে বুজতে পারবেন

  • বিস্তারিত তেমন কিছুই লেখার ছিল না ... কারন এই সফটওয়্যার টা ইউজ করা খুবই সহজ ....

 

তো এবার বানাতে থাকুন ইয়াহু ইমেইল আইডি ...........আনলিমিটেড

 

 .......... সবাই ভাল থাকুন

**************++++++++++++++++***********
 

অনলাইনে আয়ের দেশী ওয়েবসাইট

ইচ্ছেটা অনেক বড় কিন্তু প্রচেষ্টাটা খুবই ছোট। অনেকদিন থেকেই মাথায় ঘুরঘুর করছিলো ইন্টারনেট থেকে আয়ের জন্য দেশীয় কিছু করা যায় কিনা, যেখানে একেবারেই নবীনরা যেন সহজেই কাজ কাজ পায় এবং টাকা উত্তোলনের জন্য সহজ কোনো পদ্ধতি ব্যবহার করেই টাকা তুলতে পারে। একই সাথে যারা কাজ দিবেন তারাও যেন সম্ভাব্য সকল মাধ্যমে নিজ একাউন্টে টাকা জমা করে সহজেই ওয়ার্কারদের টাকা দিতে পারেন। সর্বপরি সাইটটি বাংলাভাষায় হলে প্রত্যেকের জন্যই সুবিধা হয়। এসকল বিষয় মাথায় রেখেই চালু করা হলো দেশীওয়ার্কারডটকম(http://www.deshiworker.com)

বর্তমানে সাইটটি বেটা ভার্সনে রয়েছে। ভুলত্রুটি ধরিয়ে দিয়ে সঠিক পরামর্শ প্রদানের মাধ্যমে সাইটটি আরো গ্রহনযোগ্য করে তোলার জন্য সবার কাছে বিনীত অনুরোধ থাকলো। সাইটটির সংক্ষিপ্ত পরিচিতি নিচে দেয়া হলো।

নাম: দেশী ওয়ার্কার ডট কম
লিংক: http://www.deshiworker.com
ভার্সন: বেটা
ভাষা: বাংলা-ইংরেজী
নিবন্ধন ফী: ফ্রী
ব্যবহৃত মুদ্রা: টাকা
অর্থ জমাদানের মাধ্যম: পেপ্যাল, এলার্টপে, ব্যাংক, অফিস পে, ফ্লেক্সীলোড। (আগামীতে আরো মাধ্যম সংযুক্ত করার ইচ্ছে রয়েছে)।
অর্থ উত্তোলনের মাধ্যম: ব্যাংক, অফিস পে, ফ্লেক্সীলোড।
সর্ব নিম্ন অর্থ উত্তোলনের পরিমান: ১০০ টাকা।
 

********************************************** বাংলাদেশের প্রথম এন্টি-পর্ণ সফটওয়্যার “BDAnti-Porn” এর Version 2.0 ছাড়লো বাংলাদেশ সাইবার আর্মি…একটি সয়ংক্রীয় এবং অন্তর্জাতিক মানের সফটওয়্যার… বিদ্রঃ BDAnti-Porn v2.0 একটি ফ্রী সফটওয়্যার। আপনি আপনার ব্লগ সহ যে কোন পাবলিক ব্লগে এটি শেয়ার করতে পারবেন। আপনাদের শেয়ারের মাধ্যমেই BDAnti-Porn v2.0 এর পথ চলা আরও সুগম হবে। তথ্য-প্রযুক্তির এই যুগে ইন্টারনেট একটি জ্ঞানের অন্যতম মাধ্যম। বর্তমানে আমাদের দেশে ইন্টারনেট এর ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। এখন শহর ছাড়িয়ে গ্রাম অঙ্চলে এর ব্যবহার সর্বত্ত লক্ষ্য করা যায়। আমাদের দেশের উঠতি বয়সের ছেলে-মেয়েদের মাঝে এর ব্যবহার এখন জ্ঞানের অন্যতম মাধ্যম। কিন্তু ইন্টারনেট বিশ্বে মনের সবকিছু হাতের মুঠোয় থাকার ফলে অনেকেই এর অপব্যবহার করছে। আর এর মধ্যে অন্যতম হলো পর্ণ সাইটের প্রতি আকস্কতা। ২০০৯-২০১১ সালে ইন্টারনেটে শিশুরা যে শব্দগুলো অনুসন্ধান করেছে তার মধ্যে অন্যতম ‘সেক্স’৷ ইন্টারনেট নিরাপত্তা সংস্থা নর্টনের এক প্রতিবেদন থেকে জানা গেছে এই তথ্য। প্রতিবেদনটিতে বলা হয়েছে, ১৮ বছরের কম বয়সিরা ইন্টারনেটে যেসব শব্দ অনুসন্ধান করেছে তার মধ্যে শীর্ষে রয়েছে ইউটিউব, গুগল এবং ফেসবুক ৷ আর এরপরেই অবস্থান ‘পর্নো' এবং ‘সেক্স' শব্দ দুটির। আর এর আসক্তির ফলের প্রতি বছর হাজারো শিশু তাদের স্বাভাবিক জীবন যাত্রা থেকে দূরে সরে যাচ্ছে। অনেকে আবার সরাসরি জড়িত হয়ে পড়ছে এসব নোংড়া পশুতুল্য কাজের মাঝে। আবার অনেকে জড়িয়ে পড়ছে নেশার জগৎতে। আমাদের এই বাংলাদেশের রাজধানী ঢাকার একটি মাত্র মার্কেট থেকে প্রতি বছর প্রায় ১০ লক্ষ্য এর বেশি টাকার পর্ণ ক্রয়-বিক্রয় হয়। আর প্রতি বছর প্রায় ৩০ হাজারের ও বেশি শিশু জড়িয়ে পড়ে এই পর্ণ গ্রাফীর প্রতি। এ সংবাদ নিঃসন্ধেয়ে আমাদের দেশের বাবামাদের জন্য বেশ উদ্বেগের এবং এটি রোধ করতে তাদের উচিত শিশুদের সঙ্গে কথা বলা৷ একইসঙ্গে সন্তানদের বোঝাতে হবে ইন্টারনেট থেকে কোন বিষয়টি নেয়া উচিত আর কোন বিষয়টি থেকে দূরে থাকা উচিত। আমাদের দেশের বর্তমানের এই পরিস্হিতি কখনোই কোন ভাবে কারো কাম্য নয়। আমরা কেউই আমাদের ভাই-বোনের ক্ষতি চাই না, যাতে করে তারা অসৎ পথে চলে যায়। আমাদের দেশের এই দুরবস্তা থেকে হয়তো কিছু আশার আলো দেখাবে এই BDAnti-Porn v2.0 BDAnti-Porn v1.0 এর পরীক্ষা মূলক ছাড়ার পর পরিপূর্ণ সুবিধা সম্ভলিত এই BDAnti-Porn v2.0 যাকে এক কথায় আন্তর্জাতিক মানের সফটওয়্যার হিসাবেও বলা যায়। অন্তত্য দূতগতির এই BDAnti-Porn v2.0 এ যোগ করা হয়েছে Google.com এর হিসাব মতে বিশ্বের সর্বাধিক এবং অন্তর্জাতিক পর্ণ ওয়েব সাইট। শুধু তাই নয় এই BDAnti-Porn v2.0 বন্ধ করতে পারে ভিডিও, ইমেজ, এনিমেশন, ব্লগ সহ পর্ণ সংক্রান্ত সকল ওয়েব ক্যাম চ্যাট রিলেটেড সকল ওয়েব সাইট। এতে আরো রয়েছে Enable ও Disable করার সুবিধা। ৮০০ এর অধিক URL ডাটাবেজ সম্বলিত এই BDAnti-Porn v2.0 একটি অসাধারন সফটওয়্যার। BDAnti-Porn v2.0 টিউটোরিয়ালঃ ডাউনলোড BDAnti-Porn v2.0 সফটওয়্যারটি ডাউনলোড করার পর ইন্সটল করুন। ইন্সটল শেষ হলে স্টার্ট মেনু এবং প্রোগ্রাম থেকে “BDAnti-Porn v2.0” এ ক্লিক করুন। এখন আপনার কম্পিউটারে উপরের ছবির মতন একটি উইন্ডো দেখতে পারবেন। এরপর “BDAnti-Porn v2.0” এর ডাটা লিংকিং করতে “Analyze” এ ক্লিক করুন। ডাটা “Analyze” শেষ হলে এরকম একটি উইন্ডো দেখতে পারবেন। এ অবস্থায় BDAnti-Porn v2.0” আপনার কম্পিউটারে “Enable” অবস্থায় থাকবে। পরবর্তীতে “BDAnti-Porn v2.0” আপনার কম্পিউটারে “Disable” করতে “BDAnti-Porn v2.0” এর উইন্ডো থেকে “Disable” এ ক্লিক করতে হবে “Enable” করতে একই ভাবে “BDAnti-Porn v2.0” এর উইন্ডো থেকে “Enable” এ ক্লিক করতে হবে। বিদ্রঃ “BDAnti-Porn v2.0” এ প্রথম বার ডাটা “Analyze” করার পর দ্বিতীয়বার ডাটা “Analyze” করার কোন প্রয়োজন নেই। এটি Disable না করে Uninstall করলে সেই কম্পিউটারে এটি Enable অবস্থাই থাকবে। ফলে আপনি সাইবার ক্যাফে এটি ব্যবহার করতে পারবেন।
============================================

আসসালামু  আলাইকুমএটা বিজ্ঞান প্রযুক্তি ব্লগে আমার  প্রথম  পোস্টহইতো ফায়ারফক্সের কীবোর্ড শর্টকাট গুলো অনেকেরই  জানা, তবুও  যারা   নূতন   তাদের  কাজে  লাগবে, তো  শুরু  করি  আমার  সোজা  লেখাটি  মজিলা  ফায়ারফক্স  বিশ্বের  জনপ্রিয়  একটি  ব্রাউজার এটা  বলার  অপেক্ষা  রাখেনাআর  আমি  ফায়ার  ফক্স  এর  কিছু  শটকাট  কী  দিলাম  যার  মাধমে ব্রাউজ  করা  সোজা    সময়  সেভ  হবে

 

এর  মধ্যে  তিন  প্রকার  সটকা্ট  কী  দিলাম  সেগুলো  হল-

Page  Navigation  shortcuts, (Page +tab+Bookmaeks)  Sortcuts  &  Mouse sortcuts .

Page Navigation shortcuts:

·                               Spacebar — Page down one full screen at a time.

·                               Shift – Spacebar— Page up one full screen at a time.

·                               Down Arrow – Scroll down.

·                               Page Down — Page down one full screen at a time.

·                               Up Arrow – Scroll Up.

·                               Page Up — Page up one full screen at a time.

·                               End – Go to the Bottom (end) of the page.

·                               Home – Go to the Top of page.

Pages, Tabs and Bookmarks shortcuts:

·                               F5 — Reload the current page.

·                               Alt + Home — Go to home page.

·                               Ctrl + L — Go to the Address bar.

·                               Ctrl + K — Go to the search box.

·                               Ctrl + = — Increase the text size, zoom in.

·                               Ctrl + – — Decrease the text size, zoom out.

·                               Ctrl + P — Print the current page.

·                               Ctrl + H — Opens the Browsing History in a column on the left.

·                               Ctrl + T — Open a new tab.

·                               Ctrl + W — Close current tab.

·                               Ctrl + Tab — rotate forward to the next tab.

·                               CtrTab — rotate back to the previous tab.

·                               CtCtrl rl + 1-9 — Choose a number to jump to that specific tab.

·                               + B — Open Bookmarks Column on Left.

·                               Ctrl + I — Close Bookmarks Column.

·                               Ctrl + D – Create a bookmark for the current page.

Mouse Shortcuts:

·                               Shift – scroll down – Go to the previous page.

·                               Shift – scroll up – Go to the next page.

·                               Ctrl – scroll up — Decrease the text size, zoom– scroll down — Increase text size, zoom in.

·                               Middle click on link — Open the link in a new tab.

·                               Middle click on a tab — Close the tab.

 

 
   
This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free