sumon info
 
  ABOUT ME
  Product Order
  Info
  TUTARIAL
  Softwear
  Page-1
  PAGE -3
  Page -4
  Page-5
  Haking
  Photogariphi
  Games
  Mobile
  ANDROID
  Most Needed
  madidation
  FREELANCING
  ENTERTEINMENT
  Chain Tune
  Home
Page-1

এখন থেকে accounting এবং excel এর সব কাজ করুন এক সফটওয়্যার এর মাদ্ধম্যে, আজিবনের জন্য ফ্রী

 

http://tads.techtunes.com.bd/r/WctSzEu4VaG9mD4/DvR9YCaCru65UAs9/lg.php?bannerid=70&campaignid=18&zoneid=3&loc=http%3A%2F%2Fwww.techtunes.com.bd%2Fdownload%2Ftune-id%2F352557&referer=http%3A%2F%2Fwww.techtunes.com.bd%2F&cb=101d8002f7

কথা না বারিয়ে কাজের কথা বলে। আজ আমি আপনাদের একটি সফটওয়্যার এর সাথে পরিচয় করিয়ে দিব। যার মাদ্ধম্যে আপনি যখন তখন যেখানে সেখানে ব্যবহার করে আপনার দৈনন্দিন হিসেব নিকেশ গুচিয়ে রাখতে পারবেন। সেই সাথে এক্সেল Export করতে পারবেন। আর সফটওয়্যার টি সম্পূর্ণ ফ্রী আজীবনের জন্য। এই সফটওয়্যার এর মাধ্যমে আপনি আনলিমিটেড অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। সেই সাথে সব অ্যাকাউন্ট এই আনলিমিটেড ডেবিট এবং ক্রেডিট করতে পারবেন। এছাড়া সফটওয়্যার টি আপনি Customize করে নিতে পারেন আপনার ইচ্ছে মত

 

সফটওয়্যার টি ব্যবহার করতে পারবেন শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, দোকান, এন জি , স্টোর, গোদাওন, ট্রাভেল এজেন্সি সহ আর অনেক জায়গায়

 Install করার পদ্ধতিঃ

  • প্রথমে mysql-connector-net-6.9.5 file টি install করুন
  • এরপর Setup ফাইল টি Install করুন। প্রয়োজনীয় password সমূহ SerialKey.txt file দেওয়া আছে

 বি দ্রঃ সফটওয়্যার টি চালানোর জন্য অবশ্যই আপনার কম্পিউটার ইন্টারনেট সংযোগ থাকতে হবে

সফটওয়্যার টির মাদ্ধম্যে আপনি পৃথিবীর যেকোনো জায়গা থেকে কাজ করতে পারবেন। যে কোন কম্পিউটার ইন্সটল করেই কাজ করতে পারবেন। ধরুন আপনি আপনার বাসায় কাজ করবেন। কিন্তু আপনার অফিস অন্য জায়গায়। সেক্ষেত্রে সফটওয়্যার টি পেন ড্রাইভ রাখলে আপনি যে কোন জায়গা থেকে ইন্সটল করেই কাজ করতে পারবেন। যেহেতু এটি online.

 

তাহলে আর দেরি না করে ডাউনলোড করি নিচের লিঙ্ক থেকে

Download Now


*************************************************************************************
সাদা-কালো বেকগ্রাউন্ডে রঙ্গিন ছবি! (ফটোশপ ইফেক্ট) আমারা এরকম ইফেক্ট প্রায়ই দেখে থাকি যে, সাদা-কালো ব্যাকগ্রাউন্ডে রঙ্গিন ছবি; কৌতুহল জাগে এরকমের করে নিজের ছবিটাকে করার জন্য। আপনার সেই কৌতুহল মেটানোর জন্যই আমার আজকের এই টিউন, আশা করি ভাল লাগবে। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে যে কোন একটি ছবি ফটোশপ দিয়ে Open করুন। লেয়ার পেলেটের একেবারে নিচে Create new fill or Adjustment Layer নামক একটা বাটন আছে, তাতে ক্লিক করে Hue/Saturation অপশনটি সিলেক্ট করুন (লেয়ার পেলেটটি যদি আপনার না থাকে তাহলে Window মেনু থেকে Layer এ ক্লিক করুন)। Hue/Saturation নামক একটি পপ-আপ বক্স আপনার সামনে আসবে। এখানে Hue স্লাইডারটা টেনে একেবারে বামপাশে নিয়ে আসুন অথবা Hue এর ঘরে -১৮০ লিখে দিন এখন আবার Saturation এর স্লাইডারটি টেনে বামপাশে নিয়ে আসুন অথবা -১০০ লিখে দিন। সব ঠিকঠাক হয়ে থাকলে OK বাটনে ক্লিক করুন। আপনার টোটাল ছবিটা সাদা-কালো হয়ে যাবে। এখন টুলবার থেকে ব্রাশ টুলটি সিলেক্ট করুন। আপনার কার্সরটি একটি গোল বৃত্তের মতো হবে। Set foreground color হিসাবে কালো সেট করুন । এখন ছবির যে অংশ আপনি রঙ্গিন করতে চান সে অংশের উপর দিয়ে মাউস ড্রাগ করুন। কি ঘটছে? ফাইনালি আপনি ছবিটি নিচের ছবির মতো পাবেন। ক্যামন লাগলো আমার টিউনটি? ভালো লাগা, না লাগা দু’টুই মন্তব্যের মাধমে জানাবেন, আর হাতে সময় থাকলে আমার ব্লগটি থেকে ঘুরে আসতে পারেন।

3D ছবি/ভিডিও দেখুন, কোন চশমা ছাড়া!!!

সবাই কেমন আছেন? অনেকদিন পরে টেকটিউন্স ফিরে পেলাম। আজ আপনাদের যে জিনিসটার সাথে পরিচয় করিয়ে দিব সেটা আসলেই অনেক মজার। এতে আপনি থ্রিডি ছবি/মুভি কোন চশমা ছাড়াই দেখতে পারবেন। এই প্রযুক্তির নাম “Cross Eyed 3D”. অর্থাৎ আপনাকে ছবি বা মুভিটি দেখতে হবে আপনার চোখ cross করে, বাংলায় যাকে বলে ট্যারা...। প্রথমে নিচের ছবিগুলো ডাউনলোড করে ফুলস্ক্রিন এ ওপেন করুন। এরপর Left & Right ছবিদুটির দিকে ভালভাবে নজর দিন। আপনার পুরো মনযোগ ছবির উপর দিন। এবার আস্তে আস্তে আপনার চোখদুটি cross / ট্যারা করতে থাকুন যতক্ষন না দুটি ছবির ঠিক মাঝখানে আর একটা নতুন ছবি ফুটে উঠছে...হ্যা হ্যা এবার পুরোপুরি আপনার মনটা মাঝের ছবির উপর ফিক্সড করুন। কি ঝাপসা দেখাচ্ছে? ধীরে ধীরে মাঝের ছবিটার উপর ফোকাস করুন, হ্যা আশা করি এবার ক্লিয়ার হয়ে যাবে। এরপর ফোকাস ফিক্সড হয়ে গেলে মাঝের ছবিটা ভালোভাবে লক্ষ্য করুন...!!! কি পুরা 3D না!!!??

কিছু ছবিঃ

ভিডিও লিঙ্কঃ

http://www.youtube.com/watch?v=zBa-bCxsZDk

http://www.youtube.com/watch?v=SOUO37OP_vY&feature=related

http://www.youtube.com/watch?v=YbGI8vgZlWw&feature=watch_response

বিঃ দ্রঃ এটা পরীক্ষা করার পর চোখে সবকিছু ডাবল দেখতে পারেন কিংবা মাথা ব্যাথা হতে পারে। ঘাবরাবেন না, কিছুক্ষন পরে সব ঠিক হয়ে যাবে। লাইট অফ করে ও বড় স্ক্রীনে দেখলে আরো মজা পাবেন। এরকম টিউন আগে প্রকাশ হয়েছে কিনা জানিনা। যদি হয়ে থাকে তাহলে টিউনারদের কাছে দুঃখিত।

আপনারা নিজেরাও আপনাদের ছবি কিংবা ভিডিও এভাবে বানাতে পারবেন। ধন্যবাদ সবাইকে।

 

 
   
This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free