sumon info
 
  ABOUT ME
  Product Order
  Info
  TUTARIAL
  Softwear
  Page-1
  PAGE -3
  Page -4
  Page-5
  Haking
  Photogariphi
  Games
  Mobile
  ANDROID
  Most Needed
  madidation
  FREELANCING
  ENTERTEINMENT
  Chain Tune
  Home
Photogariphi

 

হারিয়ে যেতে বসেছে Tilt-Shift ফটোগ্রাফি !!!

কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো। আজ কথা বলবো টিল্ট শিফ্‌ট (Tilt-Shift) ফটোগ্রাফি নিয়ে। অনেকে হয়তো অবাক হচ্ছেন। কারণ, এতদিন শুধু শুনে এসেছেন 'ফটোগ্রাফি' শব্দটাই। তাই টিল্ট শিফ্‌ট শব্দটা আপনাদের কাছে অপরিচিতই মনে হতে পারে। আর প্রযুক্তির উন্নতিতে টিল্ট শিফ্‌ট ফটোগ্রাফি হারিয়েও যাচ্ছে দিন দিন।

কিন্তু কোনো ব্যাপার না। আজকে আপনাদের সে বিষয়েই জানাবো। আপাতত এতটুকু মাথায় রাখুন যে টিল্ট শিফট হলো গরীবের ফটোগ্রাফি। আর প্রাচীন একটি ফটোগ্রাফি যখন বাজার এত ডি এস এল আর-এ ভরপুর ছিল না। এখনও যারা দামী ক্যামেরা ব্যবহার করতে পারেন না, তারা টিল্ট শিফ্‌ট ফটোগ্রাফি করে থাকেন। এটা ফটোগ্রাফি'রই একটা অংশ। তবে দুঃখের বিষয় হলো বর্তমানে ফটোগ্রাফির এই প্রজাতিটি হারিয়ে যেতে বসেছে।

টিল্ট শিফ্‌ট ফটোগ্রাফি কী?

আচ্ছা, উপরের টিউন থাম্বনেইলটা দেখে কি কোনো ধারণা পাচ্ছেন যে টিল্ট শিফট ফটোগ্রাফি কী হতে পারে? অনেকেই পাচ্ছেন। আবার অনেকেই পাচ্ছেন না। আচ্ছা, ফটোটি আবার দেখুন তো।

প্রথমে বলুন কী দেখতে পাচ্ছেন? ফটোটা কেমন না? উপরে আর নিচে ঘোলা বা ব্লার। তাও আবার কেমন কেমন জায়গায় যেন ঘোলা। সোজা আবার কোনাকুনি। হ্যাঁ, এইটাই টিল্ট শিফট ফটোগ্রাফি। আর কিছু কিছু জায়গায় এরকম ব্লার করার অর্থ হলো আপনার চোখকে নির্দিষ্ট জায়গার দিকে ফোকাস করা।

মানে আপনি কোথায় তাকাবেন সেটা ঠিক করে দেয়া। উপরের ফটো দেখে আপনি নিঃসন্দেহে প্রথমে মাঝখানের বাড়িটার দিকে তাকাবেন। আর এটা করবেন একটা কারণেই যে আপনাকে বিভিন্ন অংশ ঘোলা করার মাধ্যমে নির্দেশ দেয়া হয়েছে যে ঘোলা অংশে তাকাবেন না। বিষয়টি নিচের উদাহরণ থেকে পরিষ্কার হবেন।

উপরের চিত্রের মাঝের সবুজ বৃত্তের দিকে তাকিয়ে থাকুন অর্থাৎ সবুজ বৃত্তে চোখটা স্থির করুন অন্য কোনোদিকে তাকাবেন না। আপনি আসলে কী পর্যবেক্ষণ করছেন বলুন তো।

হ্যাঁ। আপনি বুঝতে পারছেন আপনার ডানদিকে একটা নীল রঙের কিছু একটা আছে। মাঝের সবুজ বৃত্তের কারণে আপনার মনে হচ্ছে ডানপাশের নীল রঙের বস্তুটি গোল। আরো কিছু আছে।

আপনি এটাও দেখতে পাচ্ছেন যে ডানপাশের নীল বৃত্তের নিচে একটি কমলা রঙের লেখা আছে। কিন্তু মাঝের সবুজ বৃত্তের দিকে তাকানো থাকা অবস্থায় আপনি বুঝতে পারছেন না যে নীল বৃত্তের নিচে ঠিক কী লেখা আছে। তবে মনে হচ্ছে যে কিছু একটা লেখা আছে। একইভাবে লাল রঙের বস্তুও একইরকম মনে হবে। এ থেকে কী বুঝলেন?

এ থেকে এটাই বোঝা যায় যে, আপনার চোখ যেটাতে থাকবে, সেটি আপনি স্পষ্ট দেখতে পাবেন। এর বাইরে আশেপাশের বস্তুটি আপনি স্পষ্ট দেখতে পারবেন না। আর তাই কোনো ফটোতে কিছু অংশ ঘোলা করে দিলে আপনার ফটো'র মূল বস্তুটা দেখতে সুবিধা হয়।

ডি এস এল আর-এর যুগে এখন আর তেমন কেউ টিল্ট শিফ্‌ট ফটোগ্রাফি করতে চান না। ডেপ্‌থ অব ফিল্ডের খেলা এখন সবখানে। তবে টিল্ট শিফ্‌ট ফটোগ্রাফি আজও একটি কারণে টিকে আছে। আর তা হলো 'মিনিয়েচার ফেইকিং'। আসুন জেনে নেয়া যাক সেটা কী।

মিনিয়েচার ফেইকিং(Miniature Faking)

'মিনিয়েচার' শব্দটা শুনেই হয়তো বুঝতে পারছেন কাজটা কী। হ্যাঁ। দূর থেকে তোলা সেইসব ফটোগ্রাফি যেগুলোর কিছু অংশ ঘোলা করলে ফটো'র ভিতরকার সাবজেক্টগুলোকে কোনো ক্ষুদ্র জগতের মতো মনে হয় সেটাই হলো মিনিয়েচার ফেইকিং।

সাধারণত এটা অনেক দূর থেকে তুলতে হয়। যেমন, পাহাড়ের উপর থেকে, বড় কোনো গাছ থেকে, বড় কোনো টাওয়ার থেকে ইত্যাদি। তবে ঘোলা করলেই যে একটা ফটো মিনিয়েচার ফেইকিং-এ রুপ নেবে না বলা যায় না। এটার জন্য দরকাল কিছু কৌশল যা আসে দীর্ঘদিনের ছবি তোলার অভ্যাস থেকে।

সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো এই যে আমরা বর্তমানে অনেক ফটো'তেই এরকম আংশিক ঘোলা করে থাকি। কিন্তু বেশিরভাগই জানি না যে এটাও ফটোগ্রাফির একটা অংশ। ডি এস এল আর-এ ধাঁধা লেগে যাওয়া চোখ দিয়ে এসব ফটো দেখলে আমরা ফটো ইডিটিং-এর অদক্ষতা হিসেবে বিবেচনা করি। এর কারণ হলো প্রযুক্তির সাথে সাথে আমাদের জ্ঞান ও মন এগিয়ে যাচ্ছে না।

এবার আসুন জেনে নিই কীভাবে আপনি এই টিল্ট শিফ্‌ট ফটোগ্রাফি করতে পারেন সে সম্পর্কে। এখন অবশ্য তেমন কিছুই দরকার নেই। শুধু একটা অ্যান্ড্রয়েট বা স্মার্টফোন হাতে থাকলেই যে কেউই টিল্ট শিফ্‌ট ফটোগ্রাফি করতে পারেন। নিচে সে সমস্ত কিছু কৌশল নিয়েই আলোচনা করছি।

১। সাইট ব্যবহার করে

এটা প্রথম দিকে খুবই ব্যবহৃত হতো। কারণ, তখন এখনকার মতো এত অ্যাপ্‌স বা সফটওয়্যার সহজলভ্য ছিল না। আর থাকলেও খুব কম। আর ব্যবহার না জানার কারণে মানুষজন বিভিন্ন ওয়েবসাইটের সাহায্য নিতো। গুগলে 'Online Tilt Shift Photo Maker' লিখে সার্চ দিলে  TiltShift Maker-এর মতো অসংখ্য ওয়েবসাইট পাবেন।

২। ফিল্টার অ্যাপের মাধ্যমে

যারা অ্যান্ড্রয়েড ব্যবহার করে থাকেন তাদেরকে আর  নতুন করে কিছু বলার নেই। কারণ, যেকোনো ফটো ইডিটিং অ্যাপ (YouCam, Cymera, Candy Camera, Facey Camera) আপনার কাছে আছে পর্যাপ্ত পরিমাণে। প্রায় সব ধরনের ফিল্টার অ্যাপ দিয়েই আপনি টিল্ট শিফ্‌ট ফটোগ্রাফি করতে পারেন।

৩। ফটোশপ-এর মাধ্যমে

যারা যারা অ্যাডোবি ফটোশপ ব্যবহার করেন তারা এই কাজটি খুব সহজে ও কম সময়ের মধ্যেই করতে পারবেন। Marquee Tool, Magic Wand Tool, Pen Tool ইত্যাদির মাধ্যমে।

শুধু ডি এস এল আর দিয়ে ফটো তুললেই সেটা ফটোগ্রাফি হয়ে যায় না। ফটোগ্রাফির এই বিষয়গুলোর সাথেও পরিচিত হতে হয়। কারণ, ডিজিটাল ক্যামেরাগুলো এমনিতেই ফটো'র সৌন্দর্য বর্ধনে ব্যাপক ভূমিকা রাখে। আর সেটাকে নিজের দক্ষতায় সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়াটাই হলো ফটোগ্রাফি'আর আসল কাজ। সেই সাথে বুঝতে হবে ও দক্ষতা অর্জন করতে হবে ফটোগ্রাফি'র এইসব বিষয়গুলোতে। ভাল ফটো এখন কেউ আর তোলেই না।

 ==========================================

কিছু ছোট ছোট ফটোগ্রাফিক্স সফটওয়্যার ফটোগ্রাফারদের জন্য। ইচ্ছুক হলে আপনিও দেখতে পারেন।
 সবাইকে সালাম ও শুভেচ্ছা।আসলে মানুষ একটা সময় কর্মহীন থাকতে থাকতে ক্লান্ত হয়ে যায়।২ দিন বিশ্রামে আমার হয়েছে সে অবস্থা।আরো ২ দিন বাকি।সময় কাটে না তাই বসে পড়লাম।টিভিও দেখতে পারি না ছেলেটার যন্ত্রনায়।কি সব কার্টুনের চ্যানেল নিয়ে পড়ে থাকে ,আমাকে ধারে কাছেও ঘেঁসতে দেয় না।ওনেক অনুরোধে প্রতিদিন রাত ১০৩০ মিনিটে এন টি ভি'র খবরটা শুনি।যাইহোক ভাবলাম অনেকদিন ফটোগ্রাফী নিয়ে টিউন করি না আজ করি।আমার ফটোগ্রাফী নিয়ে কোন অভিজ্ঞতা নেই কিন্তু তার পরেও টিউন করতে ভালো লাগে।আমার অত্যন্ত পছন্দের দু'টো জিনিস হলো ফটোগ্রাফী আর থ্রী ডি এ্যানিমেশন।একটাও শিখতে পারিনি আর পারবোও না।য়াজ যে ফটোগ্রাফী নিয়ে টিউন করবো আমার দৃঢ বিশ্বাস এগুলোএ ২/৩ টা নিয়ে অতীতে টিউন হয়েছে।সার্চ করে ১ টি খুঁজে পেয়েছি কিন্তু মনে হয় চুপিচাপে আরো ২/১টা কোথাও ঘাপটি মেরে বসে আছে।যাইহোক কারো শেয়ারের সঙ্গে মিলে গেলে দয়া করে ক্ষমা করে দিবেন।আমি জানি আপনারা ক্ষমা করতে পছন্দ করেন। PC STITCH V10.00 জ্বী আজ সেলাইয়ের কাজ শেখাবো।সূঁই-সুতো তৈরী তো?মজা করলাম।আসুন সফটওয়্যারের মাধ্যমে কাজটা সারি কি বলেন?ধরুন আপনার ছবিটাকে যদি এভাবে বানানো যায় তবে কি খুশী হবেন? সবকিছুই হাতের কাজ।দেখুন আমি চেষ্টা করেছি পাইনি। আপনি পারবেন সে বিশ্বাস আছে।লক্ষ্য করুন ছবিতে ফুল আছে ডান পাশে।এরকম অসংখ্য পাবেন পশু,গাছ,পাখি ইত্যাদি যা আপনার ছবির সঙ্গে জুড়ে ছবিকে করে তুল্বে আরো সুন্দর। আপনাকে আরো বিস্তারীত জানার জন্য আমন্ত্রন জানাচ্ছি।এখানে ক্লিক করে জেনে নিতে পারেন সবকিছু।আশা করছি আপনাদের ভালো লাগবে।যারা জানার পরে ইচ্ছুক তারা নামিয়ে নিতে প্পারেন মাত্র ৮৭ মেগাবাইটের এই সফটওয়্যারটি। ডাউনলোড ইন্সটল করুন।কাজ শেষে প্যাচটি /c drive/programs/pcstitch 10 এ প্রবেশ করিয়ে ক্লিক করুন।যা খুলবে তাতে patch লেখাতে ক্লিক করলে কাজ শেষ। IMAGE TUNER 3.3 কাহিনী তেমন কিছু নেই।এটি দিয়ে আপনার যে কোন ছবি রিসাইজ করতে পারবেন।খুব সহজ।নীচে দেখুন এক সঙ্গে একটি কিংবা একাধীক ছবি সিলেক্ট করে রি সাইজ এবং রিনেম করতে পারবেন এক্সঙ্গে।আপ্নার কতটুকু পরিমান সাইজ দরকার তা ডান পাশের ঘর গুলিতে সিলেক্ট করুন এবং সবুজ বোতামে ক্লিক করলে কেল্লা ফতে।ারো বিস্তারীত জানতে এখানে ক্লিক করুন।ডাউনলোড সাইজ মাত্র ১১ মেগাবাইট । ডাউনলোড এটি একটি ফ্রী সফটওয়্যার আর তাই শুধু ইন্সটলের পর ব্যবহার করুন। ID PHOTO STUDIO 2.9 আমার ধারনা এটি নিয়ে অতীতে টিউন হয়েছে।যাইহোক সার্চ করে পাইনি।যাক টিউন হলেও ক্ষতি নেই।পুনরায় টিউন হলে মহা ভারত অশুদ্ধ হবে না। যাইহোক আপনার যদি কম্পিউটার আর প্রিন্টিং মেশিন থাকে তবে ষ্টুডিওতে না গিয়েও এই ছোট্ট সফটওয়্যারটির মাধ্যমে ছবি ডকুমেন্টস এর জন্য বানাতে পারেন। নীল কালি চিহ্নিত জায়গায় মাউস দিয়ে সিলেক্ট করতে পারবেন কত পরিমান ছবি আপনার দরকার।সর্বোচ্চ ৩০ কপি পর্যন্ত করতে পারবেন।এরপর stampa তে ক্লিক করলে preview দেখতে পারবেন। এছাড়াও আরো টুকটাক কাজ আছে যা ব্যবহার করলেই বুঝতে পারবেন।সাইজ মাত্র ৬ মেগাবাইট। ডাউনলোড ইন্সটল এবং ব্যাবহার একসাথে কারন এটিও একটি ফ্রী সফটওয়্যার। PIXIA 4.79 সফটওয়্যারটি খুব ভালো লাগলো তাই আমি নতুন করে পুনরায় শেয়ার করতে এলাম।অতীতের টিউনারের কাছে ক্ষমা প্রার্থনা করছি। যারা ফটোগ্রাফী পারেন না (আমার মত) তারা এই ছোট্ট সফটওয়্যারটির মাধ্যমে পরীক্ষা করে দেখতে পারেন কিছু হয় কি না। চোখগুলো একটু লাল লাল করে পেষ্ট দিয়ে দাঁতগুলো ঘসে দিয়েছি তাতে উজ্জ্বল হয়েছে।আরো অনেক ধরনের ব্রাশ আছে যা দিয়ে আপনার ছবিটিকে দারুন রুপে সাজাতে পারবেন।চেষ্টা করে দেখুন না।যারা ইচ্ছুক তারা ডাউনলোড করুন মাত্র ১০ মেগাবাইটের এই সফটওয়্যারটি। ডাউনলোড শুধু ইন্সটল এবং ব্যাভার কারন এটিও ফ্রী সফটওয়্যার ।আপনি যদি আরো বিস্তারীত জানতে ইচ্ছুক হন তবে এখানে ক্লিক করে ঘুরে আস্তে পারেন ওয়েবসাইট থেকে।
নিয়ে নিন ইজি ফটো ফ্রেম :: মজা পাবেন!!! 
সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শুভেচ্ছা ও ভালবাসা জ্ঞাপন করছি। আশাকরি আল্লাহ্‌র অশেষ রহমতে সবাই ভালো আছেন। এই ছোট সাইজের সফটওয়্যার গুলো উপহার দেয়ার পিছনে একটি উদ্দ্যেশ্য আছে। সর্বপ্রথম আমি দিয়েছিলাম কিছু ছবির আনকরা ফ্রেম। টিউনে যুক্ত করে দিয়েছিলাম ফটোশপে ছবির সাথে ফ্রেম যুক্ত করার কৌশল। পরবর্তিতে ছোট সাইজের কিন্তু পূর্ণাঙ্গ একটি ফ্রেম যুক্ত করার সফটওয়্যার দিয়েছিলাম। আজ তারই ধারাবাহিকতায় এই ইজি ফটো ফ্রেম দিলাম। একটি সুন্দর ফ্রেম একটি ছবির আবেদন অনেকগুণ বাড়িয়ে দিতে পারে যদি ফ্রেমটা ছবির সাথে মানায়। যারা বিভন্ন স্টুডিওতে কাজ করছেন তারা ভালোকরেই বুঝবেন ফ্রেমের কতখানী দরকার তার থেকেও বেশী বুঝবেন যারা প্রফেশনাল ভিডিও এডিটিং করেন। ভিডিও এডিটিং এ হাইলাইটসের চাকচিক্য শতগুন বড়িয়ে দেয় ফ্রেমের ব্যবহার। ইজি ফটো ফ্রেম দিয়ে খুব অল্প সময়ে ছবিতে ফ্রেম যুক্ত করা সম্ভব। যারা প্রোফেশনাল কাজ করেন তারা সফটওয়্যারটি সংগ্রহে রাখতে পারেন। ইজি ফটো ফ্রেম ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন। এখান থেকে Download ক্লিক করুন।   ডাউনলোডকৃত ফাইলটির উপর ডাবল ক্লিক করে ইন্সস্টল শুরু করে দিন। Next> ক্লিক করুন।   Next> ক্লিক করুন।   Install ক্লিক করুন।   ইন্সস্টল হচ্ছে।   Finish ক্লিক করুন।   সফল ভাবে ইন্সস্টল হবার পর ইজি ফটো ফ্রেম সফটওয়্যারটি ওপেন করুন। ইজি ফটো ফ্রেমের ফাস্ট লুকিং এমন। ফাইল-ওপেনে গিয়ে যে কোনো ছবি ওপেন করুন।   আমার একটা ছবি ওপেন করলাম। ছবির সাইজ অস্বাভাবিক দেখালে  View-Fit the screen দিলে আপনার দেখার সুবিধার্থে অটো সাইজ করে দিবে।   ১. নিচের ফ্রমগুলো থেকে পছন্দ করুন। যে ফ্রেমটি পছন্দ হবে তার উপর ক্লিক করুন। ২. Apply দিলে ফ্রেমটি ছবির সাথে যুক্ত হয়ে যাবে। ফ্রেম পছন্দ না হলে  Undo করতে পারেন। ৩. File-Save As থেকে ছবিটি Save করতে পারবেন। আপনার পছন্দমতো ফরম্যাটে।

টিউটোরিয়াল

1. প্রথমে ম্যাক্রো বা ক্লোজাপ মুডে ছবি তুলে নিন। ভাল আলোতে হাত না কাঁপিয়ে তুলবেন। আমরা নিচের মত ছবি পেলাম। (ক্যামেরায় ম্যাক্রো/ক্লোজাপ না থাকলে নরমাল মুডে পরিষ্কার করে ছবি তুলুন)

ক্লোজাপ/ম্যাক্রো মুড অপশনটা মোবাইলে নিচের মত পাবেন, যদি ক্যামেরা সাপোর্ট করে তো!

(সাপোর্ট না করলে জোর করে করানোর কোন উপায় নাই।/:) নেক্সটবার মোবাইল কেনার সময় মেগা পিক্সেল না দেখে ক্যামেরা অটোফোকাস সাপোর্ট করে কিনা আর লেন্সটা কার্ল জেইস টাইপ ব্যান্ডের কিনা জেনে কিনুন। কারণ মোবাইল ক্যামেরায় মেগা পিক্সেল ধুয়ে পানি খাওয়া ছাড়া অন্য কাজে তেমন লাগেনা /:))

2. ছবির দুটিকে বাড়তি অংশ রয়েছে। এছাড়া ছবিটিকে সাদাকালো বানাতে হবে। তাই ফটোশপে ছবিটি ওপেন করুন। 1নং এর Crop Tool ব্যবহার করে বাড়তি জায়ড়াগুলো ফেলে দিন।


3. এবার Image>Mood থেকে Grayscale সিলেক্ট করে ছবিকে সাদাকালো বানিয়ে দিন।

4. এবার Image>Adjustment> Brightness/Contrast এ ক্লিক করে কন্ট্রাস্ট  অ্যাডজাস্ট করুন। কন্ট্রাস্ট 100 দেবেন ব্রাইটনেস ইচ্ছে মত। এই ধাপটি আপনাকে ৫-৬ বার করতে হবে।

এভাবে ৫-৬ বার কন্ট্রাস্ট 100 করায় ছবিটি নিচের মত হয়ে যাবে। 1 ক্লিকে করতে ফটোশপের B/W বানানোর এই প্লাগইনসটা ব্যবহার করতে পারেন।

এখন চাইলে অপ্রয়োজনীয় অংশগুলো পরিষ্কার করতে পারেন। না চাইলে নাই। পরিষ্কার করতে ইরেজার টুল সিলেক্ট করুন। এরপর ঘষে পরিষ্কার করুন।

ফাইনালী আমাদের ছবি রেডি সেটা দেখতে হল এরকম :D

এবার ছবিটি সেভ করুন। প্রিন্টের জন্য ফটোশপ ব্যবহার করবেন না। কারণ এটা ছবি হিসাবে প্রিন্ট করবে, সময় বেশী লাগবে, কালির খরচ বেশী হবে। তারপরও কোয়ালিটি ভাল পাবেন না। ছবিকে ডকুমেন্ট হিসাবে প্রিন্টের জন্য ব্যবহার করতে হয় ইলাস্ট্রেটর। সেভ করা ছবিটি ইলাস্ট্রেটর দিয়ে ওপেন করুন।

এবার প্রিন্ট চাপুন! :D :D

পেয়ে গেলেন ঝকঝকে, তকতকে ক্লিয়ার ডিজিটাল ফটোকপি যেটা অরজিনাল পেপারের চাইতেও ক্লিয়ার!! :D

নিচে কাগজে প্রিন্টকৃত বাস্তব ডেমো দেখানো হয়েছে

(সকল ছবি ও ফটোকপির কাজ NOKIA N73 দিয়ে করা হয়েছে)

ভাল থাকুন, সুস্থ থাকুন।

 


=============================
এই সফটওয়্যার টা বিশেষ করে মেয়েদের বেশী ভাল লাগবে। এই সফটওয়্যার টা বিশেষ করে মেয়েদের বেশী ভাল লাগবে। আশল কথা বলি আজ আমি একটা সফটওয়্যার নিয়া কথা বলব আশা করি আপনাদের সবার ভাল লাগবে।বিশেষ করে মেয়েদের বেশী ভাল লাগবে। এই সফটওয়্যার দিয়া আপনি আপনার ফটো কে আরও সুন্দর করে তুলতে পারেন। নিচের ফটো গুলা দেখেন টা হলে সব বুজতে পারবেন। আমি এক জন নুতুন টুনার। যদি কোন ভুল হয়ে থাকে ক্ষমা করে দিবেন। Download Link : http://www.mediafire.com/download.php?6macr4b7k9lu6tc photo *****************************************

প্রফেশনাল ফটোগ্রাফারের মতো আপনার ছবিতেও HDR ইফেক্ট দিন আর মজা দেখুন !!!(নতুন রুপে)

নতুন এ ভার্শনে অনেক নতুন নতুন ফিচার যোগ করা হয়েছে। আর এটা পোর্টেবল ভার্শন না। তাই পাচ্ছেন সম্পুর্ন ব্যবহারের সুযোগ। এবার আসি টিউনের কথায়।

আপনারা যারা HDR ইফেক্ট কি জানেন না তাদের জন্য বলছি HDR (হাই ডায়নামিক রেজ্ঞ) ইফেক্ট সাধারণত প্রফেশনাল ফটোগ্রাফাররা তাদের ফটোগ্রাফিতে দিয়ে থাকেন। যেই ইফেক্ট দিয়ে আপনি খুব সহজেই একটা সাধারন ছবিকেও অসাধারন করে দিতে পারেন। নিচের ছবিগুলি দেখলেই অনুমান করতে পারবেন।

HDR ইফেক্ট দেওয়ার আগে:

2756386 প্রফেশনাল ফটোগ্রাফারের মতো আপনার ছবিতেও HDR ইফেক্ট দিন আর মজা দেখুন !!!(নতুন রুপে) | Techtunes

ইফেক্ট দেওয়ার পরেঃ

2756528 প্রফেশনাল ফটোগ্রাফারের মতো আপনার ছবিতেও HDR ইফেক্ট দিন আর মজা দেখুন !!!(নতুন রুপে) | Techtunes

আগেঃ

2756534 প্রফেশনাল ফটোগ্রাফারের মতো আপনার ছবিতেও HDR ইফেক্ট দিন আর মজা দেখুন !!!(নতুন রুপে) | Techtunes

পরেঃ

2756633 প্রফেশনাল ফটোগ্রাফারের মতো আপনার ছবিতেও HDR ইফেক্ট দিন আর মজা দেখুন !!!(নতুন রুপে) | Techtunes

HDR ইফেক্ট দেওয়া কিছু অসাধারন ছবি দেখুনঃ

hdr fire clouds প্রফেশনাল ফটোগ্রাফারের মতো আপনার ছবিতেও HDR ইফেক্ট দিন আর মজা দেখুন !!!(নতুন রুপে) | Techtunes

Monona Terrace Top Entrance  WI  USA  HDR  May 2008  Nikon D300 002  Scaled প্রফেশনাল ফটোগ্রাফারের মতো আপনার ছবিতেও HDR ইফেক্ট দিন আর মজা দেখুন !!!(নতুন রুপে) | Techtunes

0000000000 প্রফেশনাল ফটোগ্রাফারের মতো আপনার ছবিতেও HDR ইফেক্ট দিন আর মজা দেখুন !!!(নতুন রুপে) | Techtunes

আশা করি সবাই বুঝতে পারছেন কি রকম মজার এই ইফেক্ট। তাহলে আর দেরি কেনো আপনিও আপনার ছবিতে এই ইফেক্ট দিন আর মজা দেখুন।

halomatix প্রফেশনাল ফটোগ্রাফারের মতো আপনার ছবিতেও HDR ইফেক্ট দিন আর মজা দেখুন !!!(নতুন রুপে) | Techtunes

যেভাবে তৈরি করবেন আপনার HDR ছবিঃ

প্রথমে আপনার ছবি লোড করে নিন। ড্রাগ & ড্রপ করেও ছবি লোড করা যাবে।

1215201060909pm প্রফেশনাল ফটোগ্রাফারের মতো আপনার ছবিতেও HDR ইফেক্ট দিন আর মজা দেখুন !!!(নতুন রুপে) | Techtunes

এখন দেখবেন অটো আপনার ছবিতে HDR ইফেক্ট যুক্ত হয়েছে।

1215201061101pm প্রফেশনাল ফটোগ্রাফারের মতো আপনার ছবিতেও HDR ইফেক্ট দিন আর মজা দেখুন !!!(নতুন রুপে) | Techtunes

এখন আপনি যদি কোন এডিট ছাড়াই ছবিটি সেভ করতে চান তাহলে ok চাপুন।

1215201061318pm প্রফেশনাল ফটোগ্রাফারের মতো আপনার ছবিতেও HDR ইফেক্ট দিন আর মজা দেখুন !!!(নতুন রুপে) | Techtunes

Full HDR এর জন্য অনেক কিছু করা লাগবে। তাই আর বিস্তারিত গেলাম না। সব শেষে ছবিটি সেভ করুন।

1215201061405pm প্রফেশনাল ফটোগ্রাফারের মতো আপনার ছবিতেও HDR ইফেক্ট দিন আর মজা দেখুন !!!(নতুন রুপে) | Techtunes

এভাবে খুব সহজেই HDR ছবি তৈরি করতে পারেন। icon biggrin প্রফেশনাল ফটোগ্রাফারের মতো আপনার ছবিতেও HDR ইফেক্ট দিন আর মজা দেখুন !!!(নতুন রুপে) | Techtunes

ডাউনলোড লিঙ্কঃ

ligthpaint প্রফেশনাল ফটোগ্রাফারের মতো আপনার ছবিতেও HDR ইফেক্ট দিন আর মজা দেখুন !!!(নতুন রুপে) | Techtunes
Dynamic Photo-HDR 4.8। সাইজ মাত্র ১৪ মেগাবাইট।

আশা করি আপনাদের কাজে লাগবে।
ধন্যবাদ সবাইকে।

 

ছবি নিয়ে মজা করার অসাধারন ২০টি ওয়েব সাইট(Have Fun)

alltemplates ছবি নিয়ে মজা করার অসাধারন ২০টি ওয়েব সাইট(Have Fun) | Techtunes

1gku6OdbIJytIuAfbSC6OA ছবি নিয়ে মজা করার অসাধারন ২০টি ওয়েব সাইট(Have Fun) | Techtunes

http://photofunia.com/

http://funphotobox.com/

http://www.picartia.com/

http://www.hairmixer.com/

http://www.photo505.com/

http://yearbookyourself.com/

http://www.loonapix.com/

http://www.magmypic.com/

http://www.condenet.com/promo/xerox/

http://www.instyle.com/instyle/makeover/

http://www.writeonit.org/

http://www.dumpr.net/

http://anymaking.com/

http://www.montagraph.com/Views/Main.aspx

http://www.pizap.com/

http://www.myheritage.com/face-recognition

http://www.letterjames.com/

http://www.imagechef.com/

http://funny.pho.to/

http://www.frontpageyou.co.uk/

http://www.fakemagazinecover.com/

এ সব সাইটে গিয়ে ছবি আপলোড করে মজা করুন।
আশা করি সবার ভাল লাগবে।
ধন্যবাদ সবাইকে।
.....................................................................................
*******************************************
......................................................................................

ঘোলা ছবি পরিস্কার করুন এক সেকেন্ডে!!! (আকর্ষনীয় সব নতুন ফিচারে)

একবছর আগে এই শিরোনাম আর সফটওয়্যার নিয়ে টিউন করেছিলাম। যেটা এখন পর্যন্ত টেকটিউনস এবং সামু মিলে প্রায় ৩০০০বার ডাউনলোড হয়েছে! :mrgreen: তবে এবার এটা নিয়ে আবার টিউন করার কারণ হলো নতুন ভার্শনে অনেক ফিচার যোগ করা হয়েছে। চলুন তাহলে দেখে নেই Ashampoo Photo Optimizer 4 এর ফিচারগুলো।

আমরা প্রয়োজনে বা অপ্রয়োজনে অনেক ছবি তুলে থাকি। অনেক সময় দেখা যায় ছবি ঘোলা আসে বা মোবাইলে ছবি তোলার কারনে ছবিটা অত পরিস্কার না। আর এই ঘোলা ছবিকে অপটিমাইজ করে পরিস্কার ও আরও আকর্ষনীয় করে তুলতে পারে Ashampoo Photo Optimizer।

ছবি লোড করে শুধু optimize বাটনে ক্লিক করুন আর দেখুন যাদু!

অনেক সময় ভুলভাবে ছবি তোলার কারনে চোখে লাল একটা আলো পড়ে। এই Red eyes সমস্যা সমাধান করুন নিমিষেই!

দিন না নিজের মধুর একটা ছবিতে মজার পুরাতন ইফেক্ট

বা করে রাখুন বন্ধ ফ্রেমে আবদ্ধ!

মজার মজার কালার ইফেক্টও দিতে পারেন

আপনার ছবি দিয়ে খালি ফেক আইডি তৈরি হয়? তাহলে দিয়ে দিন watermark করে আপনার নাম। ছবি থেকে এই নাম কখনই মোছা সম্ভব না।

কি মনে হচ্ছে ফিচার শুধু এগুলাই? মোটেও না। আসলে এত ফিচার বলে শেষ করা যাবে না। তাই বাকিগুলো আপনি নিজেই ব্যবহার করে আবিস্কার করুন। ;)

ডাউনলোডঃ

Ashampoo® Photo Optimizer 4
আর ফুল ভার্শন করতে রেজিঃফাইল ডাউনলোড করুন এখান থেকে।
ইন্সটল করার পর Reg ফাইলটা আনজিপ করে ফাইলটাতে ডাবল ক্লিক করে ok দিলেই ফুল ভার্শন হয়ে যাবে।

আশা করি আপনাদের কাজে লাগবে।
ধন্যবাদ সবাইকে

 ********************************

আসালামুলাইকুম! ভাল আছেন মনে হয়। । আজ আমি এমন কয় একটি ছবি সম্পাদনের সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দিবো যা আপনাদের কাজে আসবেই।আপনারা যারা ফটোশপের কাজ জানেন না তাদের কাজে আসবে বলে আমার মনে হয়। আমি বেশি কথা বলতে পছন্দ করি না তা সজা আজকের পোস্টের আলোচনায় আসি। সফটওয়্যার গুলো ডাউনলোড করতে হেড লাইনে ক্লিক করুন।

পেইন্ট.নেট

পি এডিট

ডিগিকাম

ভার্চুয়াল বক্স

মাই পেইন্

পেইন্ট স্টার

ইমেইজ এডিটিং টুলস


12) Acorn

সিসর

পিনতা

কালার পেইন্ট

পিক্সি্য

পিজেন

ফটোস্কাপ

 ++++++++++++++++++++++++++++++++++++++++++++

$24.95 ডলারের কনভার্টার সফটওয়্যার একদম ফ্রী তে ডাউনলোড করুন !!!

কেমন আছেন সবাই টেকটিউন্সে আসা হয় না আর টিউন ও করা হয় না।

আজ আপনাদের সামনে এমন একটা সফটওয়্যার নিয়ে এসছি আমার মনে হয় তা আপনাদের অনেক কাজে লাগবে।

আসুন এবার দেখা যাক,

আমরা প্রতিনিয়ত কম্পিউটারে গান শুনি আর তা যদি হয় ভিডিও গান তাহলে তো আর কথাই নেই।

আর সেই গান হাই রেজুলেশনে converter করে মোবাইলে চালানোর জন্য  কত কষ্টই না করে থাকি।

এখন সব কষ্টের আবসান দিতে এল video converter master


এই সফটওয়্যার দিয়ে আপনি avi,mp4,3gp,mpeg,mov,wmv,rm,swf,asf,vob,aac,ac2,mp2,mp3,amr,wav.

format এ কনভার্ট করতে পারবেন

এছাড়া ও video converter master সফটওয়্যার দিয়ে আপনি ডিভিডি ক্যাসেট রাইট করতে পারবেন।

প্রথমে এখান থেকে video converter master trail vesion ডাউনলোড করে ,

এই সিরিয়াল কী দিয়ে ইন্সটল করে নিন।

Name: sh3bwah.com
Organization: TE2006
Registration Key: VCM5947428

এখান থেকে আপনি প্রোফাইল পরিবর্তন করতে পারবেন।



এবং  এখান থেকে আপনি প্রোফাইল এডিট করতে পারবেন।


তারপর ব্রাউজ কোথায় করবেন দেখিয়ে দিন

এবার কনভার্ট  ক্লিক করুন

ব্যাস কাজ হয়ে গেল ।

সফটওয়্যার টি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না  যেন।

সবাইকে ধন্যবাদ

 


 

 
   
This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free