sumon info
 
  ABOUT ME
  Product Order
  Info
  TUTARIAL
  Softwear
  Page-1
  PAGE -3
  Page -4
  Page-5
  Haking
  Photogariphi
  Games
  Mobile
  ANDROID
  Most Needed
  madidation
  FREELANCING
  ENTERTEINMENT
  Chain Tune
  Home
ANDROID

 

এবার আপনার এন্ড্রয়েড ফোনকে বানিয়ে ফেলুন ডি এস এল আর ক্যামেরা

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম।  আপনাদের সবাইকে সাগতম।কেমন আছেন আপনারা সবাই। আশা করি সবাই ভাল আছেন। অনেক আগে থেকেই ভাবছিলাম টিউন করব, কিন্তু সময়ের অভাবে করা হয় না আমার মত যারা গরীব ডি এস এল আর কিনার সামরথ্য নাই তাদের জন্য নিয়ে এলাম আসাধারন একটি আপস। আপ্সটির নাম আফটার ফোকাস প্রো। এই আপসটির  মাধ্যমে আপনি আপনার ছবিকে খুব সহজে ডি এস এল আর ইফেক্ট দিতে পারবেন। আর আপ্সটি ইন্সটল করতে অবশ্যই একটি নরমাল এন্ড্রয়েড হ্যান্ডসেট থাকতে হবে

যাইহোক এজন্য আপনাকে যা করতে হবে আফটার ফোকাস প্রো নামক আপ্সটি ডাউনলোড করতে হবে। এরপর এটি ইন্সটল করতে হবে। এই আপ্সটি পেইড ভারসন তাই গুগল প্লে স্টোরে ফ্রি তে পাওয়া যাবে না। আপ্সটি ইন্সটল  করতে ছবি এডিট করতে নিচের লিংকগুলো ফলো করুন

ডাউনলোড  লিংক>http://m.apkhere.com/app/com.motionone.afterfocus_pro

তারপর ছবি কিভাবে এডিট করবেন এবং এর ফিল্টারগুলো চেঞ্জ করবেন। এরপর ব্রাইটনেস, কন্ট্রাষ্ট, ফোরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে চেঞ্জ করবেন তা বিস্তারিত জানতে নিচের টিউটোরিয়াল দেখে নিন।নিচের ইউটিউব লিংকে বিস্তারিত দেয়া হল

ভিডিও লিংক>>>https://www.youtube.com/watch?v=NJhX0E0OSg0

আজকের জন্য এখানেই শেষ বন্ধুরা। দেখা হবে আবার নতুন টিউনসে। খোদা হাফেজ


***********************************************************

এখন মুখের শিষ দিয়ে খুজে বের করুন আপনার লুকিয়ে থাকা এন্ড্রয়েড ফোন



আমাদের প্রতিদিনকার জিবনের সঙ্গি হচ্ছে এন্ড্রোয়েড ফোন। কিন্তু মাঝে মাঝে এই ফোন এ অনেক বিরক্তের কারন হয়ে দারায়। মনে করেন খুব একটা জরুরি কল করা দরকার কিন্তু ফোন টা খুজে পাচ্ছেন না। আপনাদের কি হয় জানিনা আমি মেজাজ ঠিক রাখতে পারি না। তাই এর প্রতিকার সরুপ নিয়ে এলাম এক্টি এপ্স।  যেটা আপনার লুকিয়ে থাকা মোবাইল খুজে বের করতে সহয়তা করবে্‌।। আপনাকে যেটা করতে হবে সেটা হল মুখ দিয়ে একটা শিস দিতে হবে, তাহলে আপনার হারিয়ে যাউয়া মোবাইল আপনাকে বলবে, স্যার আমি এখানে, মানে  মোবাইল বেজে উঠবে। কি বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হওয়ারই কথা।

এপ্স টির নাম হল Whistle Locator PRO

Feutured:

সকল ধরনের এন্ড্রইড ভারসন এ সাপোরট করে।

যে কোন ধরনের রিংটোন সেট করতে পারবেন।

গুগল প্লে স্টোরে এর দাম ১.৪২ ডলার।

নিচ থেকে ফ্রিতে নিয়ে নিন।

ডাউনলোড লিঙ্কঃ
Whistle Locator PRO.apk

এখন আপনি জেটা করবেন সেটা হল প্রথমে

এপ্সটি install দিয়ে open করুন। তারপর এপ্সে এর Whistle Detection Enable এ টিক দিলেই চালু হয়ে যাবে আপনার কাংখিত সারভিছ।

যাদের শিস দিলে আওয়াজ কম হয় তারা Detection sensitivity Level এ গিয়ে very high sensitivity করে দিন। আপনার কাজ শেষ, এবার ম্যাজিক দেখুন।

প্রথম বার না হলে এগ্যাইন ট্রাই করিয়েন।

 


***********************************************************

অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য নিয়ে নিন দুটি পেইড ভিডিও কনভার্টার

http://tads.techtunes.com.bd/r/WctSzEu4VaG9mD4/DvR9YCaCru65UAs9/lg.php?bannerid=69&campaignid=18&zoneid=3&loc=http%3A%2F%2Fwww.techtunes.com.bd%2Fandroid%2Ftune-id%2F344387&referer=http%3A%2F%2Fwww.techtunes.com.bd%2Fcategory%2Fandroid&cb=6b8d6263f3দেশের কোথায় কেমন গরম পড়ছে জানিনা, তবে আশা করছি এই গরমের মধ্যেও সবাই ভালো আছেন। বেশি কথা বলে আপনাদের মাথা গরম করে দিতে চাইনা। তাই সরাসরি প্রসঙ্গে চলে যাচ্ছি...

ভিডিও কনভার্ট করার জন্য সাধারণত আমাদের পিসির উপর নির্ভর করতে হয়। কিন্তু এখন থেকে আর শুধুমাত্র পিসির উপর নির্ভর করতে হবেনা। কারণ আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন বা ট্যাব ব্যবহার করেই অনায়াসে প্রায় সব ফরম্যাটে ভিডিও কনভার্ট করতে পারবেন

আমি যে দুইটা পেইড ভিডিও কনভার্টার নিয়ে এসেছি, সেগুলো হলোঃ

. Video Converter Android (VidCon) -প্রিমিয়াম ভার্সন $3.02

. Video Converter -প্রিমিয়াম ভার্সন $1.92

Video Converter Android (VidCon)


VidCon কনভার্টার ব্যবহার করে আপনি যেকোনো ভিডিওকে 3gp, mp4, avi, vob এবং mpg ফরম্যাটে কনভার্ট করতে পারবেন। ইন্সটলেশন শেষে অ্যাপটি ওপেন করুন। এরপর নিচের মতো একটা ম্যাসেজ আসবেঃ


এবার প্লে-স্টোর থেকে আপনার ডিভাইস অনুযায়ী কোডেক ডাউনলোড করে নিন। বিভিন্ন ডিভাইসের জন্য কোডেক আলাদা হওয়ায় আমি ডাউনলোড লিংক দিচ্ছি না। কোডেক ইন্সটলের পর যে ভিডিওগুলো কনভার্ট করতে চান সেগুলো মার্ক করে Convert বাটনে ক্লিক করুন। এরপর আপনার প্রয়োজন অনুসারে ফরম্যাট, কোডেক, রেজোলিউশান, বীট-রেট ইত্যাদি সেট করে Start বাটনে ক্লিক করুন। ভিডিও কনভার্ট হওয়া শুরু হবে

কনভার্ট শেষ হতে কত সময় লাগবে তা আপনার ডিভাইসের কনফিগারেশন, সিলেক্টেড কোডেক এবং ভিডিও এর সাইজের উপর নির্ভরশীল

এবার ডাউনলোডের পালা...

প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

ড্রপবক্স থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

প্রো ফিচার গুলো পেতে এখান থেকে Key ফাইলটি ডাউনলোড করে ইন্সটল করে নিন। প্লে-স্টোরে এর মূল্য 3.02 ডলার

Video Converter


আমার কাছে এই কনভার্টারকে বেশি ভালো এবং স্পেশাল মনে হয়েছে। তার কারণ হলো, এটা দিয়ে যেকোনো ভিডিওকে প্রায় সব ফরম্যাটে কনভার্ট করা যায়। এর ইউজার ইন্টারফেসটাও সুন্দর। এটা দিয়ে আপনি 3gp, aac, ac3, avi, flac, flv, m4a, mp2, mp3, mp4, mpg, mkv, mov, ogg, vob, wav, webm, wma এবং wmv ফরম্যাটে কনভার্ট করতে পারবেন। তবে এটার একটা অসুবিধা হলো, একসাথে অনেকগুলো ভিডিও কনভার্ট করতে পারবেন না। একটা একটা করে কনভার্ট করতে হবে। যদিও এর ফিচারের কাছে এটা তেমন কোনো সমস্যা না। অ্যাপটি ইন্সটলের পর ওপেন করলে এটাতেও আগের মতো কোডেক সম্পর্কিত ম্যাসেজ আসবে


OPEN LINK ক্লিক করলে স্বয়ংক্রিয়ভাবে আপনার ডিভাইসের উপযোগী কোডেকটি প্লে-স্টোরে ওপেন হবে। চট করে ইন্সটল করে ফেলুন


কোডেক ইন্সটলেশন শেষে অ্যাপটি আবার ওপেন করলে উপরের ছবির মতো ইন্টারফেস আসবে। এখান থেকে Select বাটনে ক্লিক করে যে ভিডিও ফাইলটি কনভার্ট করতে চান সেটা নির্বাচন করুন। বিভিন্ন ফরম্যাটের নামসহ ড্রপডাউন মেন্যু থেকে আপনার পছন্দের ফরম্যাট সিলেক্ট করুন। এবার VIDEO এবং AUDIO বাটন থেকে আপনার প্রয়োজন অনুযায়ী ভিডিও অডিও প্রোপারটিজ সেট করুন। META বাটন থেকে album, artist name ইত্যাদি দিতে পারবেন এবং CUT বাটন থেকে ভিডিও ট্রীম করতে পারবেন। প্রয়োজন না হলে META CUT অপশনে কোনো পরিবর্তন করবেন না। এবার EXECUTE বাটনে প্রেস করুন


এবার ডাউনলোডের পালা...

প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

ড্রপবক্স থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

এবার এখান থেকে Key ফাইলটি ডাউনলোড করুন। প্লে-স্টোরে Key টির মূল্য 1.92 ডলার। ইন্সটল করে নিন আর উপভোগ করুন পেইড ভার্সন!

 

এখন যে কোন অ্যান্ড্রয়েড রুট করুন মাত্র ১০ মিনিটে

প্রথমে বলে রাখি আপনার অ্যান্ড্রয়েড সেট রুট করার পূর্বে এর সম্পূর্ণ ডিটেইলস জেনে নিন

এই পধদতিতে আপনার সেট ফ্লাশ বা আপডেট ছাড়া রুট করতে পারবেনফলে সেট ব্রিক হওয়ার সমভাবনা নেই

ইহা ১০০% নিরাপদ

সাপোর্টে অ্যান্ড্রয়েডট ভারসন 1.5, 2.1, 2.2, 2.3, 3.1, 3.2, 4.0, 4.1, 4.2

রুট লেটেস্ট মোবাইল Samsung Galaxy S2 / S3, Note / Note2 etc...

আনরুট করার পধদতি

নিরাপধ এবং কারযকর

 

প্রথমে নিছের লিঙ্ক থেকে ফাইলটি ডাউনলোড করুন

ইন্টানেট কানেক্ট রাখুন

আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসটি কম্পিউটারে কানেক্ট করুন

সেটিং ওপশন থেকে ডেভেলপার মোড এ গিয়ে USB DEBUGGING টিক দিন

সফটওয়ারটি ওপেন করুন, SMART ROOT ক্লিক করুন

ডাটা ব্যাকআপ এবং রেস্টোর চাইলে, ব্যাকআপ করে ওকে প্রেস করুন

ফোন রিবুট চাইবে, ফোন রিবুট হওয়ার পর ১ মিনিট অপেক্ষা করে ওকে প্রেস করুন

এবার একটি ম্যাসেস আসবে You device succecfully rooted...

DOWNLOAD LINK:

SRSROOT

************************************************************************************

অ্যান্ড্রয়েডের (Android) জন্য অলরাউন্ডার একটি অ্যাপ (App)!!


অ্যান্ড্রয়েডের জন্য নতুন নতুন সব অ্যাপ (App) প্রতিদিনই তৈরী হচ্ছে আর অ্যান্ড্রযেডের (Android) সবচেয়ে আকর্ষনীয় একটি ফিচার হচ্ছে ওয়াইফাই (WiFi) কারণ, ওয়াইফাই (WiFi) এমনিতেই আমাদের দেশে সবার কাছে জনপ্রিয় এবং অনেক ক্ষেত্রেই উন্মুক্ত পরিলক্ষিত হ্যাঁ, আজ আপনাদের জন্য এমনটি একটি অ্যাপ FoxFi পোষ্ট করছি যা অলরাউন্ডারের মতো কাজ করবে এটি দিয়ে
১. ইউএসবি ইন্টারনেট (USB Internet)- যারা ইউএসবি দিয়ে পিসিতে ইন্টারনেট চালান,
২. ব্লু-টুথ ইন্টারনেট (Bluetooth Internet)- যারা ব্লু-টুথ ডিভাইস ব্যবহার করে ইন্টারনেট চালান
৩. ওয়াইফাই ইন্টারনেট (WiFi Internet)- যারা ল্যাপটপ অথবা স্মার্টফোনে হটস্পট তৈরী করে ইন্টারনেট চালাতে চান
উপরের তিনটি কাজই করা যাবে আর অ্যাপটিও সাইজে অনেক ছোট কোন প্রকার রুট করার দরকার নেই
অ্যাপটি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন ধন্যবাদ!
**********************************

আয় করুন এখন আপনার এন্ডয়েড ফোন থেকে

 

আয় করুন এবার আপনারা এন্ডয়েড ডিভাইস থেকে

এবার আসল কথায় আসি,

বর্তমান সময়ে আমাদের প্রায় সবার কাছে এন্ডয়েড ফোন আছে। আজ আমি দেখাবো কিভাবে আপনারা আপনার এন্ডয়েড ফোন থেকে আয় করব

আমরা আয় করব বিটকয়েন, বিটকয়েন এর কয়েন পাওয়ার জন্য বিটকয়েন এড্রেস লাগে বিট কয়েন এড্রেস নিয়ে কয়েকদিন আগে একটা পোষ্ট হয়েছিল তারপরও যদি আপনার একাঊন্ট না থাকে এখান থেকে এখন লগিন করেন তার্পর একাউন্ট সেটিংস ক্লিক করুন নতুন পেজ আসবে সেখানে দেখবেন বিটকয়েন এড্রেন ক্লিক করুন ক্রিয়েট নিউ এড্রেসে ক্লিক করুন দেখবেন ইংরেজি বড় ছোট এবং সংখ্যা দিয়ে একটা কোড পাবেন এটাই আপনার বিট কয়েন এড্রেস, কাজ করার সময় এটা কপি করে রাখবেন.

এখন এন্ডয়েড থেকে আয় করতে একটা এন্ড্রয়েড এপ্লিকেশন ডাউনলোড করতে হবে, ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

ডাউনলোড হয়ে গেলে এপস্টি ইনস্তাল্ল করুন স্তার্ত এয়ার্নিং ক্লিক করুন দেকবেন অনেকগুলো এড্রেস আছে যেকোন এক্তায় ক্লিক করুন ১০ সেকেন্ড অপেক্ষা করুন এখানে দেখবেন আপনার বিটকয়েন এড্রেস দিতে বলবে, আপনি এড্রেস দিয়ে আয় করা সুরু করুন
***************************************

এবার আয় করুন মাইনিং করে , অনলাইনে আয় হবেই ১০০%

 
 

========================
আয় করুন মাইনিং করে

===============================

Bitcoin

Bitcoin

টেক্টিঊনসে

এটা আমার  দ্বিতীয় পোষ্ট

কয়েক দিন আগে আমি বিট কয়েন আর্নিং  নিয়ে পোষ্ট করেছিলাম আজকের পোষ্টটি বিট কয়েন আর্নিং নিয়ে তবে গত পোষ্টে বলেছিলাম এন্ড্রয়েড ফোন থেকে বিট কয়েন আয়ের উপায়,

আজ আমি দেখাবো কিভাবে মাইনি আপনারা আপনাদের পিসি থেকে মাইনিঙ করবেন , আপনি আপনার পিসির অন্যান্য কাজের সাথে এই মানিঙ করতে পারেন ,

মাইনিঙ করতে অপনার লাগবে
১) ডুয়েক কোর পিসি (তবে আরো অপডেট পিসি হলে আপনার আয় অরো বেশি হবে)
২) মাইনিঙ সাইটে একাঊন্ট থাকতে হবে, একাউন্ট করতে এখানে ক্লিক করুন
৩) মাইনিঙ সফ্টয়্যার লাগবে, ডাউনলোড করতে এখানে ক্লিক করুন্
৪) আয়কৃত ডলার অথবা বিটকয়েন উত্তোলনের জন্য বিট কয়েন এড্রেস (আমি গত পোষ্টে বলেছি কিভাবে বিটকয়েন এড্রেস বানাবেন যারা করেন নাই তারা আমার আগের পোষ্ট ফলো করতে এখানে ক্লিক করুন )
৫) আপনি যে সফ্ট​য়্যার ডাউনলোড করেছেন সেটি চালানোর জন্য নেট ফ্রেমওয়্যার্ক ৪.০.৩ ভার্শন লাগবে , ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

আশা করি সবগুলোই এখন অপনার অছে তো অমরা শুরু করি
প্রথমে আপনার মাইনিঙ এর সাইটে লগিন করুন লগিন করলে এই ধরনের পেইজ অসবে

 

 

 

 

 

 

 

 

 

মাইনিঙ মোড BTC সিলেক্ট করবেন , একটু নিচে তাকান দেখবেন

USD  Bitcoin Litecoin PPCoin Namecoin Feathercoin Dogecoin 

এখানে অপনার আপনার আয়কৃত ব্যালেন্স দেখাবে, একটু নিচে তাকান দেখবেন

Deposit  Withdraw Convert Purchase Cloud VPS

উত্তোলনে ক্লিক করুন এই ধরনের পেইজ অসবে

এখানে অপনার বিট কয়েন এড্রেস দিন

এখন অপনার ডাউনলোদডকৃত সফ্টওয়্যারটা আনজিপ করে অন করুন, আপনি যে ইমেইল এড্রেস দিয়ে একাউন্ট করেছেন তা লিখে লগিন করেন লগিন করলে এমন হবে সফ্টওয়্যারটা

 

 

 

এখানে আমার ব্যালেন্স ৪০$ দেখাচ্ছে আপনার শুন্য দেখাবে

ছবিতে যেমন আছে তেমন রেখে  start বাটন চাপুন দেখবেন শুরু হযে গেছে মাইনিঙ্

এখন অপনার একাউন্ট পেইজটা রিফ্রেস দেন দেখবেন আর্নিঙ দেখাচ্ছে, বিট কযেন সিলেক্ট দিলে ১৫ মিনিট পর আয় দেখাবে কারন অপনার মাইনিঙ হচ্ছে ডলারে , আএ ১ বিট ক​য়েন = ৭৫৫ ডলার্

মিনিমাইজ করে আপনি আপনার অনলাইনে অপনার অন্য কাজ করতে পারেন
*************************************************
 

এবার নিজেই তৈরি করুন এন্ড্রয়েড এপস ( পর্ব-১)

 
 

আজ থেকে এন্ড্রয়েড এপস তৈরি সম্পর্কে ধারাবাহিক টিউন শুরু করলাম। সকলে আমার জন্য দোয়া করবেন।

আসুন এবার শুরু করা যাক। এন্ড্রয়েড এপস তৈরির জন্য আপনাকে প্রথমে নিচের কাজগুলো সম্পাদন করতে হবে।

১. http://developer.android.com/sdk/index.html থেকে Android SDK ডাউনলোড করে নিন।
২. আপনার পছন্দমত স্থানে SDK আনজিপ করুন। (পরবর্তীতে স্থান পরিবর্তন করলে eclipse রান করতে সমস্যা হতে পারে।)

৩. আপনার কম্পিউটারে java ইন্সটল করা না থাকলে তা ইন্সটল করে নিন। ( java না থাকলে Google মামার সহায়না নিয়ে ডাউনলোড করে ফেলুন)

৩. eclipse টি রান করুন। ( eclipse রান না হলে এবং SDK এর eclipse ফোল্ডারের eclipse.ini ফাইলটি ওপেন করে Xmx256m বা অন্য যেই ভেল্যু থাকুক না কেন তা 512m করের দিন।)

৪. এবার eclipse টি রান করান।

আজ এই পর্যন্ত । পরবর্তীতে কিভাবে আপনার প্রথম এপস তৈরি করবেন তা বর্ণনা করব।

আর যারা এক রাতে পন্ডিত হতে চান তারা http://developer.android.com/index.html এই সাইটি আসুন।

***************************************************

 

এবার নিজেই তৈরি করুন এন্ড্রয়েড এপস ( পর্ব-২)

  এখন ২য় পর্বটি শুরু করা যাক।

তৈরি করুন আপনার প্রথম এন্ড্রয়েড এপস

১. প্রথমে আপনি eclipse রান করুন।

২. একটি ডাইলগ বক্স আসবে, ok দিন।

৩. এবার আপনার eclipse টি ওপেন হলে file > New > Project এ ক্লিক করুন।

৪. এবার প্রাপ্ত ডাইলগ বক্স হতে android হতে android application project সিলেক্ট করে NexT এ ক্লিক করুন।

৫. এবার New Android Application ডাইলগ বক্স আসবে। প্রথমে টেক্সট বক্স এআপনার এপস এর নাম লিখুন। এবং প্যাকেজ নেম এ example এর পরিবর্তে আপনার এপস এর প্যাকেজের একটি ইউনিক নাম দিন যা আপনার এপস এর সারা জীবন ব্যাপি অপরিবর্তনীয় থাকবে।

৬. এবার তিনবার Next এ ক্লিক করে finish বাটনে ক্লিক করু।

স্বাগতম, আপনি আপনার প্রথম এপস টি তৈরি করে ফেলেছেন। খেয়াল করুন eclipse এর বামপাশের Project explorer এ আপনার এপস এর জন্য একটি ফোল্ডার তৈরি হয়েছে।

এখন এ পর্যন্তই। ইন্টারনেট এর সমস্যার জন্য স্ক্রীন সর্ট দিতে পারলাম না।

পরবর্তী টিউনে কিভাবে আপনার তৈরি এপসটি APK ফর্মাটে কনভার্ট করবেন সে সম্পর্কে লিখব। সেই পর্যন্ত সকলের জন্য শুভ কামনা রইল
*************************************************

এবার নিজেই তৈরি করুন এন্ড্রয়েড এপস (পর্ব-৩)

 
সকল কে আবারও স্বাগতম। আজ আমি এন্ড্রয়েড এপস তৈরির ৩য় পর্ব শুরু করছি। অনেকেই হয়ত আমার টিউন এর আকৃতি ছোট হওয়ার কারণে বিরক্ত হতে পারেন। এর জন্য আমি দুঃখিত। অন্যান কাজের ফাঁকে বড় বড় টিউন করা আমার কাছে একটু কষ্টকর। যাই হোক এবার কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। যারা এতোমধ্যে পর্ব ১ ও ২ এর কাজগুলো  সম্পাদন করেছেন তাদের জন্য এই পর্ব। আর না করে থাকলে প্রথম নিচের লিঙ্ক হতে উক্ত কার্যগুলো সম্পাদন করুন।
eclipse তৈরিকৃত আপনার এপসটি APK ফাইলে এ কনভার্ট ও মোবাইল ডিভাইসে ইন্সটল করুনঃ

১. eclipse রান করুন।

২. file মেনুর  Export এ ক্লিক করুন।

৩. প্রাপ্ত ডাইলগ বক্স হতে Export Android Application সিলেক্ট করে Next এ ক্লিক করুন।

৪. পরবর্তী ডাইওগ বক্স হতে আপনার তৈরিকৃত এপস ফাইল্টি সিলেক্ট করুন। ( Browse > your app> OK )

৫. অতপর NexT এ ক্লিক করুন। নতুন আরোও একটি ডাইলগ বক্স পাবেন। এবার এই ডাইলগ বক্স হতে Create New Keystore সিলেক্ট করে আপনার এপটির Key রাখার জন্য একটি স্থান Browse করে নির্বাচন করুন ( আপনার পছন্দমত নাম দিয়ে)। এবং আপনার পছন্দমত Password দিয়ে NexT ক্লিক করুন।

৬. এবার প্রাপ্ত Key Creation ডাইলগ বক্সটি পূরণ করুন। এটি আপনার এপ টির জন্য একটি প্রমাণ পত্র যে এই এপটি আপনি Develop করেছেন। (validity ২৫ বছরে এর নিচে দিবেন না ।) ডাইলগ বক্সটি পূরণ করা হলে NexT এ ক্লিক করুন।

৭. এবার পরবর্তীতে আপনার এপটি কোথায় রাখতে চান তা Browse করে name দিয়ে ok দিয়ে Finish বাটনে ক্লিক করুন।

স্বাগতম, আপনি আপনার এপটির APK ফাইল তৈরি করে ফেলেছে। ৭ নং ধাপে আপনার এপটির জন্য যে স্থান নির্বাচন করেছিলেন সেখান থেকে এপটি নিয়ে আপনার মোবাইল ডিভাইসে সাধারণ নিয়মে ইনস্টল করুন।

এটি একটি Hello Word এপ। তাই এপটি ফোনে ওপেন করার পর শুধু একটি Hello শব্দ দেখতে পাবেন। পরবর্তী টিউনে কিভাবে এপ টিকে আরো ডেভলপ করবেন তা আলোচনা করব।

***********************************************************************

নিয়ে নিন সবচেয়ে জনপ্রিয় ANDROID PC SUITE গুলো

 

বিসমিল্লাহির রাহমানির রাহীম

আজকে আপনাদের জন্য নিয়ে এলাম জনপ্রিয় কিছু এন্ড্রয়েড pc suite, যারা জানেন না শুধু তাদের জন্য

১. 91 PC Suite

খুবই ভাল একটি পিসি সুইটDwonload করুন এখান থেকে

2. Moborobo

আর একটি জনপ্রিয় এন্ড্রয়েড পিসি সুইটডাউন লোড করুন এখান থেকে

3. MoboGenie

অসাধারন একটি এন্ড্রয়েড পিসি সুইটডাউনলোড করতে এখানে ক্লিক করুন

 

 
   
This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free